Bangladesh Railway Schedule 2024
বাংলাদেশ রেলওয়ে ট্রেনের সময়সূচী ২০২৪
বাংলাদেশ রেলওয়ে বাংলাদেশের বৃহত্তম সরকারি সংস্থাগুলির মধ্যে একটি। বাংলাদেশ রেলওয়ে মন্ত্রণালয় এটি পরিচালনা করে। বাংলাদেশ রেলওয়েকে মূলত দুইটি অংশে ভাগ করা হয়, একটি অংশ যমুনা নদীর পূর্ব পাশে এবং অপরটি পশ্চিম পাশে। এদেরকে যথাক্রমে পূর্বাঞ্চল ও পশ্চিমাঞ্চল নামে আখ্যায়িত করা হয়ে থাকে। পূর্ব পাশের অংশের দৈর্ঘ্য ১২৭৯ কিলোমিটার এবং পশ্চিম পাশের অংশের দৈর্ঘ্য ১৪২৭ কিলোমিটার।
আপনি যদি বাংলাদেশের যেকোনো জায়গায় ট্রেনে যাত্রা করতে চান, তাহলে আপনাকে বাংলাদেশ রেলওয়ের ট্রেনের সময়সূচী জানতে হবে। আপনার সাহায্যের জন্য, আমরা এখানে বাংলাদেশের সমস্ত ট্রেনের সময়সূচী যুক্ত করেছি।
আরও পড়ুন: ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া
আরও পড়ুন: ঢাকা থেকে সিলেট ট্রেনের সময়সূচী
আরও পড়ুন: গফরগাঁও টু ঢাকা ট্রেনের সময়সূচী
আরও পড়ুন: ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা
আরও পড়ুন: পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী
আরও পড়ুন: একতা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী
আরও পড়ুন: ঢাকা থেকে উত্তরবঙ্গের ট্রেনের সময়সূচি
আরও পড়ুন: ঢাকা থেকে চট্টগ্রাম ট্রেনের সময়সূচী
মিটার গেজ এবং ডুয়েল গেজ ট্রেনের সময়সূচী
নিম্নলিখিত ট্রেনের সময়সূচী বাংলাদেশের পূর্বাঞ্চলের জন্য। এখান থেকে আপনি ঢাকা, চট্টগ্রাম, দিনাজপুর, দেওয়ানগং, সিলেট, নোয়াখালী, চাঁদপুর, তারাকান্দি, কিশোরগঞ্জ, বঙ্গবন্ধু সেতু পূর্ব, লালমনিরহাট, সান্তাহার, রংপুর, ইশুরদী, মোহনগঞ্জ ট্রেনের সময়সূচী পাবেন।
বাংলাদেশ রেলওয়ে সময়সূচি - ট্রেনের টিকিটের মূল্য
আন্তঃনগর ট্রেন (মিটারগেজ ও ডুয়েলগেজ) রাজশাহী, সিলেট ট্রেনের সময়সূচী:
ট্রেনের নাম | স্টার্টিং স্টেশন এবং প্রস্থান | সময় | আগমন স্টেশন | আগমনের সময় | ছুটির দিন |
সুবর্ণ এক্সপ্রেস | চট্টগ্রাম | ৭;০০ | ঢাকা | ১২:৪০ | শুক্রবার |
সুবর্ণ এক্সপ্রেস | ঢাকা | ১৫:০০ | চট্টগ্রাম | ২০:৩০ | শুক্রবার |
মোহননগর গোদুলি | চট্টগ্রাম | ১৫:০০ | ঢাকা | ২২:১৫ | না |
মোহননগর প্রভাতী | ঢাকা | ৭:৪৫ | চট্টগ্রাম | ১৪:৫৫ | না |
একতা এক্সপ্রেস | ঢাকা | ১০:০০ | দিনাজপুর | ১৯:৪৫ | মঙ্গলবার |
একতা এক্সপ্রেস | দিনাজপুর | ২১:২০ | ঢাকা | ৭:১০ | সোমবার |
প্রকাশ করতে পারেন | ঢাকা | ৭:৩০ | দেওয়ানগং | ১২:৪৫ | সোমবার |
প্রকাশ করতে পারেন | দেওয়ানগং | ১৫:০০ | ঢাকা | ২০:৪৫ | সোমবার |
এক্সপ্রেস প্রস্তুতি | ঢাকা | ৬:৩৫ | সিলেট | ১৩:৪০ | মঙ্গলবার |
এক্সপ্রেস প্রস্তুতি | সিলেট | ১৫:০০ | ঢাকা | ২২:২৫ | মঙ্গলবার |
উপকুল এক্সপ্রেস | নোয়াখালী | ৬:০০ | ঢাকা | ১২:৩০ | বুধবার |
উপকুল এক্সপ্রেস | ঢাকা | ১৫:২০ | নোয়াখালী | ২১:৪০ | মঙ্গলবার |
কারুতোয়া এক্সপ্রেস | সান্তাহার | ১৬:২৫ | বোরিমারী | ২২:৩০ | না |
কারুতোয়া এক্সপ্রেস | বোরিমারী | ১৭:০০ | সান্তাহার | ২৩:১০ | না |
জয়ন্তিকা এক্সপ্রেস | ঢাকা | ১২:০০ | সিলেট | ১৯:৮৫ | না |
জয়ন্তিকা এক্সপ্রেস | সিলেট | ৮:৪০ | ঢাকা | ১৬:২০ | বৃহস্পতিবার |
পাহাড়িকা এক্সপ্রেস | চট্টগ্রাম | ৮:৪৫ | সিলেট | ১৮:০০ | সোমবার |
পাহাড়িকা এক্সপ্রেস | সিলেট | ১০:১৫ | চট্টগ্রাম | ২০:০৫ | শনিবার |
মোহনগর এক্সপ্রেস | চট্টগ্রাম | ১২:৩০ | ঢাকা | ১৯:৩০ | রবিবার |
মোহনগর এক্সপ্রেস | ঢাকা | ২১:০০ | চট্টগ্রাম | ৫:০০ | রবিবার | ||
উদয়ন এক্সপ্রেস | চট্টগ্রাম | ২১:৪৫ | সিলেট | ৬:৫৫ | শনিবার | ||
উদয়ন এক্সপ্রেস | সিলেট | ২১:২০ | চট্টগ্রাম | ৬:৩৫ | রবিবার | ||
মেঘনা এক্সপ্রেস | চট্টগ্রাম | ১৭:১৫ | চাঁদপুর | ২২:০০ | না | ||
মেঘনা এক্সপ্রেস | চাঁদপুর | ৫:০০ | চট্টগ্রাম | ১০:০০ | না | ||
অগ্নিবিনা এক্সপ্রেস | ঢাকা | ৯:৪০ | তারাকান্দি | ১৫:২০ | না | ||
অগ্নিবিনা এক্সপ্রেস | তারাকান্দি | ১৬:৩০ | ঢাকা | ২৩:০০ | না | ||
এগারো সিন্ধুর প্রভাতী | ঢাকা | ৭:১৫ | কিশোরগঞ্জ | ১১:১৫ | বুধবার | ||
এগারো সিন্ধুর প্রভাতী | কিশোরগঞ্জ | ৬:৪৫ | ঢাকা | ১০:৪৫ | না | ||
উপবন এক্সপ্রেস | ঢাকা | ২১:৫০ | সিলেট | ৫:৩০ | বুধবার |
উপবন এক্সপ্রেস | সিলেট | ২২:০০ | ঢাকা | ৫:২৫ | না |
তূর্ণা এক্সপ্রেস | চট্টগ্রাম | ২৩:০০ | ঢাকা | ৬:৩০ | না |
তূর্ণা এক্সপ্রেস | ঢাকা | ২৩:৩০ | চট্টগ্রাম | ৭:১০ | না |
ভরমপুত্র | ঢাকা | ১৮:০০ | দেওয়ানগং | ০০:২০ | না |
ভরমপুত্র | দেওয়ানগং | ৬:৩০ | ঢাকা | ১২:৫০ | না |
যমুনা এক্সপ্রেস | ঢাকা | ১৬:৪০ | বিবি পূর্ব | ০:০২ | না |
যমুনা এক্সপ্রেস | বিবি পূর্ব | ১:১০ | ঢাকা | ৮:০০ | না |
এগারো সিন্ধুর গধুলি | ঢাকা | ১৮:৩০ | কিশোরগঞ্জ | ২২:৪৫ | না |
এগারো সিন্ধুর গধুলি | কিশোরগঞ্জ | ১২:৩০ | ঢাকা | ১৬:৪৫ | বুধবার |
লালমনি এক্সপ্রেস | ঢাকা | ২২:১০ | লালমনিরহাট | ৮:২০ | শুক্রবার |
লালমনি এক্সপ্রেস | লালমনিরহাট | ১০:৪০ | ঢাকা | ২১:০৫ | শুক্রবার |
দ্রুতোজান এক্সপ্রেস | ঢাকা | ১৯:৪০ | দিনাজপুর | ৫:৩০ | বুধবার |
দ্রুতোজান এক্সপ্রেস | দিনাজপুর | ৭:৪০ | ঢাকা | ১৭:৫৫ | বুধবার |
দোলনচাপা এক্সপ্রেস | সান্তাহার | ১৩:৩০ | দিনাজপুর | ২০:৩০ | না |
দোলনচাপা এক্সপ্রেস | দিনাজপুর | ৫:৪০ | সান্তাহার | ১২:২০ | না |
রংপুর এক্সপ্রেস | ঢাকা | ৯:০০ | রংপুর | ১৯:০০ | রবিবার |
রংপুর এক্সপ্রেস | রংপুর | ২০:০০ | ঢাকা | ৬:০৫ | রবিবার |
কালনী এক্সপ্রেস | ঢাকা | ১৬:০০ | সিলেট | ২২:৪৫ | শুক্রবার |
কালনী এক্সপ্রেস | সিলেট | ৭:০০ | ঢাকা | ১৪:১০ | শুক্রবার |
হাওর এক্সপ্রেস | ঢাকা | ২৩:৫০ | মোহনগঞ্জ | ৬:১০ | বুধবার |
হাওর এক্সপ্রেস | মোহনগঞ্জ | ৮:৩০ | ঢাকা | ১৫:০০ | বৃহস্পতিবার |
কিশোরগঞ্জ এক্সপ্রেস | ঢাকা | ১০:২০ | কিশোরগঞ্জ | ১৪:১৫ | শুক্রবার |
কিশোরগঞ্জ এক্সপ্রেস | কিশোরগঞ্জ | ১৪:৪০ | ঢাকা | ১৮:৫০ | শুক্রবার |
বিজয় এক্সপ্রেস | চট্টগ্রাম | ৭:২০ | ময়মনসিংহ | ১৬:৪৫ | বুধবার |
বিজয় এক্সপ্রেস | ময়মনসিংহ | ২০:০০ | চট্টগ্রাম | ৫:৩০ | মঙ্গলবার |
সোনার বাংলা এক্সপ্রেস | চট্টগ্রাম | ১৭:০০ | ঢাকা | ২২:৪০ | শনিবার |
সোনার বাংলা এক্সপ্রেস | ঢাকা | ৭:০০ | চট্টগ্রাম | ১২:৪০ | শনিবার |
মোহনগঞ্জ এক্সপ্রেস | ঢাকা | ১২:২০ | মোহনগঞ্জ | ১৮:৫০ | সোমবার |
মোহনগঞ্জ এক্সপ্রেস | মোহনগঞ্জ | ২২:০০ | ঢাকা | ৪:৩০ | সোমবার |
আরও পড়ুন: ঢাকা টু কক্সবাজার ট্রেনের সময়সূচী
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী
আরও পড়ুন: ঢাকা থেকে ময়মনসিংহ ট্রেনের সময়সূচী
বাংলাদেশ ট্রেনের সময়সূচী থেকে এই মুহূর্তটি। আরও তথ্যের জন্য, আপনাকে বাংলাদেশ রেলওয়ের অফিসিয়াল ওয়েবসাইট www রেলওয়ে gov bd-এ যেতে হবে। এটি এখন পর্যন্ত বাংলাদেশ রেলওয়ের বর্তমান আপডেট। যখন নতুন আপডেটের সময়সূচী আসবে, আমরা এখানে তাৎক্ষণিকভাবে আপডেট করব।
অনলাইনে টিকেট কাটার নিয়ম
ই-টিকিটিং সিস্টেমে টিকেট কেনার নতুন পদ্ধতি সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
টিকিট কাটতে অবশ্যই একবার যাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে। সে জন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সেখানে ওয়েবসাইটটির নিচের দিকে Registration বাটনে ক্লিক করতে হবে। এরপর Create an Account নামের নতুন একটি Page আসবে। এখানে Personal Information এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে Security code ঘরের পাশে দেখানো Security Code দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।
সব তথ্য সঠিক থাকলে Registration Successful নামে নতুন একটি Page আসবে।
ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে আপনার দেয়া ই-মেইলে Bangladesh Railway থেকে একটি মেইল পাঠানো হবে।
Bangladesh Railway থেকে আসা মেইলটি খুলে সেখানে মেসেজে থাকা Click লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর যাত্রীর Registration সম্পন্ন হবে।
টিকিট কাটার প্রক্রিয়া
রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর যাত্রীরা টিকিট কাটতে পারবেন। এ জন্য তাকে প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সেখানে থাকা Log in প্যানেলে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতে হবে।
পরে যে Page আসবে তাতে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে। এখানে যাত্রীকে পূরণ করতে হবে তিনি কোন তারিখের টিকিট কাটতে চান, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত, ট্রেনের নাম, শ্রেণি, টিকেট সংখ্যা।
পরে দেখানো হবে Registration Seat Available কি না এবং টিকিটের দাম। সেখানে সবকিছু ঠিক থাকলে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে।
ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন যাত্রীরা। পরে যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে দেবে বাংলাদেশ রেলওয়েল।
এরপর সেই টিকিট প্রিন্ট দিয়ে ফটো আইডিসহ ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কিংবা ই-টিকেট প্রদত্ত Ticket Print Information দিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেটও সংগ্রহ করতে পারবেন।
সাম্প্রতিক মন্তব্য
#জিন্নাত আলী
আমার নামে অফলাইনে রেজিস্ট্রেশন করা আছে,এখন অনলাইনে টিকিট কাটতে পারি না।এর প্রতিকার কি জানালে উপকৃত হবো।#মায়া
নোয়াখালি থেকে কি রাজশাহীর ট্রেন আছে#MD. JAHANGIR ALAM
আমি ট্রেন টিকিট কাটে পারি নাই? আমার একটি Account আছে#Menhaj
24 march 2022 Dhaka thake dinajpur jaoawr koyta train ase and kkon sarbe .komlapur thake