Cocktail bird price and food list
ককাটেল পাখির দাম ও খাবার তালিকা
ককাটিয়েল হলো কাকাতুয়া পরিবারের একটি পাখি। ককাটিয়েলকে ক্যারিওন এবং উইরো নামেও ডাকা হয়। বাংলাদেশে এটি 'ককাটেল' বা 'ককাটেল পাখি' নামেই বেশি পরিচিত।
বৈজ্ঞানিক নাম Nymphicus hollandicus
জীবনকাল
খাঁচাবন্দি ককাটিয়েল সাধারণত ১৬ থেকে ২৫ বছর বাঁচে । রেকর্ড অনুযায়ী কিছু কিছু ক্ষেত্রে ককাটিয়েল ১০ থেকে ১৫ বাঁচে; ককাটিয়েলের ৩২ বছর বেঁচে থাকারও রেকর্ড আছে । একটি ককাটিয়েল পাখি অবশ্য ৩৬ বছর বেঁচে ছিল । এগুলো সাধারণত নির্ভর করে খাবার, পরিবেশ আর ওড়ার জায়গার উপর ।
বাসস্থান ও বিস্তরণ
ককাটিয়েল অস্ট্রেলিয়ার স্থানীয় পাখি । যেসব অঞ্চলে মরু, বিস্তৃত অনুর্বর ভূমি বা কিছুটা শুস্ক বিস্তীর্ণ ভূমি আছে, সেসব অঞ্চলে এদের বেশি দেখা গেলেও সবসময় পানির কাছাকাছি থাকে । এরা যাযাবর শ্রেণীর পাখি । যেখানে খাবার আর পানির প্রাচুর্য, সেখানে এরা উড়ে যেতে সময় নেয় না । প্রকৃতিতে ককাটিয়েলকে সাধারণত জোড়া বা ছোট ঝাঁক হিসেবে পাওয়া যায় । অনেক সময় অনেকগুলো ককাটিয়েলকে একসাথে ঝাঁক বেঁধে পানি খেতে দেখা যায় । অনেক কৃষকের কাছে এরা মূর্তিমান আতঙ্ক । এরা প্রায়ই ক্ষেতে হামলা করে চাষ করা ফসল খেয়ে আসে । অস্ট্রেলিয়ার অতি উর্বর দক্ষিণ-পশ্চিম ও দক্ষিণ-পূর্ব দিকে, সুবিশাল ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান মরুভূমিতে এবং কেপ ইয়র্ক পেনিনসুলা উপদ্বীপে এরা অনুপস্থিত । ককাটিয়েল একমাত্র কাকাতুয়া প্রজাতি যারা কিছু কিছু ক্ষেত্রে জন্মের প্রথম বছরের শেষের দিকেই বাচ্চা দেয়া শুরু করে দেয় ।
ককাটেল পাখির দাম
ককাটেল পাখিগুলোর দাম পড়বে ৪০০০-৮০০০ টাকা (জোড়া প্রতি)।
ককাটেল পাখির খাবার তালিকা
নবীন ব্রিডারদের যাতে ককাটেল পালন সহজ হয় তাই এদের প্রতিদিনের খাবারের একটি তালিকা দেয়া হল-
১| সীড মিক্স
২| যেকোনো ১ টি শাক / পাতা : পালং / কলমি /পুদিনা পাতা / সজনে পাতা / নিম পাতা / লাল শাক / ধনে পাতা ইত্যাদি
৩| যেকোনো ১ টি সবজি : এসপারাগাস/ ব্রকোলি/ বরবটি/বাধা কপি/ মিষ্টি কুমড়া/ ঝিঙ্গা / চিচিঙ্গা/শসা/সজনে ডাটা /মটরশুটি/সীম/ সীম এর বিচি/ কাচা পেপে/ পটল/ ঢেঁড়শ
৪| যেকোনো ১ টি ফল : আপেল / স্ট্রবেরি/ ফুটি / তরমুজ/ পেপে/ নাশপাতি/ পেয়ারা /কামরাঙ্গা/ আমড়া
৫| কাটল ফিশবোন্ (সাগরের ফেনা)
৬| ফুটানো এবং ফিল্টার করা টাটকা পানি : সকালে ১ বার & সন্ধায় ১ বার বদলে দিবেন
৭| সজনে পাতা লিফ – সাপ্তাহিক 2 দিন (এতে প্রচুর পরিমানে ক্যালসিয়াম , প্রোটিন, সবরকমের ভিটামিন ও মিনারেল আছে)
৮| অঙ্কুরিত বীজ – সাপ্তাহিক ২ দিন
৯| সেদ্ধ বুটের ডাল – সাপ্তাহিক ২ দিন
১০| শুকনো কুমড়ো বীজ – সাপ্তাহিক ২ দিন
১১| ঘৃতকুমারী টুকরা – সাপ্তাহিক ২ দিন
১২| সপ্তাহে ১ বার অথবা চিকিত্সার প্রয়োজন অনুযায়ী – তুলসী দ্রবণ (ঠান্ডায়), অ্যালোভেরা /ঘৃতকুমারী দ্রবণ (গরমে, হজম & পালকের সমস্যায়)| সকাল থেকে ৬ ঘন্টা রেখে এরপর বদলে দিয়ে সাধারণ পানি দিবেন|
* শাক সবজি ফল দেয়ার আগে সবসময় বড় একবাটি পানিতে ভালমত ধৌত করবেন|
* ফল দেয়ার আগে বিচি ফেলে দিবেন|
ককাটিয়েল পাখির সীডমিক্স অনুপাত
চিনা: ৪.৫ কেজি
কাউন: ২ কেজি
তিশি: ১৫০ গ্রাম
গুজি তিল: ১০০ গ্রাম
কুসুম ফুল: ২৫০ গ্রাম
সুর্যমুখী বীজ: ৫০০ গ্রাম
পোলাউ ধান: ৫০০ গ্রাম
বাসমতি ধান: ৫০০ গ্রাম
ক্যানারী সীড: ১.৫ কেজি
সীডমিক্স অবশ্যই ভালো করে ধুয়ে টানা ৩ দিন কড়া রোদে ভালো করে শুকিয়ে নিতে হবে।
শাক সবজিঃ এসপারাগাস (বাংলায় শতমূলী), ব্রকোলি, গাজর, বরবটি, সবুজ শাক সবজি (বাধাকপি, পালং শাক, কলমি শাক,লেটুস পাতা প্রভৃতি), মটর, মরিচ(যেকোনো রঙ সবুজ কিংবা লাল) , মিষ্টি কুমড়াঝিঙ্গা / চিচিঙ্গা,শসা।
ফলঃ আপেল, কলা, জাম জাতীয় রসালো ফল (ব্ল্যাক বেরি/ কালো জাম, ব্লুবেরি, ক্রানবেরি, রাজবেরি, স্ট্রবেরি), ফুটি / খরমুজ, চেরি ফল, আঙ্গুর, লেবু,আম, তরমুজ, কমলা, পেপে, পিচ, নাশপাতি, পেয়ারা।
প্রয়োজনীয় টিপস্
স্ত্রী ককাটেল ৮- ১০ বছর এবং পুরুষ ১২-১৪ বছর পর্যন্ত বাচ্চা উৎপাদনে সক্ষম থাকে। ককাটেল পাখির বয়স ১ বছর না হলে তাদের ব্রিডিং এ আনা উচিত নয়। পাখির জোড়ায় কম অভিজ্ঞতা এবং কম বয়সের কারণে ব্রিডিং এ দুঃখ জনক ঘটনা ঘটতে পারে। যেমন, ডিম ভেঙ্গে ফেলা , ডিমের তা হতে সরে যাওয়া ইত্যাদি। তাই ককাটেল ব্রিডিং এ বয়স নির্বাচনটা খুবই জরুরী।
পাখির অনুৎপাদনশীল হওয়ার কারণে হতে পারে অপুষ্টি , অযত্ন, আচরণগত ও পরিবেশগত সমস্যা। গোসল করার জন্য পানির অভাব, ছানাদের খাবারের জন্য নরম খাবারের অভাব ইত্যাদি কারণ এ পাখির ব্রিডিং ও ছানা করা ব্যাহত হতে পারে। তাই ককাটেল ব্রিডিং এ আমাদের উচিত হবে সবসময় সতর্ক দৃষ্টি রাখা এবং অভিজ্ঞ ব্রিডারদের সাথে সমস্যা নিয়ে আলোচনা করা।