চিত্রা বনমুরগি-painted spurfowl
painted spurfowl

চিত্রা বনমুরগি-painted spurfowl

চিত্রা বনমুরগি বা রঙিলা বনমুরগি, হচ্ছে pheasant পরিবারের একটি পাখি। 

ইংরেজি নাম: painted spurfowl

বৈজ্ঞানিক নাম: Galloperdix lunulata

স্বভাবঃ

এরা জোড়া বা ছোট দলে থাকে বেশির ভাগ। গভীর বনে ঘুরে বেড়ায় এবং ঝোপ ঝারে দৌড়ে পালিয়ে যায়।

প্রজননঃ

প্রজনন ঋতু জানুয়ারি থেকে জুন । মাটিতে বাসা বানিয়ে সেখানে ৩-৪ টি ডিম দেয়। শুধুমাত্র স্ত্রী সন্তানের জন্ম দেয়, তবে বাবা-মা উভয়েই বাচ্চাদের যত্ন নেয়।

খাদ্য তালিকাঃ

তাদের খাদ্য তালিকায় রয়েছে বেরি, পোকামাকড় এবং ফুল এবং ভোরবেলা জলের গর্তগুলি পরিদর্শন করে।

বিস্তৃতিঃ

মধ্য ভারতের পাহাড় এবং দক্ষিণ ভারতের পাথুরে পাহাড় এবং শুষ্ক বনাঞ্চলে এদের দেখা যায়।

অবস্থাঃ

বাংলাদেশের ২০১২ সালের বন্যপ্রাণী (সংরক্ষণ ও নিরাপত্তা) আইনে এ প্রজাতিটি সংরক্ষিত।

গোলাপি-পা রাজহাঁস-Pink-footed goose
পরজীবী জেগার-Parasitic jaeger
পাহাড়ি নিমপ্যাঁচা-Mountain Scops Owl
স্যান্ডউইচ পানচিল-Sandwich tern
উত্তুরে খুন্তেহাঁস-Northern shoveler
বাদি হাঁস-White-winged Duck
হুদহুদ বা মোহনচূড়া-Common Hoopoe
পাকড়া কাঠকুড়ালি-Fulvous-breasted woodpecker
চিনা তিতির- Chinese Francolin
লালবুক রাজহাঁস-Red-breasted goose