ভ্রমর কইয়ো গিয়া রে

শ্রীকৃষ্ণের বিচ্ছেদের অনলে

আমার অঙ্গ যায় জ্বলিয়া রে

ভ্রমর কইয়ো গিয়া

ভ্রমর রে

কইয়ো কইয়ো কইয়ো রে ভ্রমর

কৃষ্ণেরে বুঝাইয়া

মুই রাধা মইরা যামু রে

কৃষ্ণহারা হইয়া রে

ভ্রমর কইয়ো গিয়া

ভ্রমর কইয়ো গিয়া রে

শ্রীকৃষ্ণের বিচ্ছেদের অনলে

অঙ্গ যায় জ্বলিয়া রে

ভ্রমর কইয়ো গিয়া

ভ্রমর কইয়ো গিয়া

ভ্রমর রে

আগে যদি জানতাম রে, ভ্রমর

যাইবা রে ছাড়িয়া

আগে যদি জানতাম রে, ভ্রমর

যাইবা রে ছাড়িয়া

মাথার কেশ দু'ভাগ কইরা রে

মাথার কেশ দু'ভাগ কইরা রে

রাখিতাম বাঁধিয়া রে

ভ্রমর কইয়ো গিয়া

ভ্রমর কইয়ো গিয়া রে

শ্রীকৃষ্ণের বিচ্ছেদের অনলে

অঙ্গ যায় জ্বলিয়া রে

ভ্রমর কইয়ো গিয়া

ভ্রমর কইয়ো গিয়া

ভাইবে রাধারমণ বলে, "শোনো রে, কালিয়া"

ভাইবে রাধারমণ বলে, "শোনো রে, কালিয়া

নিভ্যা ছিলো মনের অনল রে

কে দিলো জ্বালিয়া রে?

ভ্রমর কইয়ো গিয়া"

ভ্রমর কইয়ো গিয়া রে

শ্রীকৃষ্ণের বিচ্ছেদের অনলে

অঙ্গ যায় জ্বলিয়া রে

ভ্রমর কইয়ো গিয়া

ভ্রমর কইয়ো গিয়া

ভ্রমর কইয়ো গিয়া

ভ্রমর কইয়ো গিয়া

জলের ঘাটে দেইখা আইলাম কি সুন্দর শাম রাই
প্রাণ সখী রে লিরিক্স Prano Sokhi Re Lyrics
লাল পাহাড়ির দেশে যা Lal Paharer Deshe Ja Lyrics
বাবা মানে হাজার বিকেল লিরিক্স- Baba Mane Hajar Bikel
আমি তোমাকেই বলে দেবো লিরিক্স -Ami Tomakei Boley Debo
তোমরা ভুলেই গেছ মল্লিকাদীর নাম
আমারে আসিবার কথা কইয়া-Amare Ashibar Kotha Koiya
তোমরা কুঞ্জ সাজাও গো-Tomra Kunjo Sajao Go lyrics
আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবার মনে লয় Amar Bondhu Doyamoy lyrics
মরিলে কান্দিস না আমার দায়-Morile Kandish Naa Amar Da