Large Indian civet
বড় বাঘডাশ বা বাঘডাসা বা বাড়খানডাস হচ্ছে ভিভেরিডি পরিবারের ভিভেরা গণের একটি সবচেয়ে বড় আকারের গন্ধগোকুল জাতীয় প্রাণী।
ইংরেজি নাম: Large Indian civet
বৈজ্ঞানিক নাম: Viverra zibetha
বর্ণনাঃ
বড় বাঘডাশ আকারে সকল গন্ধগোকুলকে ছাড়িয়ে গেলেও গেছো ভাল্লুকের পরে এদের অবস্থান। এদের মাথা দীর্ঘ। কান বড় হলেও দুকানের অবস্থান কাছাকাছি নয়। এদের আকারে তারতম্য রয়েছে। এই প্রজাতির বাঘডাশের মাথাসহ দেহের দৈর্ঘ্যের পরিসর ৮০-৮৬ সেমি, লেজ ৩৩ সেমি এবং কাঁধ উচ্চতায় ৩৮ সেমি। এদের ওজনেও তারতম্য থাকে এবং ওজনের পরিসর ৫-১১ কেজি হয়ে থাকে।
স্বভাবঃ
বড় বাঘডাশ নিশাচর প্রাণী। এটি বেশিরভাগ সময় মাটিতে থাকে।
প্রজননঃ
এটি সারা বছর প্রজনন করে । এদের ২-৪টি বাচ্চা জন্মায়।
খাদ্য তালিকাঃ
এর খাদ্যের মধ্যে রয়েছে মাছ, পাখি, টিকটিকি, ব্যাঙ, পোকামাকড়, বিচ্ছু এবং কাঁকড়া, পাশাপাশি হাঁস-মুরগি এবং আবর্জনা।
বিস্তৃতিঃ
বাংলাদেশ ছাড়াও ভারত, মায়ানমার, নেপাল, ভুটান, চীন, পাকিস্তান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, লাওস, মালয়েশিয়া, থাইল্যান্ড, সিঙ্গাপুর ও ইন্দোচীনে পাওয়া যায়।
অবস্থাঃ
বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের রক্ষিত বন্যপ্রাণীর তালিকার তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।