বায়েজিদ খান পন্নী এর জীবনী - Biography of Bayazid Khan Panni
Bayazid Khan Panni

বায়েজিদ খান পন্নী এর জীবনী-Mohammad Bayezid Khan Ponni

মোহাম্মদ বায়াজীদ খান পন্নী একজন বাংলাদেশী রাজনীতিবিদ যিনি মূলত ধর্মভিত্তিক সংগঠন হেযবুত তওহীদ প্রতিষ্ঠার জন্য পরিচিত।

প্রারম্ভিক জীবন

বায়াজীদ খান পন্নী ১১ মার্চ ১৯২৫ খ্রিষ্টাব্দে টাংগাইলের করোটিয়ায় পন্নী জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মোহাম্মদ মেহেদী আলী খান পন্নী।

শিক্ষা জীবন

শৈশবে স্থানীয় রোকাইয়া উচ্চ মাদ্রাসায় তার শিক্ষাজীবন শুরু করেন এবং ১৯৪২ সালে মেট্রিকুলেশন পাশ করে বগুড়ার সরকারি আজিজুল হক কলেজে ভর্তি হন কিন্তু শেষ পর্যন্ত কলকাতায় পাড়ি জমান। কলকাতার ইসলামিয়া কলেজে (বর্তমান মৌলানা আজাদ কলেজ) থেকে তিনি উচ্চ মাধ্যমিক সমাপ্ত করেন।

কর্ম জীবন

১৯৪৭ সালে ভারত বিভক্তির পর তিনি তার নিজ গ্রামে ফিরে আসেন এবং বিভিন্ন ব্যবসা-বাণিজ্য শুরু করেন। পঞ্চাশের দশকে তিনি হোমিওপ্যাথি চিকিৎসা শুরু করেন।

রাজনৈতিক জীবন

১৯৬৩ সালে পূর্ব পাকিস্তান আইন পরিষদে টাঙ্গাইল-বাসাইল নির্বাচনী আসনে স্বতন্ত্র পদপ্রার্থী হিসেবে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন। এসময় তিনি প্রাদেশিক পরিষদের সদস্য হিসেবে ‘কমনওয়েলথ পার্লামেন্টারি এ্যাসোসিয়েশন’ এর সদস্যপদও লাভ করেন। সংসদ সদস্য হওয়ার পর ১৯৬৩ খ্রিষ্টাব্দে তিনি করটিয়ায় হায়দার আলী রেড ক্রস ম্যাটার্নিটি অ্যান্ড চাইল্ড ওয়েলফেয়ার হসপিটাল প্রতিষ্ঠা করেন।

হেযবুত তওহীদ প্রতিষ্ঠা

১৯৯৫ সালের ১৬ ফেব্রুয়ারি তিনি টাংগাইলের করোটিয়া হেযবুত তওহীদ নামে একটি ধর্মভিত্তিক দল গঠন করেন যা বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী কর্তৃক জঙ্গি সম্পৃক্ততার অভিযোগে ‘কালো তালিকাভুক্ত’।

পারিবারিক জীবন

১৯৬৯ সালে তিনি মরিয়ম সাত্তারকে বিয়ে করেন যিনি ১৯৯৬ সালে মারা যান। পরে তিনি ১৯৯৯ সালে খাদিজা খাতুনকে বিয়ে করেন। তিনি দুই ছেলে ও দুই মেয়ের পিতা।

মৃত্যু

বায়াজীদ খান পন্নী ২০১২ সালের ১৬ জানুয়ারি মৃত্যুবরণ করেন।

লেখালেখি

জীবজন্তু শিকারের অভিজ্ঞতা থেকে তিনি বাঘ-বন-বন্দুক' নামক একটি বই লেখেন। এছাড়াও তিনি বিভিন্ন পত্র-পত্রিকায় বিভিন্ন সময়ে চিকিৎসা, ধর্ম ও রাজনৈতিক প্রসঙ্গে প্রবন্ধ লিখেছেন।

তার লেখা অন্যান্য বইসমূহ

দাজ্জাল? ইহুদী-খ্রীস্টান ‘সভ্যতা’

ইসলামের প্রকৃত রুপরেখা

দ্য লস্ট ইসলাম

জেহাদ, কেতাল ও সন্ত্রাস

এ ইসলাম ইসলামই নয়।

কামাল চৌধুরীর জীবনী-Biography of Kamal Chowdhury
অপরাজিতা অর্পিতা এর জীবনী-Biography Of Aporajeeta Arpita
ইমাম ইবনুল কাইয়্যিম
মাওলানা মতিউর রহমান মাদানী এর জীবনী - Biography of Maulana Matiur Rahman Madani
মাওলানা তরিক জামিল-Biography Of Maulana Tariq Jamil
শাহ আবদুল করিম এর জীবনী - Biography of Shah Abdul Karim
ব্যালে ইরার গল্প-Mobashira Kamal Ira
হুলিয়ান আলভারেস এর জন্ম,বয়স ও জীবনী - Julian Alvares Birth, Age and Biography
মাওলানা আতিকুল্লাহ এর জীবনী - Biography of Maulana Atiqullah
আব্দুল আজিজ বিন আব্দুল্লাহ বিন বায