চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী ট্রেনের সময়সূচী
রাজশাহী রেলওয়ে স্টেশন বাংলাদেশের রাজশাহীতে অবস্থিত একটি রেলওয়ে স্টেশন। রাজশাহী বিভাগীয় শহরের শিরোইল বাস টার্মিনালের বিপরীত দিকে স্টেশটি অবস্থিত।
রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ ইন্টারসিটি, মেইল সপ্তাহের প্রতি দিন রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাত্রা করে থাকে ।
ট্রেনের ধরন | ট্রেনের নাম | ট্রেন নাম্বার | স্থান | ছেড়ে যাওয়ার সময় | পর্যন্ত | পৌঁছানোর সময় | বন্ধের দিন |
ইন্টারসিটি ট্রেন | বনলতা এক্সপ্রেস | ৭৯১ | রাজশাহী | রাত ০৬:৩৫ | চাঁপাইনবাবগঞ্জ | রাত ৭:৩০ | শুক্রবার |
মেইল ট্রেন | রাজশাহী এক্সপ্রেস | ০৫ | রাজশাহী | রাত ৮:২৫ | চাঁপাইনবাবগঞ্জ | রাত ১০:৩০ | নাই |
মেইল ট্রেন | মহানন্দ এক্সপ্রেস | ১৫ | রাজশাহী | রাত ৮:৪০ | চাঁপাইনবাবগঞ্জ | রাত ১০:৪৫ | নাই |
পণ্যবাহী ট্রেন | ম্যাংগো স্পেশাল - ১ | রাজশাহী | সকাল ৮:৫৫ | চাঁপাইনবাবগঞ্জ | সকাল ১০:১৫ | নাই | |
লোকাল ট্রেন | লোকাল | ৫৬৫ | রাজশাহী | রাত ০১:০০ | চাঁপাইনবাবগঞ্জ | রাত ৩:০০ | নাই |
সাটল ট্রেন | চাঁপাইনবাবগঞ্জ সাটল - ১ | রাজশাহী | সকাল ৫:৫০ | চাঁপাইনবাবগঞ্জ | সকাল৭:১৫ | নাই | |
সাটল ট্রেন | চাঁপাইনবাবগঞ্জ সাটল - ৩ | রাজশাহী | রাত ৫:১৫ | চাঁপাইনবাবগঞ্জ | রাত ৬:৪০ | বুধবার |
বনলতা এক্সপ্রেস
বনলতা এক্সপ্রেস হলো এক ধরনের ইন্টারসিটি ট্রেন। ইন্টারসিটি ট্রেন গুলি সাধারনত মেইল ট্রেন এর থেকে দ্রুত গতি সম্পূর্ণ হয়ে থাকে । বনলতা এক্সপ্রেস একটি বিরতিহীন ট্রেন যা সরাসরি চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী-ঢাকার মধ্যে চলাচল করে। বনলতা এক্সপ্রেস সপ্তাহের একদিন বন্ধ রেখে রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাত্রা করে থাকে ।
বনলতা এক্সপ্রেস ট্রেনের টিকিটের মূল্য
টিকিটের দাম খুব বেশি ব্যয়বহুল নয়। প্রতিটি আন্তঃনগর ট্রেনে টিকিটের অনেকগুলি ক্যাটাগরি রয়েছে যা তাদের সিটের প্রকারভেদ অনুযায়ী কম-বেশী করে থাকে। এখান থেকে টিকিটের মূল্য জেনে ট্রেন ষ্টেশন অথবা অনলাইনে টিকিট কিনতে পারেন।
আসন বিভাগ | টিকেটের মূল্য (১৫% ভ্যাট) |
শোভন চেয়ার | ৫২৫ টাকা |
স্নিগ্ধা | ৭৮০ টাকা |
এসি সিট | ৮৭৫ টাকা |
রাজশাহী এক্সপ্রেস
রাজশাহী এক্সপ্রেস হলো এক ধরনের মেইল ট্রেন। মেইল ট্রেন গুলি সাধারনত ইন্টারসিটি ট্রেন এর থেকে ধীর গতি সম্পূর্ণ হয়ে থাকে । রাজশাহী এক্সপ্রেস ট্রেন নাম্বার হলো ০৫। রাজশাহী এক্সপ্রেস সপ্তাহের প্রতিদিন রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাত্রা করে থাকে ।
মহানন্দ এক্সপ্রেস
মহানন্দ এক্সপ্রেস হলো এক ধরনের মেইল ট্রেন। মেইল ট্রেন গুলি সাধারনত ইন্টারসিটি ট্রেন এর থেকে ধীর গতি সম্পূর্ণ হয়ে থাকে । মহানন্দ এক্সপ্রেস ট্রেন নাম্বার হলো ১৫। মহানন্দ এক্সপ্রেস সপ্তাহের প্রতিদিন রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ যাত্রা করে থাকে ।
ম্যাংগো স্পেশাল
মেইল ট্রেন প্রতিদিনই চলাচল করে থাকে। এগুলোর মধ্যে ম্যাংগো স্পেশাল ট্রেন অন্যতম।আমের মৌসুমে চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজধানী ঢাকা পর্যন্ত "ম্যাংগো স্পেশাল" ট্রেন সার্ভিস চলাচল করে থাকে।
চাঁপাইনবাবগঞ্জ সাটল
শাটল ট্রেন হচ্ছে এমন ট্রেন সার্ভিস যা ২টি নির্দিষ্ট স্থানের মধ্যে আসা যাওয়া করে। এই ট্রেন মধ্যবর্তী কোন স্টপেজ দেয়না বলে কম দূরত্বের মধ্যে এই শাটল ট্রেনে যাতায়াত অনায়াসে সময় বাঁচায়। যাত্রী কিংবা মালামাল পরিবহন উভয় কাজেই শাটল ট্রেনের ব্যবহার হয়।
রাজশাহী থেকে চাঁপাইনবাবগঞ্জ ট্রেনের টিকিটের মূল্য
গন্তব্যস্থল | শো: চেয়ার | স্নিগ্ধা | এসি সিট | এসি বার্থ |
রাজশাহী/চাঁপাইনবাবগঞ্জ | ৩১৫ | ৫২৫ | ৬৩০ | ৯৪০ |
ই-টিকিটিং সিস্টেমে টিকেট কেনার নতুন পদ্ধতি সম্পর্কে জানিয়েছে বাংলাদেশ রেলওয়ে। সেক্ষেত্রে রেলওয়ের ওয়েবসাইটে একবার রেজিস্ট্রেশন করলেই চলবে।
রেজিস্ট্রেশন প্রক্রিয়া
টিকিট কাটতে অবশ্যই একবার যাত্রীদের রেজিস্ট্রেশন করতে হবে। সে জন্য প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সেখানে ওয়েবসাইটটির নিচের দিকে Registration বাটনে ক্লিক করতে হবে। এরপর Create an Account নামের নতুন একটি Page আসবে। এখানে Personal Information এর সংশ্লিষ্ট ঘরগুলো প্রয়োজনীয় তথ্য দিয়ে পূরণ করে Security code ঘরের পাশে দেখানো Security Code দিয়ে পূরণ করে Register বাটনে ক্লিক করতে হবে।
সব তথ্য সঠিক থাকলে Registration Successful নামে নতুন একটি Page আসবে।
ই-টিকেটিং সিস্টেম থেকে তাৎক্ষণিকভাবে আপনার দেয়া ই-মেইলে Bangladesh Railway থেকে একটি মেইল পাঠানো হবে।
Bangladesh Railway থেকে আসা মেইলটি খুলে সেখানে মেসেজে থাকা Click লিঙ্কে ক্লিক করতে হবে। এরপর যাত্রীর Registration সম্পন্ন হবে।
টিকিট কাটার প্রক্রিয়া
রেজিস্ট্রেশন শেষ হওয়ার পর যাত্রীরা টিকিট কাটতে পারবেন। এ জন্য তাকে প্রথমে www.eticket.railway.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে।
সেখানে থাকা Log in প্যানেলে ই-মেইল ঠিকানা, পাসওয়ার্ড এবং সিকিউরিটি কোড পূরণ করতে হবে।
পরে যে Page আসবে তাতে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে। এখানে যাত্রীকে পূরণ করতে হবে তিনি কোন তারিখের টিকিট কাটতে চান, কোন স্টেশন থেকে কোন স্টেশন পর্যন্ত, ট্রেনের নাম, শ্রেণি, টিকেট সংখ্যা।
পরে দেখানো হবে Registration Seat Available কি না এবং টিকিটের দাম। সেখানে সবকিছু ঠিক থাকলে Purchase ticket বাটনে ক্লিক করতে হবে।
ক্রেডিট কার্ড, ক্যাশ কার্ড কিংবা ব্রাক ব্যাংকের অ্যাকাউন্ট দিয়ে টিকিটের দাম পরিশোধ করতে পারবেন যাত্রীরা। পরে যাত্রীর ই-মেইলে ই-টিকেটটি পাঠিয়ে দেবে বাংলাদেশ রেলওয়েল।
এরপর সেই টিকিট প্রিন্ট দিয়ে ফটো আইডিসহ ট্রেনে ভ্রমণ করতে পারবেন। কিংবা ই-টিকেট প্রদত্ত Ticket Print Information দিয়ে সংশ্লিষ্ট স্টেশন থেকে যাত্রার পূর্বে ছাপানো টিকেটও সংগ্রহ করতে পারবেন।
সাম্প্রতিক মন্তব্য
#MD SOJIB RANA
Chapainawabganj to Rajshahi#Nayem
Chapai taky rajshahi ar kono tren ascy ki dupury#মোঃ আলী হোসেন রকি
অসংখ্য ধন্যবাদ ,,,,#হাঃহাদিউজ্জামান সুয়াইব আহমদ
মোহনগঞ্জ টু গাজীপুর#Saiful islam
মোহনগঞ্জ থেকে ঢাকা ট্রেন আছে একন