Top 10 schools in Bangladesh-বাংলাদেশের সেরা ১০ স্কুল
পারিবারিক শিক্ষার পর যদি কোনো জায়গা থেকে থাকে তবে তা হচ্ছে স্কুল বা বিদ্যালয় যেখান থেকে মানুষ শিক্ষা অর্জন করে। একজন ব্যাক্তি যিনি কিনা নিজের মধ্যে শিক্ষার আলো আহরণ করেছেন তিনি অবশ্যই কোনো না কোনো স্কুলে নিজেকে উপস্থিত করেছেন। আর এই আলোকিত করার পেছনের কারিগর হিসেবে কাজ করে সেই স্কুলের শিক্ষক, পরিবেশ, অবকাঠামো, নিয়ম শৃঙ্খলা ইত্যাদি ইত্যাদি। শিক্ষার আলোয় আলোকিত হয়েছেন কিন্তু স্কুলে যাননি এমন কাউকে খুঁজে পাওয়া যাবে বলে এখন কার সময়ে মনে হয় না। আমাদের দেশে সব মিলিয়ে স্কুল সংখ্যা হচ্ছে প্রায় ১,০৮,৫১৫ আর এর সাথে ইংলিশ মিডিয়াম যোগ করলে আরো ১৯৬ টি বেড়ে দারায় ১,০৮,৭১১ (প্রায় এক লক্ষ আট হাজার সাতশত এগার টি), যেখানে পুরুষ শিক্ষক হিসেবে দায়িত্বরত রয়েছেন ৪,৮২,৮৮৪ এবং একই সাথে মহিলা শিক্ষিকা রয়েছেন ২,৭৯,১০৫ জন। এই সব স্কুলে সব মিলিয়ে শিক্ষার্থী সংখ্যা হবে প্রায় তিন কোটি। এসকল শিক্ষার্থীরাই তো স্কুলের প্রাণ, করোনাকালে আমরা দেখেছি স্কুলে শিক্ষার্থীদের অনুপস্থিতি যেনো স্কুল গুলোকে অনেকটাই ফিকে করে দিয়েছিলো। মহান আল্লাহ তায়ালার অশেষ রহমতে স্কুল গুলো আবার শিক্ষার্থীদের পদচারণায় মুখরিত হয়েছে, স্কুল গুলো যেনো ফিরে পেয়েছে তাদের প্রাণ।
দেশের সকল স্কুলগুলোই তাদের নিজ নিজ অবস্থানে ভালো, তবে এদের মধ্যে থেকে কিছু স্কুল দেশ সেরা অবস্থান অর্জন করে যেসব স্কুলে অভিভাবক রা তাদের সন্তান দের উন্নত শিক্ষা দেওয়ার ক্ষমতা রাখে। আজকের আয়োজনে দেশ সেরা দশ স্কুলগুলো আপনাদের সামনে তুলে ধরা হলো।
১. ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ ভিএনএসসি
ভিকারুননিসা নুন স্কুল ও কলেজ ঢাকার বেইলি রোডে অবস্থিত বাংলাদেশে মেয়েদের একটি স্বনামধন্য স্কুল। ১৯৫২ সালে তৎকালীন পাকিস্থানের পূর্ব পাকিস্তান প্রদেশের (বর্তমানে স্বাধীন বাংলাদেশ) গভর্নর ফিরোজ খান নুনের সহধর্মিনী ভিকার উন নিসা নূন ঢাকায় মেয়েদের একটি আধুনিক শিক্ষাপ্রতিষ্ঠান শুরু করার লক্ষ্যে স্কুলটি প্রতিষ্ঠা করেন ও তার নামানুসারেই স্কুলটির নামকরণ করা হয়েছে। ভিকারুননিসা স্কুলের সাথে ক্ষেত্রবিশেষে উপমহাদেশের ইতিহাসের সংযোগ রয়েছে। এটি এখন বাংলাদেশের নামকরা স্কুলগুলোর মধ্যে প্রথম স্থানে রয়েছে। এর ৪টি ক্যাম্পাসে প্রায় ২৫০০০ শিক্ষার্থী এবং ৬৫০ জন শিক্ষক রয়েছে।
মূল ক্যাম্পাসটি বেইলি রোডে, অন্য ৩টি ক্যাম্পাস ধানমন্ডি, আজিমপুর এবং বসুন্ধরায়। সকাল ও দিনের দুটি শিফট ছাড়াও, বিদ্যালয়টিতে বিজ্ঞান, বাণিজ্য এবং মানবিক তিনটি বিভাগ সহ ইংরেজি এবং বাংলার মতো দুটি মাধ্যমই রয়েছে। প্রতি বছর স্কুলটি এসএসসি পরীক্ষায় শীর্ষ স্থান অর্জন করে। এই সবগুলি বিশেষণ ভিকারুননিসা কে বাংলাদেশের সেরা স্কুলের তালিকায় সেরাদের একটি করে তুলেছে।
যোগাযোগ-
ই-মেইল - vnsc.edu@gmail.com, vnsc_bd@yahoo.com
মোবাইল - 01867268422, 01866785183, 01866785184
ওয়েবসাইট – https://www.vnsc.edu.bd/
২. গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল
গবনর্মেন্ট ল্যাবরেটরি হাই স্কুল ঢাকার ধানমন্ডি এলাকায় ঢাকা শিক্ষক প্রশিক্ষণ কলেজ এবং ঢাকা কলেজের পাশে অবস্থিত। দেশের শীর্ষ স্কুলের তালিকায় আরেকটি সেরা স্কুল হল সরকারি ল্যাবরেটরি স্কুল। মুহাম্মদ ওসমান গনি ছিলেন স্কুলের প্রতিষ্ঠাতা এবং ৩ সেপ্টেম্বর ১৯৬১ সালে স্কুলটি প্রতিষ্ঠিত হয়েছিল। স্কুলের লোগো অনুসারে, এই স্কুলের মূলমন্ত্র হল, "আলো আর আলো"। বর্তমানে এই বিদ্যালয়ে আনুমানিক ৪৬২৫ জনের বেশি শিক্ষার্থী অধ্যয়ন করছে।
যোগাযোগ-
ই-মেইল - glabdhaka@yahoo.com
মোবাইল - 02-41060052
ওয়েবসাইট – http://www.glabdhaka.edu.bd/
৩. আইডিয়াল স্কুল এন্ড কলেজ
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ, যা মতিঝিল আইডিয়াল স্কুল নামেও পরিচিত। ১৯৬৫ সালে এই প্রতিষ্ঠানটি মতিঝিলে তার যাত্রা শুরু করে। মূলত তখন এটি তৎকালীন সিজিএস কলোনি (যা বর্তমানে এজিবি কলোনি নামে পরিচিত) এর নিবাসীদের সন্তানদের পড়াশোনার জন্য তৈরি হয়। বর্তমানে এর তিনটি মাধ্যমিক শাখা ও একটি উচ্চমাধ্যমিক শাখা (বালিকা) রয়েছে। এটি কেবল একটি প্রাইভেট স্কুল নয়, কলেজও।
এর প্রধান ক্যাম্পাস মতিঝিলে, যেটি এই শীর্ষ স্কুলগুলোর তালিকায় সেরাদের মধ্যে একটি। ইংরেজি এবং বাংলা দুটি মাধ্যম ছাড়াও এখানে প্রায় ২৫০০০ শিক্ষার্থী, ৩০০ জন কর্মী এবং ৭৫০ জন শিক্ষক রয়েছে।
যোগাযোগ-
ই-মেইল - info@idealschoolandcollege.edu.bd
মোবাইল – 01911-225522
ওয়েবসাইট – https://idealschoolandcollege.edu.bd/
৪. রাজউক উত্তরা মডেল কলেজ RUMC
রাজউক উত্তরা মডেল কলেজ বাংলাদেশের ঢাকা শহরের উত্তরা এলাকায় অবস্থিত একটি শিক্ষাপ্রতিষ্ঠান। ১৯৯৪ সালে স্থাপিত এই বিদ্যালয়টি এরই মধ্যে বাংলাদেশের অন্যতম সেরা শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে পরিণত হয়েছে। রাজউক উত্তরা মডেল কলেজটি RUMC নামেও পরিচিত। স্কুলটিতে প্রায় ৪৮৩২ শিক্ষার্থী, ২০০ শিক্ষক এবং ১০০ জন কর্মী নিয়ে গঠিত স্কুল এটি।
যোগাযোগ-
ই-মেইল - rumc1994@yahoo.com
মোবাইল – 02-8912780, 8924301, 8954676
ওয়েবসাইট – https://rajukcollege.net/
৫. ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ ডিআরএমসি
ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজের সংক্ষিপ্ত রূপ হল ডিআরএমসি, ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ বাংলাদেশের রাজধানী ঢাকার মোহাম্মদপুরে অবস্থিত একটি স্কুল ও কলেজ। এটি একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটিতে তৃতীয় হতে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠদান করা হয়। তৎকালীন পাকিস্তান সরকার কর্তৃক প্রতিষ্ঠিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটি বর্তমানে দেশের আবাসিক শিক্ষাপ্রতিষ্ঠান সমূহের মধ্যে উল্লেখযোগ্য।
এটি ১৯৬০ সালে তৎকালীন পাকিস্তান সরকার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল। স্কুলটিতে প্রায় ৫০০০ শিক্ষার্থী রয়েছে । যেহেতু DRMC ঢাকার সবচেয়ে কঠিন স্কুলগুলির মধ্যে একটি, ছাত্ররা এখানে ভর্তি পরীক্ষা, মেডিকেল পরীক্ষা এবং একটি ইন্টারভিউ ফলাফলের ভিত্তিতে ভর্তির সুযোগ পেয়ে থাকে।
যোগাযোগ-
ই-মেইল - drmc_bd@yahoo.com
মোবাইল – +880258153774
ওয়েবসাইট – http://www.drmc.edu.bd/
৬. হলি ক্রস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ (HCC)
হলি ক্রস গার্লস হাই স্কুল অ্যান্ড কলেজ 1951 সালে প্রতিষ্ঠিত হয়েছিল, যা একটি ক্যাথলিক স্কুল। যদিও এটি ক্যাথলিক স্কুল তবুও সকল ধর্মের ছাত্র-ছাত্রীরা এখানে পড়াশুনা করে। প্রায় ১৮০০ ছাত্র এবং ৫৭ জন শিক্ষক ছাড়াও, স্কুলটি 'সেরা জাতীয় বিদ্যালয়'-এর দ্বিগুণ মূল্য জিতেছে। এটিও ঢাকার সেরা স্কুলগুলোর মধ্যে একটি। পাঠ্যক্রম বহির্ভূত কার্যকলাপের সাথে এর নিয়ম ও প্রবিধান স্কুলে সুপরিচিত।
যোগাযোগ-
ওয়েবসাইট – http://www.hcc.edu.bd/
৭. রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক স্কুল অ্যান্ড কলেজটি রাইফেলস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ নামে সুপরিচিত, ১ আগস্ট ১৯৭৭ সালে প্রতিষ্ঠিত হয়েছিল স্কুলটি। এটি দেশের অন্যতম সেরা স্কুলের মধ্যে একটি।
এটি ঢাকা পিলখানায় ৫ নম্বর গেটের কাছে অবস্থিত এবং এর অন্য কোন শাখা নেই। মাধ্যমিক স্তরে বিজ্ঞান ও বাণিজ্য থাকলেও উচ্চ মাধ্যমিক স্তরে মানবিকও রয়েছে। সকাল এবং দিন দুই শিফটে থাকার কারণে, এটিতে ইংরেজি মাধ্যম রয়েছে।
যোগাযোগ-
ই-মেইল - info@noormohammadcollege.ac.bd
মোবাইল – +88-02-5861870
ওয়েবসাইট – https://www.noormohammadcollege.ac.bd/
৮. চট্টগ্রাম কলেজিয়েট স্কুল এন্ড কলেজ
চট্টগ্রাম কলেজিয়েট স্কুল বাংলাদেশের একটি সরকারি উচ্চমাধ্যমিক বিদ্যালয়। এটি ১৮৩৬ সালে প্রতিষ্ঠিত হয়। স্কুলটি দক্ষিণাঞ্চলীয় শহর চট্টগ্রাম এর আইস ফ্যাক্টরী রোডে অবস্থিত। এটি ডবলমুরিং থানার অন্তর্গত। ১৯২৫ সালের পূর্বে কিছু কাল স্কুলটির নাম ছিল চট্টগ্রাম জিলা স্কুল। এখানে শিক্ষার্থী সংখ্যা ২৩২০ জন। এসএসসি পরীক্ষায় ফলের বিচারে সেরা ১০ শিক্ষাপ্রতিষ্ঠানের তালিকায় সবসময়ই কলেজিয়েট স্কুল প্রথম স্থানে অবস্থান করেছে। এর মধ্যে বেশ কয়েকবার বোর্ড সেরা হওয়ারও গৌরব অর্জন করেছে স্কুলটি।
যোগাযোগ-
ই-মেইল – hmccs36@yahoo.com
মোবাইল – 031-2863055, 031-628070
ওয়েবসাইট – https://ctgcs.edu.bd/
৯. সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়
সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় ঢাকার মোহাম্মদপুরে ১৯ মার্চ ১৯৫৪ সালে প্রতিষ্ঠিত হয়, যা ঢাকার একটি ক্যাথলিক উচ্চ মাধ্যমিক বিদ্যালয়। যেহেতু এখানে ২৫০০ জনেরও বেশি শিক্ষার্থী পড়াশোনা করছে, এবং এটি একটি বয়েজ স্কুল।
যোগাযোগ-
ই-মেইল – sjhss.bd@gmail.com
মোবাইল – 02-9112917
ওয়েবসাইট – https://sjs.edu.bd/new/index.php
১০. সেন্ট গ্রেগরিস হাই স্কুল
সেন্ট গ্রেগরিস স্কুল হল সেন্ট গ্রেগরিস হাই স্কুলের সরকারী নাম, ঢাকার লক্ষীবাজারে ১৮৮২ সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এই স্কুলের প্রতিষ্ঠাতা ছিলেন ফাদার গ্রেগরি ডি গ্রুট, তাই এর নামকরণ করা হয়েছে গ্রেগরি। যদিও ১৯১২ সাল পর্যন্ত এখানে বালিকা এবং বালক উভয়ই ছাত্র ছিল, ১৯১২ সালের পর বালিকা বিভাগটি ছেলেদের বিভাগ থেকে আলাদা করা হয়েছিল। ইংরেজি মাধ্যম দিয়ে শুরু করলেও বাংলা মাধ্যম শুরু হয় ১৯৪৭ সালের পর।
যোগাযোগ-
ই-মেইল – info@sghsbd.com, hmsghs@gmail.com
মোবাইল – +88 0247113687
ওয়েবসাইট – http://sghscdhaka.edu.bd/index.php