Air fares from Dhaka to Jeddah
ঢাকা টু জেদ্দা বিমান ভাড়া
সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের অনুমতিক্রমে আগামী ২৭ এপ্রিল থেকে আল-জাজিরা এয়ারলাইন্স, কুয়েত এয়ারলাইন্স ও গালফ এয়ার চালু হচ্ছে। কিন্ত যৌক্তিক বিমান ভাড়া নির্ধারণের কোনো উদ্যোগ নেয়া হয়নি। গত ১৭ এপ্রিল সালাম এয়ারলাইন্সের ফ্লাইট (ওভি-৩৯৮) এর যাত্রীরা ১ হাজার ৩০ মার্কিন ডলার দিয়ে ঢাকা থেকে জেদ্দায় গিয়েছেন।
গত কয়েক দিন যাবত ঢাকা-জেদ্দা রুটের ওয়ানওয়ে টিকিট ৮০ হাজার টাকা থেকে ৮৮ হাজার টাকায় বিক্রি হচ্ছে। অথচ এক বছর আগে ঢাকা-জেদ্দা রুটের টিকিট বিক্রি হয়েছে মাত্র ২৮ হাজার টাকা থেকে ৩০ হাজার টাকায়।
বাংলাদেশ (ঢাকা) থেকে জেদ্দা যাওয়ার সবচেয়ে কম ভাড়া প্রায় ৫০,০০০ হাজার টাকা ।
ঢাকা টু জেদ্দা বিমান ভাড়া সৌদি এয়ারলাইন্স : বাংলাদেশ (ঢাকা) থেকে জেদ্দা যাওয়ার সবচেয়ে সস্তা ভাড়া ৫২,০০০ টাকা থেকে শুরু। ঢাকা থেকে জেদ্দার মধ্যে ফ্লাইটের দূরত্ব ৫২৩৫ কিমি। ঢাকা থেকে জেদ্দা যাওয়ার সবচেয়ে জনপ্রিয় এয়ারলাইন সৌদি এয়ারলাইন্স সৌদিয়া।
সৌদি আরবের জেদ্দা, রিয়াদ ও মদিনা রুটে ফ্লাইট পরিচালনা করবে ইউএস-বাংলা এয়ারলাইন্স। ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ২০২২ সালের জুন মাসের মধ্যে এসব রুটে ফ্লাইট চালাবে তারা।
ঢাকা থেকে জেদ্দা যাওয়ার জনপ্রিয় এয়ারলাইন্স:
সৌদি এয়ারলাইন্স সৌদিয়া
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স
ইন্ডিগো
কাতার এয়ারওয়েজের
ভিস্তারা
গালফ এয়ার
স্পাইসজেট
ইতিহাদ এয়ারওয়েজের
এয়ার আরাবিয়া আবুধাবি
ইউএস-বাংলা এয়ারলাইন্স
জাজিরা এয়ারওয়েজ
সালামএয়ার
সাম্প্রতিক মন্তব্য
#Abdur rahim
Dhaka to jeddah flit ticket lowest price 2023#নছির উদ্দিন
জেদদা টু সিলেটের#কাইছার খাঁন
ঢাকা থেকে জেদ্দা বিমান ভাড়া কত#আশরাফুল
12/07/2022 তারিখে রিয়াদের টিকিট কত#asir uddin sujon
আগামী 2022 সালের 21 তারিখ থেকে 30 তারিখ পর্যন্ত বাংলাদেশ থেকে সৌদি আরবের বিমান ভাড়া কত#Md Tawhid
ঢাকা টু জেদ্দা বিমান ভাড়া কত