চরফ্যাসনে মা ইলিশ শিকারের দায়ে ৫ জেলের কারাদন্ড

চরফ্যাসনের মেঘনা নদীতে সরকারি নিষেধাজ্ঞা উপেক্ষা করে ইলিশ শিকারের সময় অভিযানে ৫ জেলেকে আটক করে দন্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যান আদালত।

আজ বুধবার উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. রুহুল আমিন  ৫জেলেকে আটক করে ১ মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। 

দন্ডপ্রাপ্ত জেলেরা হলেন, মো. কামাল(৩০) বেল্লাল(২০) বশির(৪০) জসিম(১৮), ইলিয়াস(২৫)। এসময় তাদের কাছ থেকে ইলিশ মাছসহ দুইটি ইঞ্জিন চালিত ট্রলারও  জাল জব্দ করা হয়। জব্দকৃত ইলিশ মাছ স্থানীয়  এতিম খানা এবং মাদ্রাসায়  বিতরন করে দেয়া হয়েছে। এছাড়া ও দুপুরে আহম্মদ পুর ইউনিয়নের মায়া ব্রিজ এলাকা থেকে নোঙর করা একটি মাছ ধরা ট্রলার আটক করে মাছ জব্দ করা হয়। জব্দকৃত মাছ স্থানীয় ১২ টি মাদ্রাসায় বিতরণ করেছেন বলে উপজেলা মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানিয়েছেন। আটককৃত জেলেদের বাড়ি লালমোহন উপজেলার বিভিন্ন গ্রামে বলে জানা গেছে।  

চরফ্যাসন থানার ওসি সামসুল আরেফিন জানান, দন্ডপ্রাপ্ত ৫ জেলেকে আদালতে সোপর্দ করা হয়েছে। 

খালেদা জিয়া নির্বাচনে যেতে পারবেন কি ?
শেখ হাসিনার সকল উন্নয়ন পরিবেশ বান্ধব -এমপি জ্যাকব
চেয়ারম্যান বাজারে দোকান ভিটা দখলে নিতে সাইনবোর্ড ছিড়ার অভিযোগ
চরফ্যাসনের কারামাতিয়া কামিল মাদ্রাসায় নতুন অধ্যক্ষের যোগদান
করোনা : বরিশালে আক্রান্তের সংখ্যা বেড়ে ১৭
চরফ্যাসনে জনস্বাস্থ্য ওপুষ্টি প্রতিষ্ঠানের ত্রাণ বিতরণ
করোনাঃ চরফ্যাসনে ৮ প্রতিষ্ঠানের জরিমানা
চরফ্যাসনের নিখোঁজ ২৯ জেলের সন্ধান মেলেনি
বাবুগঞ্জে সড়ক দূর্ঘটনায় ব্যাংক কর্মকর্তা নিহত
সৃজনে উন্নয়নে বাংলাদেশ প্রতিপাদ্য সামনেরেখে বাবুগঞ্জে বর্ণাঢ্য র‌্যালী