Mahanagar Express train schedule
মহানগর এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
মহানগর এক্সপ্রেস (ট্রেন নং ৭২১/৭২২) হচ্ছে বাংলাদেশের একটি আন্তঃনগর যাত্রীবাহী ট্রেন, যা চট্টগ্রাম জেলার চট্টগ্রাম রেলওয়ে স্টেশন ও ঢাকা জেলার কমলাপুর রেলওয়ে স্টেশনের মধ্যে চলাচল করে। মহানগর এক্সপ্রেস ট্রেনটির সঠিক সময় সূচি নিয়ে উপস্থিত হয়েছি। সময়সূচী বলতে যে বিষয়টি আমরা তুলে ধরেছি সেটি হচ্ছে ছাড়ার সময় এবং পৌছানোর সময়। আন্তঃনগর ট্রেনে চড়ে ঢাকা থেকে চট্টগ্রাম যাত্রাপথের এই ৩৪৬ কিলোমিটার দূরত্ব পার হতে মহানগর এক্সপ্রেসে লাগবে ৬ ঘণ্টা ৩০ মিনিট।
ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী
স্টেশনের নাম | ছাড়ায় সময় | পৌছানোর সময় | ছুটির দিন |
ঢাকা টু চট্টগ্রাম | রাত ৯:২০মিনিট | ভোর ০৪:৫০ | রবিবার |
চট্টগ্রাম টু ঢাকা | সকাল ১২:৩০মিনিট | রাত ৭:১০ | রবিবার |
ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া
ঢাকা টু চট্টগ্রাম বিরতিস্থান
মহানগর এক্সপ্রেস ট্রেনটি ঢাকা টু চট্টগ্রাম যাওয়ার পথে যে স্টেশনগুলোতে বিরতি রাখে সেই সফল স্টেশনের নাম সময় ।
মহানগর এক্সপ্রেস ট্রেনটি নিম্নলিখিত ১২টি স্টেশনে থামে (অনেকসময় বাংলাদেশ রেলওয়ে কর্তৃক কোনো ট্রেনের যাত্রাবিরতি পরিবর্তিত হতে পারে। নিম্নোক্ত তালিকাটি ২০২০ সাল অব্দি কার্যকর।)
কুমিরা
ফেনী জংশন
নাঙ্গলকোট
লাকসাম জংশন
কুমিল্লা
কসবা
আখাউড়া জংশন
ব্রাহ্মণবাড়িয়া
আশুগঞ্জ
ভৈরব বাজার জংশন
নরসিংদী
ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশন
চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী
মহানগর এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
ট্রেন ভ্রমণের ক্ষেত্রে ভাড়ার তালিকা টি গুরুত্বপূর্ণ এর কারণ হচ্ছে ট্রেনে রয়েছে আসন বিভাগ। নিচে মহানগর এক্সপ্রেস ট্রেনের সকল শ্রেণীর টিকিটের মূল্য তালিকা দেওয়া হয়েছে।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ২৬৫ টাকা |
প্রথম সিট | ৪৮০ টাকা |
স্নিগ্ধা | ৬৭৫ টাকা |
এসি সিট | ৮০৮ টাকা |
ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী
অনলাইনে টিকেট কাটার নিয়ম
ই-টিকিটিং সিস্টেমে টিকেট কেনার নতুন পদ্ধতি সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
টিকিট কাটতে অবশ্যই একবার যাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে। সে জন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সেখানে ওয়েবসাইটটির নিচের দিকে Registration বাটনে ক্লিক করতে হবে। এরপর Create an Account নামের নতুন একটি Page আসবে। এখানে Personal Information এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে Security code ঘরের পাশে দেখানো Security Code দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।
সব তথ্য সঠিক থাকলে Registration Successful নামে নতুন একটি Page আসবে।
ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে আপনার দেয়া ই-মেইলে Bangladesh Railway থেকে একটি মেইল পাঠানো হবে।
Bangladesh Railway থেকে আসা মেইলটি খুলে সেখানে মেসেজে থাকা Click লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর যাত্রীর Registration সম্পন্ন হবে।
টিকিট কাটার প্রক্রিয়া
রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর যাত্রীরা টিকিট কাটতে পারবেন। এ জন্য তাকে প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সেখানে থাকা Log in প্যানেলে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতে হবে।
পরে যে Page আসবে তাতে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে। এখানে যাত্রীকে পূরণ করতে হবে তিনি কোন তারিখের টিকিট কাটতে চান, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত, ট্রেনের নাম, শ্রেণি, টিকেট সংখ্যা।
পরে দেখানো হবে Registration Seat Available কি না এবং টিকিটের দাম। সেখানে সবকিছু ঠিক থাকলে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে।
ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন যাত্রীরা। পরে যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে দেবে বাংলাদেশ রেলওয়েল।
এরপর সেই টিকিট প্রিন্ট দিয়ে ফটো আইডিসহ ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কিংবা ই-টিকেট প্রদত্ত Ticket Print Information দিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেটও সংগ্রহ করতে পারবেন।