
Ekota Express Train Schedule
একতা এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী ও ভাড়া
একতা এক্সপ্রেস ট্রেনটি উত্তরবঙ্গের বিলাসবহুল ও আধুনিক আন্তঃনগর ট্রেন গুলোর মধ্যে একটি। এই ট্রেনটি বাংলাদেশের সীমান্তবর্তী জেলা পঞ্চগড় রেলওয়ে স্টেশন থেকে ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশনের যাত্রী পরিষেবা দিয়ে আসছে। একতা এক্সপ্রেস ট্রেনটি তে ১ হাজার ২০০ যাত্রী বহন করতে সক্ষম। এছাড়াও ট্রেনটিতে সর্বোচ্চ সংখ্যা মোট ১২ টি বগি রয়েছে। এ গুগল এগুলোর মধ্যে এসি ও ননএসি বগি রয়েছে। এছাড়াও একতা এক্সপ্রেস এর বিশেষত্ব একটি গুণ হলো এই ট্রেনটি অনেক দ্রুতগামী ট্রেন। এছাড়াও এর একতা এক্সপ্রেস ট্রেনটি বাংলাদেশের বিলাসবহুল ট্রেন গুলোর মধ্যে একটি।
পঞ্চগড় এক্সপ্রেস ট্রেনের নতুন সময়সূচী
একতা এক্সপ্রেস ট্রেনটি সর্বপ্রথম বাংলাদেশ রেলওয়ে ১৯৮৬ সালে উত্তরবঙ্গের জেলা দিনাজপুর থেকে ঢাকা রাজধানী কমলাপুর রেলওয়ে স্টেশন পর্যন্ত চলাচল করত। পরবর্তীতে ট্রেনটি সীমান্তবর্তী জেলা পঞ্চগড় থেকে ঢাকা চলাচল করে। একতা এক্সপ্রেস ট্রেনটি তে আপনি ভ্রমণ করার সময় নিরাপদ এবং ঝুঁকিমুক্ত ভ্রমণ করতে পারবেন। কারণ এটি আধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি একটি ট্রেন।
ঢাকা টু খুলনা ট্রেনের সময়সূচী ও ভাড়া তালিকা
একতা এক্সপ্রেস ট্রেনের সময়সূচী
একতা এক্সপ্রেস ট্রেন ঢাকা টু দিনাজপুর ও দিনাজপুর টু ঢাকা নিয়মিত যাতায়াত করে। ট্রেনটির কোন ছুটি না থাকা যাত্রীগণ প্রতিদিন চলাচল করতে পারেন। এটি এই রুটের অন্যতম আন্তঃনগর ট্রেন। নিচের ট্রেনটির ঢাকা-দিনাজপুর-ঢাকা যাওয়ার সময়সূচী দেওয়া হলোঃ
ট্রেন নম্বর | স্টেশনের নাম | ছাড়ায় সময় | পৌছানোর সময় | ছুটির দিন |
৭০৫ | ঢাকা থেকে পঞ্চগড়ে | সকাল ৯টা ৫০ মিনিট | রাত ০৭টা | নাই |
৭০৬ | দিনাজপুর থেকে ঢাকা | রাত ৯টা ১০ মিনিট | সকাল ৬টা ৩০ মিনিট | নাই |
গফরগাঁও টু ঢাকা ট্রেনের সময়সূচী
একতা এক্সপ্রেস ট্রেনের বিরতি স্টেশন ও সময়সূচী
একতা এক্সপ্রেস ট্রেনটি বিভিন্ন জেলার উপর দিয়ে যাত্রা করে থাকে যেহেতু। তাই বিভিন্ন জেলার স্টেশনগুলোতে একতা এক্সপ্রেস ট্রেনটি বিরতি নিয়ে থাকে। আপনি যদি একতা এক্সপ্রেস ট্রেনটির যেসব স্টেশনে বিরতি নিয়ে থাকে। নিচে ট্রেনটির ঢাকা-দিনাজপুর-ঢাকা যাওয়ার সময়সূচী দেওয়া হলোঃ
বিরতি স্টেশন নাম | ঢাকা থেকে (৭০৫) | দিনাজপুর থেকে (৭০৬) |
বিমান বন্দর | ১০ঃ৩৭ | ০৭ঃ২৫ |
জয়দেব পুর | ১১ঃ০৫ | ০৬ঃ৫০ |
টাঙ্গাইল | ১২ঃ০৫ | ০৫ঃ৪৬ |
বি-বি-পৃর্ব | ১২ঃ২৭ | ০৫ঃ২৪ |
শহীদ এম মনসুর আলী | ১৩ঃ০৪ | -- |
ঈশ্বরদী | ১৪ঃ২০ | -- |
নাটোর | ১৫ঃ১ | ০৩ঃ১২ |
সান্তাহার | ১৬ঃ০০ | ০২ঃ১০ |
আক্কেলপুর | ১৬ঃ২৫ | ০১ঃ৩৫ |
জয়পুরহাট | ১৬ঃ৫৩ | ০১ঃ১৮ |
পাঁচবিবি | ১৭ঃ০৬ | ০১ঃ০৬ |
বিরামপুর | ১৭ঃ৩৬ | ০০ঃ৪২ |
ফুলবাড়িয়া | ১৭ঃ৫০ | ০০ঃ২৮ |
পার্বতীপুর | ১৮ঃ১৫ | ২৩ঃ৫০ |
চিরিরবন্দর | ১৮ঃ১৪ | ২৩ঃ২৯ |
দিনাজপুর | ১৯ঃ০০ | ২৩ঃ০৪ |
সেতাবগঞ্জ | ১৯ঃ৩৫ | ২২ঃ৩২ |
পীরগঞ্জ | ১৯ঃ৫১ | ২২ঃ১৬ |
ঠাকুরগাঁও | ২০ঃ১৫ | ২১ঃ৫১ |
রুহিয়া | ২০ঃ৩৩ | ২১ঃ৩৪ |
কিস্মত | ২০ঃ৪০ | ২১ঃ২৫ |
ঢাকা থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী ও ভাড়া
একতা এক্সপ্রেস ট্রেনের ভাড়ার তালিকা
বাংলাদেশ রেলওয়ে কর্তৃক সকল ট্রেনের ভাড়া নির্ধারিত করা হয়। এক্ষেত্রে একতা এক্সপ্রেস ট্রেনটি যেহেতু বিলাসবহুল আরামদায়ক এবং আধুনিক একটি ট্রেন। সেহেতু এই ট্রেনটিতে টিকিটের মূল্য নির্ধারিত করা হয়েছে চারটি ভাগে।
১. শোভন চেয়ার
২. শোভন চেয়ার
৩. প্রথম বার্থ
৪. এসি বার্থ
এই চারটি ভাগে একতা এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য নির্ধারিত করা হয়েছে বিভিন্ন দূরত্ব অনুযায়ী।
স্টেশনের নাম | শোভন চেয়ার | শোভন চেয়ার | প্রথম বার্থ | এসি বার্থ |
দিনাজপুর | ৩৬০ | ৪৬০ | ৮৫৫ | ১২৮৫ |
ফুলবাড়ি | ৩৩০ | ৩৯৫ | ৭৮৫ | ১১৭৫ |
বিরামপুর | ৩২০ | ৩৮৫ | ৭৬৫ | ১১৫০ |
পাঁচবিবি | ৩০৫ | ৩৬৫ | ৭৩০ | ১১৯৫ |
জয়পুরহাট | ৩০০ | ৩৬০ | ৭১৫ | ১০৭০ |
আক্কেলপুর | ২৯০ | ৩৪৫ | ৬৯০ | ১০৩৫ |
সান্তাহার | ২৭৫ | ৩৩০ | ৬৬০ | ৯৯০ |
বি-বি-পৃর্ব | ১০৫ | ১২৫ | ২৫০ | ৩৭৫ |
টাঙ্গাইল | ৯০ | ১০৫ | ২১০ | ৩১৫ |
অনলাইনে টিকেট কাটার নিয়ম
ই-টিকিটিং সিস্টেমে টিকেট কেনার নতুন পদ্ধতি সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
টিকিট কাটতে অবশ্যই একবার যাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে। সে জন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সেখানে ওয়েবসাইটটির নিচের দিকে Registration বাটনে ক্লিক করতে হবে। এরপর Create an Account নামের নতুন একটি Page আসবে। এখানে Personal Information এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে Security code ঘরের পাশে দেখানো Security Code দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।
সব তথ্য সঠিক থাকলে Registration Successful নামে নতুন একটি Page আসবে।
ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে আপনার দেয়া ই-মেইলে Bangladesh Railway থেকে একটি মেইল পাঠানো হবে।
Bangladesh Railway থেকে আসা মেইলটি খুলে সেখানে মেসেজে থাকা Click লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর যাত্রীর Registration সম্পন্ন হবে।
টিকিট কাটার প্রক্রিয়া
রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর যাত্রীরা টিকিট কাটতে পারবেন। এ জন্য তাকে প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সেখানে থাকা Log in প্যানেলে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতে হবে।
পরে যে Page আসবে তাতে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে। এখানে যাত্রীকে পূরণ করতে হবে তিনি কোন তারিখের টিকিট কাটতে চান, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত, ট্রেনের নাম, শ্রেণি, টিকেট সংখ্যা।
পরে দেখানো হবে Registration Seat Available কি না এবং টিকিটের দাম। সেখানে সবকিছু ঠিক থাকলে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে।
ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন যাত্রীরা। পরে যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে দেবে বাংলাদেশ রেলওয়েল।
এরপর সেই টিকিট প্রিন্ট দিয়ে ফটো আইডিসহ ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কিংবা ই-টিকেট প্রদত্ত Ticket Print Information দিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেটও সংগ্রহ করতে পারবেন।
সাম্প্রতিক মন্তব্য
#Abir
ইস্পাহানি সরকারি কলেজে কি অনার্স চালু আছে??