অপরাজিতা অর্পিতা এর জীবনী-Biography Of Aporajeeta Arpita
Aporajeeta Arpita

অপরাজিতা অর্পিতা এর জীবনী-Biography Of Aporajeeta Arpita

নাম ফারজানা করিম অর্পিতা। "অপরাজিতা অর্পিতা" নামে লেখালেখি করেন। কোনো একদিন জীবনের কোনো একটি দিকে অপরাজিত হবেন, এই স্বপ্ন তাকে বেঁচে থাকার প্রেরণা যোগায়। একাডেমিক পড়াশোনায় কখনো দ্বিতীয় হননি। পঞ্চম ও অষ্টম শ্রেনীতে ট্যালেন্টপুলে বৃত্তি, এসএসসি ও এইচএসসি তে জিপিএ ৫ রয়েছে তার ঝুলিতে। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে ফার্মেসিতে অনার্স ও মাস্টার্স শেষ করে বর্তমানে ল্যাব এইড ফার্মাসিউটিক্যালস লিমিটেডের প্ল্যানিং ও ইনভেন্টরি কন্ট্রোল ডিপার্টমেন্টে এসিস্ট্যান্ট ম্যানেজার হিসাবে কর্মরত আছেন। নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স প্রোগ্রামে সিজিপিএ-৪ পেয়ে রাষ্ট্রপতি গোল্ড মেডেল পান। অর্পিতার কাছে ভালোলাগা, ভালোবাসা ও মুক্তির অন্য নাম লেখালেখি।

২০১৮ সালে ছয়টি সংকলনে তার বেশ কয়েকটি কবিতা ও ছোট গল্প প্রকাশিত হয়েছে। এছাড়া জাতীয় দৈনিক সাপ্তাহিক, পাক্ষিক, ত্রৈমাসিক পত্রিকা ও অনলাইনে নিয়মিত লেখালেখি করেন। লেখালেখি নিয়ে সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখেন।

অপরাজিতা অর্পিতা এর বই সমূহ

অব্যক্ত হৃৎকথন

সিদ্ধ সমীকরণ

শব্দের বেখেয়ালি আঁচড়

অপ্রেমের অদ্ভুত আলাপ

অধ্যাপক ডা. অরূপ রতন চৌধুরী
মেসুত কুর্তিস এর পরিচয় ও জীবনী - biography of Mesut Kurtis
তাওহিদ আফ্রিদি এর বয়স, শিক্ষা ও জীবনী
আবুল মাল আবদুল মুহিত এর জীবনী- Biography Of Abul Maal Abdul Muhith
শায়খ আব্দুল্লাহ বিন আব্দুর রাজ্জাক এর জীবনী-Biography of Shaykh Abdullah bin Abdur Razzak
মাওলানা মাহমুদুল হাসান ভূজপুরী এর জীবনী -Biography of Maulana Mahmudul Hasan Bhujpuri
আদনান ফারুক হিল্লোল এর বয়স, শিক্ষা ও জীবনী - Age, education and biography of Adnan Farooq Hillol
আমব্রিনা সার্জিন আমব্রিন-Biography Of Ambrina Surgeon Ambrin
ইউসুফ ইসলাম এর জীবনী - Biography of Yusuf Islam Cat Stevens