টোপ -তসলিমা নাসরিন

যেরকম ছিলে, সেরকমই তুমি আছ

কেবল আমাকে মাঝপথে ডুবিয়েছ

স্বপ্নের জলে উলটো ভাসান এত

আমি ছাড়া আর ভাগ্যে জুটেছে কার!


আগাগোড়া তুমি অবিকল সেই তুমি

বড়শিতে শুধু গেঁথেছ দু’চার খেলা

অলস বিকেল খেলে খেলে পার হলে

রাত্তিরে ভাল নিদ্রাযাপন হয়।


তুমি তো কেবলই নিদ্রার সুখ চেনো

একশো একর জমি নিজস্ব রেখে

এক কাঠা খোঁজো বর্গার তাড়নায়

বর্গার চাষ পৃথক স্বাদের কিনা!


স্বাদ ভিন্নতা পুরুষ মাত্র চায়

তুমি তো পুরুষই, অধিক কিছু নও।

পুরুষেরা ভাল চোখ খেতে জানে চোখ

আমার আবার কাজলের শখ নেই।


বড়শিতে গাঁথা হৃদপিন্ডের আঁশ

ছিঁড়ে খেতে চাও, তুমি তো পুরুষই

খাবে।

সাঁতার জানি না, মধ্যনদীতে ডুবি

অন্ধকে টোপ দেবার মানুষ নেই।

বর্ষামঙ্গল নৃত্যমুখর বর্ষণ – আল মাহমুদ
বাতাসের ফেনা – আল মাহমুদ
মানুষ - নির্মলেন্দু গুণ
হও ধরমেতে ধীর -অতুল প্রসাদ সেন
বঙ্গবন্ধু ও স্বাধীনতা বিষয়ক কবিতা - Poems on Bangabandhu and Independence
ওপেনটি বাইস্কোপ-Open Tee Bioscope
হাসানের জন্যে এলিজি - নির্মলেন্দু গুণ
ভয়ের চোটে – আল মাহমুদ
পতিগৃহে পুরোনো প্রেমিক - নির্মলেন্দু গুণ
মানুষের হৃদয়ে ফুটেছি - নির্মলেন্দু গুণ