ঢাকা থেকে কক্সবাজার বিমান ভাড়া
কক্সবাজার বিমানবন্দর এ জেলায় আকাশপথে যোগাযোগের মাধ্যম। ঢাকা, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন শহর থেকে বাংলাদেশ বিমান সহ আরও বিভিন্ন ফ্লাইটে যোগাযোগ করা যায়। পৃথিবীর তৃতীয় দীর্ঘতম (১২০ কিলোমিটার দীর্ঘ) কক্সবাজার সমুদ্র সৈকত। এটি বাংলাদেশের একটি বৃহৎ পর্যটন কেন্দ্র। কক্সবাজার বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় পর্যটন অঞ্চল। নৈসর্গিক সৌন্দর্য্যের জন্যে বিখ্যাত এই জেলা চট্রগ্রাম থেকে দূরত্ব ১৫২ কিলোমিটার ও ঢাকা থেকে ৪১৪ কিলোমিটার। বিশ্বের সবচেয়ে দীর্ঘতম সমুদ্র সৈকত ছাড়াও এইখানে আছে আরও অনেক দর্শণীয় স্থান ও স্থাপনা। বিভিন্ন উপজাতি বা নৃ-তাত্ত্বিক জনগোষ্ঠীর বসবাসে বৈচিত্রময় এই জেলার জনপ্রিয় স্থান গুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো লাবনী বীচ, সুগন্ধা বীচ, কলাতলি বীচ, হিমছড়ি, ইনানী বীচ, মেরিন রোড, সেন্টমার্টিন, রামু বৌদ্ধ বিহার, মহেশখালী, সোনাদিয়া দ্বীপ, কুতুবদিয়া দ্বীপ ইত্যাদি।
ঢাকা-কক্সবাজার রুটে ইউএস-বাংলা প্রতিদিন চারটি ফ্লাইট পরিচালনা করবে। ঢাকা থেকে কক্সবাজার সকাল সাড়ে ৯টায় ও বেলা সাড়ে ৩টায় এবং কক্সবাজার থেকে ঢাকায় বেলা ১১টা ৫ মিনিটে ও বিকাল ৫টা ৫ মিনিটে ফ্লাইট চলবে।
ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া সব ধরনের ট্যাক্স ও সারচার্জসহ ওয়ানওয়ের জন্য মোট ৪ হাজার ২৯৯ টাকা এবং রিটার্ন ভাড়া ৮ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করেছে ইউএস-বাংলা।
ঢাকা থেকে কক্সবাজার বিমান
ঢাকা কক্সবাজার ভ্রমণ করার সবচাইতে আরামদায়ক এবং দ্রুত উপায় হল আকাশ পথে ভ্রমণ করা। বাংলাদেশের মোট আভ্যান্তরিন যাত্রি পরিবহনের ক্ষেত্রে আকাশ পথে ঢাকা কক্সবাজার রুট অন্যতম জনপ্রিয় এবং চাহিদা সম্পন্ন। এই রুটে প্রতিদিন বিভিন্ন বিমান সংস্থা দ্বারা ৭-৮ টি ফ্লাইট পরিচালিত হয়। ঢাকা কক্সবাজার রুটে আকাশ পথে গেলে আপনাকে ৩০৬ কিলোমিটার পথ অতিক্রম করতে হবে। যাত্রা পথে সময় লাগবে ৫৫ মিনিট থেকে ১ ঘণ্টা গড়ে। বিমান গুলো ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে উড্ডয়ন করবে এবং ১ ঘণ্টার মধ্যে কক্সবাজার বিমানবন্দরে আপনাকে পৌঁছে দিবে।
দেশের সব কয়টি বিমান সংস্থা তাদের বহু সংখ্যক ফ্লাইট বরাদ্দ রেখেছে ঢাকা কক্সবাজার রুটে। যে এয়ারলাইন্স গুলো এখন ঢাকা কক্সবাজার রুটে ফ্লাইট পরিচালনা করতেছে তারা হলঃ
বিমান বাংলাদেশ এয়ার লাইন্স
নভোএয়ার
রিজেন্ট এয়ারওয়েজ
ইউ এস বাংলা এয়ারলাইন্স
এর মধ্যে নভোএয়ার, রিজেন্ট এয়ারওয়েজ, ইউ এস এয়ারলাইন্স প্রতিদিনই ঢাকা কক্সবাজার ফ্লাইট পরিচালনা করে থাকে। নভোএয়ার সপ্তাহে ২৮ টি, ইউ এস বাংলা এয়ারলাইন্স ১৪ টি, রিজেন্ট এয়ারওয়েজ ৭ টি ও বিমান বাংলাদেশ ৫ টি ফ্লাইট পরিচালনা করে থাকে। এছাড়া বাংলাদেশ বিমান ঢাকা কক্সবাজার রুটে আরও একটি কানেক্টিং ফ্লাইট (ভায়া চট্টগ্রাম) পরিচালনা করে থাকে।
বার | এয়ারলাইন্স ও দৈনিক ঢাকা কক্সবাজার ফ্লাইট হিসাব |
শনিবার | ১। বিমান বাংলাদেশ (কোন ফ্লাইট নাই) ২। নভোএয়ার (৪ টি ফ্লাইট) ৩। রিজেন্ট এয়ারওয়েজ (১ টি ফ্লাইট) ৪। ইউ এস বাংলা (২ টি ফ্লাইট) |
রবিবার | ১। বিমান বাংলাদেশ (১ টি ফ্লাইট) ২। নভোএয়ার (৪ টি ফ্লাইট) ৩। রিজেন্ট এয়ারওয়েজ (১ টি ফ্লাইট) ৪। ইউ এস বাংলা (২ টি ফ্লাইট) |
সোমবার | ১। বিমান বাংলাদেশ (১ টি ফ্লাইট) ২। নভোএয়ার (৪ টি ফ্লাইট) ৩। রিজেন্ট এয়ারওয়েজ (১ টি ফ্লাইট) ৪। ইউ এস বাংলা (২ টি ফ্লাইট) |
মঙ্গলবার | ১। বিমান বাংলাদেশ (১ টি ফ্লাইট) ২। নভোএয়ার (৪ টি ফ্লাইট) ৩। রিজেন্ট এয়ারওয়েজ (১ টি ফ্লাইট) ৪। ইউ এস বাংলা (২ টি ফ্লাইট) |
বুধবার | ১। বিমান বাংলাদেশ (১ টি ফ্লাইট) ২। নভোএয়ার (৪ টি ফ্লাইট) ৩। রিজেন্ট এয়ারওয়েজ (১ টি ফ্লাইট) ৪। ইউ এস বাংলা (২ টি ফ্লাইট) |
বৃহস্পতিবার | ১। বিমান বাংলাদেশ (১ টি ফ্লাইট) ২। নভোএয়ার (৪ টি ফ্লাইট) ৩। রিজেন্ট এয়ারওয়েজ (১ টি ফ্লাইট) ৪। ইউ এস বাংলা (২ টি ফ্লাইট) |
শুক্রবার | ১। বিমান বাংলাদেশ (১ টি ফ্লাইট) ২। নভোএয়ার (৪ টি ফ্লাইট) ৩। রিজেন্ট এয়ারওয়েজ (১ টি ফ্লাইট) ৪। ইউ এস বাংলা (২ টি ফ্লাইট) |
ঢাকা কক্সবাজার রুটের বিমান ভাড়া
আমাদের আধুনিক জীবন অনেক দ্রুত। এখন সচেতন মানুষ অন্য যেকোন কিছুর চাইতে সময়কে বেশী মূল্য দিয়ে থাকে। যেকোন উপায়ে তারা চায় সময় বাচাতে। এজন্য আকাশপথে ভ্রমণই সবচাইতে ভাল উপায়। এছাড়া ফ্লাইট এক্সপার্টের মত অনলাইন ট্রাভেল এজেন্সি বিভিন্ন সময় আরও বাড়তি ডিসকাউন্টও দিচ্ছে। ফলে তুলনামুলক ভাবে কমে আসছে ভ্রমণ খরচ।
বিমান সংস্থা | সর্বোনিম্ন জনপ্রতি ভাড়া | সর্বোচ্চ জনপ্রতি ভাড়া |
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স | ৩,৫০০ – ৪,০০০ টাকা (সুপার সেভার) | ১১,০০০ (বিজনেস ফ্লেক্সিবল) |
নভোএয়ার | ৩,৯০০ টাকা (স্পেশাল প্রোমো প্যাকেজ) | ৯,০০০ ( ফ্লেক্সিবল) |
রিজেন্ট এয়ার ওয়েজ | ৩,৯৯৯ (স্পেশাল) | ৯,৮০০ টাকা (ইকনমি ফ্লেক্সিবল প্লাস) |
ইউ এস বাংলা এয়ারলাইন্স | ৪,২০০ টাকা (প্রমোশনাল ইকনমি) | ১০,৫০০ টাকা (রেগুলার ইকনমি) |
যেভাবে ঢাকা- কক্সবাজার বিমান টিকিট করবেন
আপনার পছন্দের বিমান অফিস থেকে ঢাকা কক্সবাজার বিমান টিকিট করে নিতে পারবেন।
ওয়েবসাইট ঠিকানাঃ https://www.flightexpert.com/
ফোন নম্বরঃ ০৯৬১৭-১১১-৮৮৮
সাম্প্রতিক মন্তব্য
#মো: ওমর ফারুক
চট্টগ্রাম টু কক্সবাজার বর্তমান টিকিটের দাম কত? যে কোন বিমান ১৩/০৯/২০২২#Abir Mithun
রাজশাহী থেকে কক্সবাজার রুটের কোন বিমান আছে? আর থাকলে ভাড়া কত???