ধলাপাখ পানচিল-White winged Tern
White winged Tern

ধলাপাখ পানচিল বা সাদাডানা গাংচিল-White winged Tern

ইংরেজি নাম: white-winged tern, or white-winged black tern

বৈজ্ঞানিক নাম:  Chlidonias leucopterus or Chlidonias leucoptera

বর্ণনাঃ

ধলাপাখ পানচিল এর দৈর্ঘ্য ২২-২৫ সেন্টিমিটার। ওজন ৬৩ গ্রাম। স্ত্রী-পুরুষ পাখির চেহারা অভিন্ন। মাথা, ঘাড়, গলা, বুক ও পেট কুচকুচে কালো। ডানার গোড়া ধবধবে সাদা। মধ্যখান থেকে লেজ পর্যন্ত ধূসর সাদা। লেজতল সাদা। ওড়ার পালক কালো-ধূসর সাদা। চোখের বলয় কালো। ঠোঁট বাদামি। পা ও আঙ্গুল কমলা-লাল।

স্বভাবঃ

উপকূলীয় অঞ্চলের নদ-নদীতে দেখা মেলে। বিচরণ করতে দেখা যায় বালুবেলাতেও। এ ছাড়া কৃষি জমিতে বিচরণ রয়েছে। মিঠা জলের চেয়ে লবণ জলে বিচরণ করতে স্বাচ্ছন্দ্যবোধ করে। সাগরের কাছাকাছি এলাকায় বেশি দেখা যাওয়ার মূল কারণই এটি। বিচরণ করে ছোট-বড় দলে। কলোনি টাইপ বাসা বাঁধে। চলাচলরত নৌযানকে অনুসরণ করতে দেখা যায় প্রায়ই। নৌযানের পেছন পেছন চক্কর মেরে উড়ে জলে ঝাঁপিয়ে পড়ে মাছ শিকারের উদ্দেশে।

প্রজননঃ

প্রজনন মৌসুম এপ্রিল থেকে আগস্ট পর্যন্ত। অঞ্চলভেদে প্রজনন মৌসুমের হেরফের রয়েছে। এরা সাধারণত জলাভূমিতে ভাসমান গাছপালা বা জলের খুব কাছাকাছি মাটিতে বাসা বাঁধে, ছোট খাগড়া কান্ড এবং অন্যান্য গাছপালা দিয়ে তৈরি বাসাটিতে ২-৪টি ডিম পাড়ে। ডিম ফুটতে সময় লাগে ১৮-২২ দিন। শাবক স্বাবলম্বী হতে সময় লাগে ২৮-৩৫ দিন।

খাদ্য তালিকাঃ

এরা মূলত পোকামাকড় ও ছোট মাছ খায়।

বিস্তৃতিঃ

বাংলাদেশ ছাড়াও বৈশ্বিক বিস্তৃতি দক্ষিণ-মধ্য এশিয়ার উপকূল, দক্ষিণ-পূর্ব ইউরোপ, নিউজল্যান্ড, আফ্রিকা ও অস্ট্রেলিয়া পর্যন্ত। এ ছাড়াও উত্তর আমেরিকার আটলান্টিক উপকূলীয় এলাকায়ও বিচরণ রয়েছে।

অবস্থাঃ

বিশ্বে এদের অবস্থান সন্তোষজনক নয় বিধায় আইইউসিএন প্রজাতিটিকে লাল তালিকাভুক্ত করেছে।

পোষা পাখির খাবারের নাম ও দাম-Name and price of pet food
ম্লান নাকুটি-Pale Martin
পাতি মাছরাঙা-Common Kingfisher
ককাটেল পাখির দাম ও খাবার তালিকা-Cocktail bird price and food list
চিতিঠুঁটি গগণবেড়-Spot-billed pelican
জলার তিতির- Swamp Francolin
বাংলা নীলকণ্ঠ-Indian roller
পাতি ভুতিহাঁস-Common pochard
ছোট ধলাকপাল রাজহাঁস-Lesser white-fronted goose
খয়রাপাখ মাছরাঙা-Brown-winged Kingfisher