ড. মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব

Muhammad Asadullah Al-Galib

জন্মঃ

মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব সাতক্ষীরা সদর থানার বুলারাটি গ্রামে ১৯৪৮ সালের ১৫ জানুয়ারি জন্মগ্রহণ করেন। মুহাম্মাদ আসাদুল্লাহ আল-গালিব হলেন বাংলাদেশের একজন ইসলামী চিন্তাবিদ ও গবেষক। তার পিতা মাওলানা আহমাদ আলী। মাতা বছিরুন্নেছা ।

১৯৭৯ সালে তিনি বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ব্যক্তিগত জীবনে তিনি ৪ সন্তানের জনক।

শিক্ষাঃ

তিনি সাতক্ষীরার কাকডাঙ্গা সিনিয়র মাদরাসা থেকে দাখিল, আলিম ও ফাযিল এবং জামালপুরের আরামনগর কামিল মাদরাসা থেকে ১৯৬৯ সালে কামিল পরীক্ষা কৃতিত্বের সাথে প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি কলারোয়া সরকারী কলেজ, সাতক্ষীরা থেকে আইএ এবং সরকারী মজিদ মেমোরিয়াল সিটি কলেজ, খুলনা থেকে বিএ পরীক্ষাতেও কৃতিত্বের সাথে উত্তীর্ণ হন। অত:পর ১৯৭৬ সালে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে মাস্টার্স পরীক্ষায় অংশগ্রহণ করে প্রথম শ্রেণীতে প্রথম হন। ১৯৮৪ সালে তিনি ইংল্যাণ্ডে পিএইচডি গবেষণার জন্য ‌কমনওয়েলথ স্কলারশীপ লাভ করেছিলেন।  ১৯৯২ সালে তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি লাভ করেন। মাতৃভাষা বাংলাসহ আরবী, ইংরেজি, উর্দূ এবং ফার্সী ভাষায় তার দক্ষতা রয়েছে।

কর্মজীবনঃ

১৯৮০ সালের ২৫ সেপ্টেম্বর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনিস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজে খণ্ডকালীন লেকচারার হিসাবে যোগদান করেন। অত:পর একই বছরের ১০ ডিসেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‌'আরবী ও ইসলামী শিক্ষা' বিভাগের লেকচারার হিসাবে যোগদান করেন। অতঃপর ২০১৬ সালে একই বিশ্ববিদ্যালয়ের আরবী বিভাগ থেকে তিনি অবসর গ্রহণ করেন।

প্রতিষ্ঠিত সংগঠন ও সমাজকল্যাণ সংস্থাসমূহঃ

তার রচিত ও অনুদিত প্রায় অর্ধশতাধিক গ্রন্থ ও পুস্তিকা প্রকাশিত হয়েছে।

১.বাংলাদেশ আহলেহাদীছ যুবসংঘ (১৯৭৮)।

২.আহলেহাদীছ মহিলা সংস্থা (১৯৮১)।

৩.তাওহীদ ট্রাস্ট (১৯৮৯)।

৪.হাদীছ ফাউণ্ডেশন বাংলাদেশ (১৯৯২)।

৫.আহলেহাদীছ আন্দোলন বাংলাদেশ (১৯৯৪)।

৬.সোনামণি (১৯৯৪)।

৭.মাসিক আত-তাহরীক (১৯৯৭)।

৮.সালাফিয়া ট্রাস্ট (২০০২)।

৯.ইসলামিক কমপ্লেক্স (২০১০)।

১০.আল-আওন (স্বেচ্ছাসেবী রক্তদান সংস্থা)

রচনাবলীঃ

ধর্ম বিষয়কঃ

তার রচিত ও অনুদিত প্রায় অর্ধশতাধিক গ্রন্থ ও পুস্তিকা প্রকাশিত হয়েছে।

১.বঙ্গানুবাদ কুরআন ও সংক্ষিপ্ত তাফসীর        ২.তাফসীরুল কুরআন- ৩০তম পারা 

৩.তাফসীরুল কুরআন - ২৬-২৮তম পারা       ৪.তাফসীরুল কুরআন - ২৯তম পারা 

৫.ছালাতুর রাসূল (ছা)                                     ৬.তাওহীদের শিক্ষা ও আজকের সমাজ

৭.ছিয়াম ও ক্বিয়াম                                          ৮.জিহাদ ও ক্বিতাল 

৯.মীলাদ প্রসঙ্গ                                               ১০.শবেবরাত 

১১.হজ্জ ও ওমরা                                            ১২.আক্বীদা ইসলামিয়াহ 

১৩.হাদীছের প্রামাণিকতা                                 ১৪.মাসায়েলে কুরবানী ও আক্বীকা 

১৫.তালাক ও তাহলীল                                     ১৬.আশূরায়ে মুহাররম ও আমাদের করণীয়      

১৭.কুরআন অনুধাবন

সমাজ বিষয়কঃ

১৮.আহলেহাদীছ আন্দোলন: উৎপত্তি ও ক্রমবিকাশ; দক্ষিণ এশিয়ার প্রেক্ষিতসহ 

১৯.আহলেহাদীছ আন্দোলন কি ও কেন?        ২০.ফিরক্বা নাজিয়াহ 

২১.জীবন দর্শন                                             ২২.দিক দর্শন-১       

২৩.দিক দর্শন-২                                           ২৪.ইনসানে কামেল 

২৫.উদাত্ত আহ্বান                                         ২৬.বিবর্তনবাদ   

২৭.এ্যাক্সিডেন্ট (পৃথিবীর উৎপত্তি)                  ২৮.নৈতিক ভিত্তি ও প্রস্তাবনা       

২৯.সমাজ পরিবর্তনের স্থায়ী কর্মসূচী              ৩০.সমাজ বিপ্লবের ধারা 

৩১.তিনটি মতবাদ                                         ৩২.দাওয়াত ও জিহাদ 

৩৩.ছবি ও মূর্তি                                             ৩৪.হিংসা ও অহংকার 

৩৫.মানবিক মূল্যবোধ                                   ৩৬.মৃত্যুকে স্মরণ  

রাজনীতিঃ

৩৭.ইসলামী খেলাফত ও নেতৃত্ব নির্বাচন 

৩৮.ধর্মনিরপেক্ষতাবাদ 

৩৯.জঙ্গীবাদ প্রতিরোধে কিছু পরামর্শ এবং চরমপন্থীদের বিশ্বাসগত বিভ্রান্তির জবাব 

৪০..ইক্বামতে দ্বীন : পথ ও পদ্ধতি  

অর্থনীতিঃ

৪১.বায়'এ মুআজ্জাল 

ইতিহাসঃ

৪২.নবীদের কাহিনী-১ 

৪৩.নবীদের কাহিনী-২ 

৪৪.সীরাতুর রাসূল (ছা.) (নবীদের কাহিনী-৩) 

অনুবাদঃ

৪৫.সালাফী দাওয়াতের মূলনীতি 

৪৬.আরব বিশ্বে ইসরাঈলী আগ্রাসনের নীল নকশা 

৪৭.ইসলাম ও জাহেলিয়াতের দ্বন্দ্ব্ব 

৪৮.নয়টি প্রশ্নের উত্তর

৪৯.বিদ‘আত হতে সাবধান

৫০.অছিয়ত নামা

শিক্ষা, ভাষা ও সাহিত্যঃ

৫১.আরবী ক্বায়েদা-১ 

৫২.আরবী ক্বায়েদা-২ 

৫৩.তাজবীদ শিক্ষা 

৫৪.প্রাথমিক বাংলা শিক্ষা 

৫৫.মাদরাসার পাঠ্যবইয়ের অন্তরালে 

মিজানুর রহমান আজহারী-Biography Of Mizanur Rahman Azhari
ডঃ মুফতী মাওলানা মুহাম্মদ কাফীলুদ্দীন সরকার সালেহী এর জীবনী
সৈয়দ মিজানুর রহমান এর জীবনী-Biography Of Sayed Mizanur Rahaman
সাবিলা নুর এর বয়স, শিক্ষা ও জীবনী - Sabila Nur's age, education and biography
চমক হাসান এর বয়স, শিক্ষা ও জীবনী
পার্ক জিমিন এর পরিচয়, জীবনী,বয়স ও জন্মদিন - Park Jimin's identity, biography, age and birthday
তাহসিন এন রাকিব এর বয়স, শিক্ষা ও জীবনী- biography of Tahsin N Rakib
সুশান্ত পাল
আইয়ুব বাচ্চুর জীবনী - Biography of Ayub Bachchu
নাঈমুল ইসলাম খান- Biography Of Nayeemul Islam Khan