Mohammad Ali Kiran
মোহাম্মদ আলী কিরণ এর জীবনী
পরিচয়ঃ মোহাম্মদ আলী কিরণ ১২ ফেব্রুয়ারি ১৯৬৪ সালে নওগাঁ জেলার রাণীনগরের আলিমপুর গ্রামে জন্ম গ্রহন করেন।
একটি সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের পুর প্রকৌশলী হিসেবে কর্মজীবন শুরু করেন। তারপর জার্মান স্কলারশিপে সুইডেনস্থ ওয়ার্ল্ড মেরিটাইম ইউনিভার্সিটি হতে শিপিংম্যানেজমেন্ট এ মাস্টার্স করেন।
স্মোহাম্মদ আলী কিরণ এর বই সমূহ
অবিনাশী ভালোবাসা
ঐশী নন্দিনী
নিঃশব্দ হাহাকার