Greater hog badger
ঘরখুদিনি, ঘরখোন্দক বা বালুশুয়োর Mustelinae (মুস্টেলিনি) গোত্রের অন্তর্গত এক প্রজাতির স্তন্যপায়ী।
ইংরেজি নাম: Greater hog badger
বৈজ্ঞানিক নাম: Arctonyx collaris
বর্ণনাঃ
ঘরখুদিনির বাদামী চুল, মোটা শরীর, সাদা গলা, লম্বাটে সাদা মুখে দুটি কালো ডোরা এবং একটি গোলাপী, শূকরের মতো থুতু রয়েছে। মাথা এবং শরীরের দৈর্ঘ্য ৬৫-১০৪ সেমি, লেজের পরিমাপ ১৯-২৯ সেমি এবং শরীরের ওজন ৭-১৪ কেজি। তবে সামনের পায়ে বড় নখ রয়েছে। এর লেজে লম্বা সাদা চুল এবং সামনের পায়ে সাদা নখ রয়েছে।
স্বভাবঃ
একটি ছোট এশিয়ান মাংসাশী প্রাণী।দিনে সক্রিয় থাকে এবং মানুষের থেকে খুব দুরে থাকে। অশান্ত নিম্নভূমি এবং পাহাড়ি মিশ্র-চিরসবুজ বা পর্ণমোচী বনে থাকে।
খাদ্য তালিকাঃ
এর খাদ্য ফল, শিকড় এবং ছোট প্রাণী। তবে বেশিরভাগ ইঁদুরকে খায়।
বিস্তৃতিঃ
বাংলাদেশের টেকনাফের চিরসবুজ বনে এদের প্রায়ই দেখা যায়। এছাড়া নোয়াখালী ও চট্টগ্রাম জেলায় এদের বিস্তৃতি রয়েছে বলে জানা গেছে। ভারতের সিক্কিম, তরাই, আসামের সমভূমি ও অরুণাচল প্রদেশে ঘরখুদিনি দেখা যায়। এছাড়া ভিয়েতনাম, ভুটান, চীনের দক্ষিণাঞ্চল, লাওস, মায়ানমার, কম্বোডিয়া ও থাইল্যান্ডে এরা বিস্তৃত। ইন্দোনেশিয়ার সুমাত্রায় এবং মালয়েশিয়ার পেরাক অঞ্চলে এদের দেখা মেলে। পূর্ব মঙ্গোলিয়ায় একটি মাত্র নমুনার খোঁজ পাওয়া গেছে।
অবস্থাঃ
দক্ষিণ এশিয়া ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় এদের দেখা মেলে। ক্রমান্বয়ে হারে বনভূমি ধ্বংসের কারণে এদের সংখ্যা দিন দিন কমে যাচ্ছে। সেকারণে আইইউসিএন প্রজাতিটিকে প্রায়-বিপদগ্রস্ত বলে ঘোষণা করেছে। বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনের তফসিল-১ অনুযায়ী এ প্রজাতিটি সংরক্ষিত।