আনিকা কবির শখ এর বয়স, শিক্ষা ও জীবনী- Anika Kabir Shokh Age, Education and Biography
আনিকা কবির শখ যিনি শখ নামে বেশি পরিচিত, একজন বাংলাদেশী মডেল এবং অভিনেত্রী।
সংক্ষিপ্ত জীবনী
জন্ম: আনিকা কবির শখ ২৫ অক্টোবর ১৯৯৩ (বয়স ৩০)ঢাকা, বাংলাদেশ
জাতীয়তা: বাংলাদেশী
অন্যান্য নাম: শখ
উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি
ওজন: ৫১ কেজি
নাগরিকত্ব: বাংলাদেশী
পেশা: মডেল, অভিনেত্রী, উপস্থাপক
কর্মজীবন: ২০০২, ২০০৭ – বর্তমান
পরিচিতির কারণ: বাংলালিংক ব্র্যান্ড দূত
দাম্পত্য সঙ্গী: নিলয় আলমগীর (২০১৬-২০১৭),আতিকুর রহমান জন (১২ মে ২০২০-বর্তমান)
সন্তান: আনাহিতা রহমান আলিফ
পিতা-মাতা: শামিম কবির (পিতা),শাহিদা কবির (মাতা)
প্রাথমিক জীবন
আনিকা কবির শখ ঢাকার ন্যাশনাল হাসপাতালে ১৯৯৩ সালের ২৫ অক্টোবর জন্ম গ্রহণ করেন। তার বাবার নাম শামিম কবির এবং মায়ের নাম শাহিদা কবির। তার পৈতৃক বাড়ি মুন্সীগঞ্জ জেলার, বিক্রমপুরে। তিনি ২০০৯ সালে এসএসসি শেষ করেন।
কর্মজীবন
তিনি ছোটবেলাতে মিডিয়ার সাথে নৃত্যশিল্পী হিসেবে জড়িত ছিলেন। শখের প্রথম টিভিনাটকে অভিনয় ২০০২ সালে শিশুশিল্পী হিসেবে স্বাক্ষর নামের একটি নাটকে। ধারাবাহিক অদ্ভুতুরে এর মাধ্যমে বড়দের চরিত্রে অভিনয় শুরু শখের। বাংলালিংক দেশ টেলিভিশন বাণিজ্যিকের মাধ্যমে বাংলাদেশী মডেল শখ বাংলাদেশী মিডিয়াতে জনপ্রিয় হয়ে ওঠে। শখ 'এফএনএফ', 'ফিফটি ফিফটি', 'দিবা রাত্রি খোলা থেকো', 'রং', এবং 'কলেজ' নামে কয়েকটি টেলিভিশনের বাংলা নাটকে অভিনয় করেছেন যা পল্লব বিশ্বাস পরিচালিত ছিল।
নাটক ছাড়াও তিনি সিটিসেল, বিডি গুঁড়া মসলা, ইউরো লেমন, তোশিন ফ্যান থেকে শুরু করে প্রচার-চলতি বাংলালিংক সহ বিভিন্ন কোম্পানির বিজ্ঞাপনচিত্রে কাজ করেন। শখ অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র হচ্ছে: বলো না তুমি আমার। সম্প্রতি তিনি অনেক নাটক ও টেলিফিল্মে কাজ করছেন।
ব্যক্তিগত জীবন
২০১৬ সালের ৭ জানুয়ারি নিলয় আলমগীরকে বিয়ে করেন। কিন্তু ২০১৭ সালের ১৭ জুলাই তাদের বিবাহ বিচ্ছেদ হয়।
বড় পর্দায়
বড়পর্দায় ২০১০ সালের অক্টোবরে শখের প্রথম ছবি মুক্তি পেয়েছে। চলচ্চিত্রটির নাম ‘বলো না তুমি আমার’। এফআই মানিকের পরিচালনায় এতে শখ অভিনয় করেছেন শীর্ষনায়ক শাকিব খানের বিপরীতে। ছবিটি ব্যবসা সফল হলেও শখকে এরপর প্রায় বছর খানেক নতুন কোনো ছবি কাজ করতে দেখা যায়নি। ২০১২ সালে তিনি তার দ্বিতীয় ছবির কাজ করেন, যা ২০১৩ সালে মুক্তি পায়। ছবির নাম `অল্প অল্প প্রেমের গল্প`। ছবিটিতে শখ অভিনয় করছেন আর একজন খ্যাতনামা মডেল নিলয়ের বিপরীতে।
পুরস্কার ও স্বীকৃতি
সি আই এফ বি পুরস্কার ২০০৯
বাচসাস পুরস্কার ২০০৯
বিনোদন বিচিত্রা পুরস্কার ২০০৯, ২০১০ এবং ২০১১