
মোশাররফ করিম এর বয়স, শিক্ষা ও জীবনী-Mosharraf Karim's age, education and biography
পুরোনাম: কে এম মোশাররফ করিম
অন্যান্য নাম: শামীম
ডাক নাম: মোশাররফ করিম
জন্ম: ২২ আগস্ট ১৯৭১
ধর্ম: ইসলাম
জন্মস্থান: বরিশাল , বাংলাদেশ
বর্তমান বয়স: ৫০ বছর
শিক্ষা: স্নাতক
জাতীয়তা: বাংলাদেশি
নাগরিকত্ব: বাংলাদেশি
পেশা: অভিনেতা
কর্মজীবন: ১৯৯৯–বর্তমান
উচ্চতা: ৫ ফুট ৫ ইঞ্চি
চুলের রঙ: কালো
চোখের রঙ: কালো
দাম্পত্য সঙ্গী: রোবেনা রেজা জুঁই
সন্তান: রোবেন রায়ান করিম
পুরস্কার: মেরিল-প্রথম আলো পুরস্কার
ফেসবুক: https://www.facebook.com
ওয়েবসাইট: https://www.mosharraf-karim.com
কে এম মোশাররফ করিম একজন বাংলাদেশী অভিনেতা, তার অভিনীত প্রথম নাটক অতিথি। তিনি বাংলা চলচ্চিত্রেও অভিনয় করেছেন। তার প্রথম অভিনীত চলচ্চিত্র জয়যাত্রা।
প্রাথমিক জীবন
মোশাররফ করিম ১৯৭১ সালের ২২ আগস্ট বাংলাদেশের ঢাকায় জন্মগ্রহণ করেন। তার পৈতৃক বাড়ি বরিশালে। বাংলাদেশী ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এ দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন যে তার অভিনয়ে দক্ষতা জন্ম নেয় তার স্কুল থিয়েটারে। ১৯৮৬ সালে মাধ্যমিক পাশ করেন। তখন থেকে তার অভিনয়ের প্রতি ভালবাসা অন্য মাত্রা নেয় ও তিনি তারিক আনাম খান-এর নাট্যকেন্দ্র মঞ্চদলে যোগদান করেন। তিনি এখনও এই নাট্যদলের সদস্য।
ক্যারিয়ার
মোশারফ করিম ১৯৯৯ সালে ফেরদৌস হাসান পরিচালিত “অতিথি” নাটকে অভিনয়ের মধ্য দিয়ে জনপ্রিয়তার প্রথম সিঁড়ি অতিক্রম করেন । চ্যানেল আই, তার সেই নাটকটি প্রচার করার মধ্য দিয়ে বাংলাদেশের মাটিতে সুপারস্টার এর বীজ বপন করতে সহযোগিতা করে । অসংখ্য নাটকে অভিনয়ের মধ্য দিয়ে তিনি বর্তমানে একজন সুপারস্টার । ছোটবেলা থেকেই অভিনয়ের প্রতি আকর্ষণ এবং অক্লান্ত পরিশ্রমের মধ্য দিয়ে সময় কাটিয়ে থাকলেও, বর্তমানেও পরিশ্রমের ধারাবাহিকতা বহাল রেখেছেন তিনি ।
পারিবারিক জীবন
মোশাররফ করিম ২০০৪ সালের ৭ই অক্টোবর রোবেনা রেজা জুঁই কে বিয়ে করেন। জুঁইও নাট্য অভিনয়শিল্পী। তাদের একমাত্র সন্তান রোবেন রায়ান করিম।
পুরষ্কার
মেরিল প্রথম আলো পুরষ্কার (২০০৮) সেরা টিভি অভিনেতা (সমালোচক পছন্দ) দেয়েল আলমারী
মেরিল প্রথম আলো পুরষ্কার (২০০৯) সেরা টিভি অভিনেতা (পাবলিক চয়েস) হাউসফুল
মেরিল প্রথম আলো পুরষ্কার (২০১১) সেরা টিভি অভিনেতা (পাবলিক চয়েস) চন্দর নীজার কনো আলো নে
মেরিল প্রথম আলো পুরষ্কার (২০১২) সেরা টিভি অভিনেতা (পাবলিক চয়েস) জর্দা জামাল
মেরিল প্রথম আলো পুরষ্কার (২০১২) সেরা টিভি অভিনেতা (সমালোচক পছন্দ) রেডিও চকোলেট
মেরিল প্রথম আলো পুরষ্কার (২০১৩) সেরা টিভি অভিনেতা (সমালোচক পছন্দ) সিকান্দার বক্স এখন
মেরিল প্রথম আলো পুরষ্কার (২০১৩) সেরা টিভি অভিনেতা (পাবলিক চয়েস) সেয়ে রোকম চা-খোর
মেরিল প্রথম আলো পুরষ্কার (২০১৪) সেরা টিভি অভিনেতা (সমালোচক পছন্দ) সেয়ে রোকম চা-খোর