বড় সরালী
বড় সরালী অ্যানাটিডি (Anatidae) গোত্র বা পরিবারের অন্তর্গত অত্যন্ত সুলভ এক প্রজাতির হাঁস।
বাংলা নাম: বড় সরালি
ইংরেজি নাম: Fulvous whistling duck
বৈজ্ঞানিক নাম: Dendrocygna bicolor
গোত্রের নাম: Anatidae.
বিবরণঃ
এ পাখি লম্বায় ৪৪-৫১ সেন্টিমিটার। ওজন ৫৯৬-৯৬৪ গ্রাম। ডানার বিস্তার ৮৫ থেকে ৯৩ সেন্টিমিটার।গলা লম্বা, হালকা বাদামি। গলার মাঝ বরাবর মরচে রঙা সাদাটে পট্টি। ডানা কালচে বাদামির ওপর লালচে পালকের সারি। গলায় পালকের বর্ণ একটু হালকা। পার্শ্বদেশের পালকের রঙ হালকা। দেহের বর্ণ লালচে বাদামী। লেজ সাদা। পা কালচে ধূসর। ঠোঁট গাঢ় ধূসর। ঠোঁটের অগ্রভাগ ত্রিভূজাকৃতির। চোখের মনি কালো। স্ত্রী-পুরুষ পাখি দেখতে একই রকম।
আচরণঃ
ওড়ার সময় ডানা ঝাপটানোর আওয়াজ ঘুঙুরের মতো লাগে। যেখানে বিশ্রাম নেয় সেখানেই মুখরিত করে রাখে ‘সি সিক-সি সিক’ আওয়াজে। এরা বেশ অস্থির স্বভাবের ও পরিযায়ন করলে অনেক দূর দূরান্ত পর্যন্তও যেতে পারে। সরালী জোড়া বাঁধে এবং এক জোড়া সরালী বছরের পর বছর একসাথে বংশবৃদ্ধি করে যায়।ড় সরালী একই সাথে দিবাচর ও নিশাচর। তবে ভোরের প্রথম দুই ঘণ্টা আর সন্ধ্যার শেষ দুই ঘণ্টায় এদের বেশি কর্মচঞ্চল দেখা যায়। সরালীরা সাধারণত জোড়ায় জোড়ায় অথবা ২০-৩০ সদস্যের দলে ঘুরে বেড়ায়। তবে শীতকালে ও প্রজনন ঋতুতে দলবদ্ধভাবে বিচরণ করে। তখন একেকটি দলে ৫০ থেকে ১০০০টি পর্যন্ত সরালী দেখা যায়
বিস্তৃতিঃ
বাংলাদেশ,কানাডা, যুক্তরাষ্ট্র, মেক্সিকো, মধ্য আমেরিকা, ক্যারিবিয়ান দ্বীপসমূহ, দক্ষিণ আমেরিকার কলম্বিয়া, ইকুয়েডর, ব্রাজিল, বলিভিয়া, ভেনেজুয়েলা, সুরিনাম, প্যারাগুয়ে, উরুগুয়ে, আর্জেন্টিনা, চিলি, পেরু, ফরাসি গায়ানা, মধ্য ও দক্ষিণ আফ্রিকার দেশ সমূহ, মাদাগাস্কার, কমোরোস দ্বীপপুঞ্জ, ভারত, পাকিস্তান, নেপাল, মিয়ানমার, শ্রীলঙ্কা, ভুটান প্রভৃতি দেশে ও অঞ্চলে বড় সরালীর দেখা মেলে।
প্রধান খাবারঃ
জলজ উদ্ভিদের কচি ডগা, ছোট মাছ, ছোট ব্যাঙ জলজ উদ্ভিদের বীজ আর ধান এদের প্রধান খাদ্য।
প্রজননঃ
প্রজনন সময় জুন থেকে সেপ্টেম্বর। জলপূর্ণ নিম্নভূমি, যেমন ধানক্ষেতেও এরা বাসা করতে পারে। ভারতীয় উপমহাদেশে এরা গাছের কোটরে বাসা করে। এছাড়া অন্য পাখির পরিত্যাক্ত বাসাতেও এরা ডিম পাড়ে। বছরের নির্দিষ্ট সময়ে একবারই ডিম পাড়ে। ডিম পাড়ে ৬-১২টি। ডিম ফুটতে সময় লাগে ২৪-২৬ দিন। স্ত্রী-পুরুষ দুজনেই ডিমে তা দেয়। এক্ষেত্রেও স্ত্রী-পুরুষ দুজনে মিলেই বাচ্চার দেখাশোনা করে। ডিম ফোটার ৬৩ দিন পর বাচ্চারা উড়তে শেখে। প্রায় এক বছর বয়সে এরা প্রজননক্ষম হয়।
আবাসস্থলঃ
সারা পৃথিবীতে এক বিশাল এলাকা জুড়ে এদের আবাস, প্রায় ১ কোটি ৮৭ লাখ বর্গ কিলোমিটার। বড় সরালী মিঠাপানির হাঁস। বড় হ্রদ, বিল, জলাভূমি ও জলপূর্ণ আবাদি জমি এদের প্রিয় আবাসস্থল। জলজ উদ্ভিদপূর্ণ জলাশয় এদের প্রথম পছন্দ। ধানক্ষেত এদের অন্যতম বিচরণস্থল। এরা বড় গাছপালার তুলনায় ছোট ঝোপঝাড়ে বিচরণ করতে বেশি পছন্দ করে।
অবস্থাঃ
বড় সরালী বিশাল পরিমাণে পৃথিবীতে বিচরণ করলেও দিন দিন আশঙ্কাজনক হারে এদের সংখ্যা কমে আসছে। গত কয়েক দশক ধরে এদের সংখ্যা কমে গেলেও আশঙ্কাজনক পর্যায়ে যেয়ে পৌঁছায় নি। সেকারণে আই. ইউ. সি. এন. বড় সরালীকে আশঙ্কাহীন প্রজাতি হিসেবে তালিকাভুক্ত করেছে। বিশ্বে প্রায় ১৩ লাখ থেকে ১৫ লাখ পূর্ণবয়স্ক বড় সরালী আছে।