বিদিশা এরশাদ এর জীবনী - Biography of Vidisha Ershad
১৯৭১ সালে খুলনার বাগেরহাটে জন্ম গ্রহণ করেন ‘দীনা’ (বিদিশা এরশাদ)। বাবা কবি আবু বকর সিদ্দিক ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক। ডানপিটে স্বভাবের মেয়েটি বাবা-মায়ের দেয়া ‘দীনা’ নামটি নিজেই পরিবর্তন করে স্কুলে ভর্তি হন বিদিশা নামে। এরপর থেকে পরিবারের লোকজনও বিদিশা নামে ডাকতে শুরু করে দীনাকে। ছোট্ট দীনা থেকে নাম পরিবর্তন করে বড় হতে থাকে বিদিশা নামে। হৈ-চৈ আর খেলাধূলা করেই কাটতো দিনের বেশিরভাগ সময়। আর দশটা মেয়ের মত নিজেকে নিয়ে ভাবেননি বিদিশা। ছোট থেকেই পররোপকারী ছিলেন তিনি। সব সময় গরীব-দুঃখী মানুষের পাশে দাঁড়িয়েছেন এই মেয়েটি।
তার শৈশব ও কৈশোর কেটেছে রাজশাহীতে। বয়স যখন মাত্র ১৪ বছর, তখন বাবার পছন্দ করা ছেলে ইংল্যান্ডের নাগরিক পিটার উইসনের সঙ্গে তার বিয়ে হয়। তখন তিনি পাড়ি দেয় ইংল্যান্ডে। তারপর সেই সংসারে দুটি সন্তানের জন্ম হয়। তার লেখাপড়া ইংল্যান্ড ও সিঙ্গাপুরে। ফ্যাশন ডিজাইনিংয়ের উপর ডিগ্রি নিয়ে লা-সাল বিশ্ববিদ্যালয়ের সিঙ্গাপুর শাখা থেকে। প্রয়াত সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান হুসেইন মুহাম্মদ এরশাদের সাথে দেখা হয় একটি এমবাসিতে। তারপর ফোন নম্বর আদান-প্রদান। এরপর ভালো লাগা। তারপর শুরু হয় প্রেম। এরপর বিয়ে। আর সেখান থেকে হয়ে উঠে আজকের বিদিশা এরশাদ। এটা ১৯৯৮ সালের কথা, তখন স্বামী পিটারের সাথে সিঙ্গাপুরে বসবাস করতেন।