
ছোট ধলাকপাল রাজহাঁস- Lesser white-fronted goose
ছোট ধলাকপাল রাজহাঁস হচ্ছে Anatidae পরিবারের Anser গণের একটি পাখি।
ইংরেজি নাম: Lesser white-fronted goose
বৈজ্ঞানিক নাম: Anser erythropus
বর্ণনাঃ
ছোট ধলাকপাল রাজহাঁস দৈর্ঘ্যে ৫৩-৬৬ সেমি এবং ১২০-১৩৫ সেমি ডানার বিস্তার। এই প্রজাতির দেহ ধূসর পালকদ্বারা আবৃত তবে পেছনের অংশ সাদা পালক আছে। পায়ের রং হলদে। কপাল বড় ও সাদা।
প্রজননঃ
এরা বাসায় ৩-৬ টি ডিম দেয়। ডিমের রং ফ্যাকাসে। স্ত্রি রাজহাঁস একাই ডিমে তা দেয় এবং ২২-২৮ দিনে ডিম ফুঁটে বাচ্চা হয়।
খাদ্য তালিকাঃ
খাদ্য তালিকায় রয়েছে ঘাস,শ্যসদানা,পোকামাকড় ও শামুক।
বিস্তৃতিঃ
এই প্রজাতিটি আর্মেনিয়া; আজারবাইজান; বেলারুশ; বসনিয়া ও হার্জেগোভিনা; বুলগেরিয়া; চীন; ক্রোয়েশিয়া; এস্তোনিয়া; ফিনল্যান্ড; জর্জিয়া; জার্মানি; গ্রীস; হাঙ্গেরি; ইরান, ইরাক; জাপান; কাজাখস্তান; কোরিয়া; লাতভিয়া; ম্যাসেডোনিয়া, মঙ্গোলিয়া; মন্টিনিগ্রো; নরওয়ে; পোল্যান্ড; রুমানিয়া; রাশিয়া; সার্বিয়া; চেক প্রজাতন্ত্র; সুইডেন; সিরিয়া; তাজিকিস্তান; তুরস্ক; তুর্কমেনিস্তান; ইউক্রেইন; উজবেকিস্তান দেশে বিচরণ করে।
অবস্থাঃ
২০১৫ সালে IUCN রেড লিস্ট অনুসারে, এই জনসংখ্যার সংরক্ষণের অবস্থা গুরুতরভাবে বিপন্ন। বাংলাদেশে এর অবস্থান অনিশ্চিত ও অনুমান নির্ভর।