এনজিও তালিকা মেহেরপুর-List Of NGO Meherpur
এনজিও মানে হল বেসরকারি সংস্থা । যদিও একটি এনজিওর সর্বজনীনভাবে সম্মত সংজ্ঞা নেই, সাধারণত এটি একটি স্বেচ্ছাসেবী গোষ্ঠী বা একটি সামাজিক মিশন সহ প্রতিষ্ঠান, যা সরকার থেকে স্বাধীনভাবে কাজ করে। বর্তমানে বাংলাদেশে ২,৪৯৮টি এনজিও আছে।
এনজিও ক্রিয়াকলাপগুলি পরিবেশগত, সামাজিক, অ্যাডভোকেসি এবং মানবাধিকারের কাজগুলি অন্তর্ভুক্ত করে তবে সীমাবদ্ধ নয়। তারা সামাজিক বা রাজনৈতিক পরিবর্তনকে ব্যাপকভাবে বা খুব স্থানীয়ভাবে প্রচার করতে কাজ করতে পারে। এনজিওগুলি সমাজের উন্নয়নে, সম্প্রদায়ের উন্নতিতে এবং নাগরিকদের অংশগ্রহণের প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
মেহেরপুর এনজিও তালিকা
০১.পলাশীপাড়া সমাজ কল্যাণ সমিতি, গাংনী, মেহেরপুর
০২.চার্চ অব বাংলাদেশ সমাজ উন্নয়ন প্রকল্প, মেহেরপুর
০৩.ব্র্যাক, মেহেরপুর
০৪.সন্ধানী সংস্থা, গাংনী
০৫.প্রশিকা, মেহেরপুর অঞ্চল
০৬.নিজেরা করি, গাংনী
০৭.আশা, মেহেরপুর
০৮.রুরাল রিকনস্ট্রাকশন ফাউন্ডেশন, মেহেরপুর
০৯.সেভদি প্ল্যানেট এন্ড ডিসেবিলিটি, মুজিবনগর
১০.কুমারীডাঙ্গা পল্লী উন্নয়ন সংস্থা, গাংনী
১১.সোসইটি ফরদি হিউম্যান রাইটস, আমঝুপী, মেহেরপুর
১২.পদক্ষেপ মানবিক উন্নয়ন কেন্দ্র, মেহেরপুর
১৩.ওয়েভ ফাউন্ডেশন, মেহেরপুর
১৪.কারিতাস,ভবর পাড়া, মুজিবনগর
১৫.সিএসএস, মেহেরপুর
১৬.ইম্প্যাক্ট ফাউন্ডেশন বাংলাদেশ, মেহেরপুর
১৭.সুবাহ সামাজিক উন্নয়ন সংস্থা, আমঝুপী
১৮.মানব উন্নয়ন কেন্দ্র, আমঝুপী
১৯.গুডনেইবার্স, মুজিবনগর
২০.সেতু, মেহেরপুর
২১.কার্ড, মেহেরপুর
২২.সেভদি চিলড্রেন, মেহেরপুর
২৩.দারিদ্র বিমোচন, মেহেরপুর
২৪.মেহেরপুর ফাউন্ডেশন, কলেজ রোড, মেহেরপুর
২৫.মুক্তি নারী ও শিশু উন্নয়ন সংস্থা বামুন্দী বাজার,গাংনী
২৬.জাগরণী চক্র ফাউন্ডেশন,মেহেরপুর
২৭.সেন্টার ফর ডেভলপমেন্ট এ্যান্ড পিস(সিডিপি), মেহেরপুর
২৮.মেরী স্টোপস মিনি ক্লিনিক, মল্লিক পাড়া,মেহেরপুর
২৯.আত্মবিশ্বাস, মেহেরপুর
৩০.দিশা, মেহেরপুর
৩১.প্রতিবেশী মহিলা সংস্থা, গাংনী, মেহেরপুর
৩২.টিএমএসএস(ঠেঙ্গামারা) সংস্থা, মেহেরপুর
৩৩.জনকল্যাণ সংস্থা(জকস), মুখার্জীপাড়া, মেহেরপুর
৩৪,ব্যুরো বাংলাদেশ, মেহেরপুর
৩৫.ওয়াটার এইড বাংলাদেশ, কলেজ রোড,মেহেরপুর