বেলাল আহমেদ

বেলাল আহমেদ

পরিচিতিঃ

বেলাল আহমেদ ২৮ নভেম্বর ১৯৪৮ সালে ঢাকার হাতিরপুলে জন্মগ্রহণ করেন।  তিনি ছোট বেলা থেকেই বিনোদন সংস্থা গুলোর সাথে জড়িত। তিনি শিশু শিল্পী হিসেবে প্রায় সাতটি প্রামান্য চিত্রে কাজ করেছেন।

তিনি বাংলাদেশের একজন খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা। তিনি ১৯৬৭ সালে পরিচালক নজরুল ইসলামের সাথে স্বরলিপি ছবিতে সহকারী পরিচালক হিসেবে কাজ শুরু করেন। এবং ১৯৭৯ সালে নাগরদোলা চলচ্চিত্রটি পরিচালনার মধ্যে দিয়ে পূর্ণ-পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেন। এরপর দীর্ঘ বিরতি নিয়ে আবার ১৯৮৪ সালে নির্মাণ করেন নয়নের আলো ছবিটি। নয়নের আলো মুক্তির পর থেকে তিনি নিয়মিত চলচ্চিত্র নির্মাণ শুরু করেন, যেমন- ঘর আমার ঘর, আমানাত, বন্ধন ও গঙ্গা যমুনা, সাক্ষী প্রমাণ এবং ১৯৯০ সালে ক্রিমিনাল ছবিটি নির্মাণ করে আবার দীর্ঘ বিরতিতে চলে যান। সর্বশেষ তিনি ইমপ্রেস টেলিফিল্ম এর ব্যানারে নির্মিতব্য অনুদানের ছবি ভালোবাসবোই তো এর কাজ করছিলেন। প্রেমের গল্প নিয়ে নির্মিতব্য ছবিটির প্রধান অভিনয় শিল্পী হলেন মৌসুমী ও নিলয়। আগস্ট ২৫ থেকে ছবিটির বাকি অংশের শুটিং শুরু হওয়ার কথা ছিল।

বেলাল আহমেদ এর বই সমূহ

১.জলবায়ু পরিবর্তন: নদী ও নাব্যতা  ২.ভালবাসি তোমাকে

৩.ওয়েস্ট কোস্ট টু ইস্ট কোস্ট         ৪.বন্ধন

৫.লাঠি থেকে রাইফেল                   ৬.তরীক আলি হাডার

৭.ছড়াছড়ি                                     ৮.ছুঁয়ে দিয়ে যাও শূন্যতাগুলো

৯.নন্দিত নরকে                             ১০.শিকড়

১১.সৃজনশীল আল ফাতাহ দাখিল কম্পিউটার শিক্ষা গাইড 


অজয় দাশগুপ্ত এর জীবনী-Biography Of Ajay Dasgupta
ফরিদুর রেজা সাগর এর জীবনী-Biography Of Faridur Reza Sagar
প্রফেসর আবদুল খালেক-Biography Of Professor Abdul Khaleq
ড. আকবর আলি খান এর জীবনী - Dr. Biography of Akbar Ali Khan
আহমেদ বুখাতির এর জীবনী - Biography of Ahmed Bukhatir
ইমদাদুল হক মিলন-Biography Of Imdadul Haque Milon
নির্ঝর নৈঃশব্দ্য-Biography Of nirjhor noishobdho
নিক্সন চৌধুরী এর জীবনী - Biography of Nixon Chowdhury
মাওলানা জাকারিয়া এর জীবনী - Biography of Maulana Zakaria
সাকিব আল হাসান এর জীবনী-Biography of Shakib Al Hasan