চরফ্যাসনে বিদ্যুৎপিষ্টে স্কুল শিক্ষকের মৃত্যু

চরফ্যাসনের ওসমানগঞ্জ ইউনিয়নে  বিদ্যুৎপিষ্ট হয়ে  আবদুল্লাহ আল মারুফ(৩০) নামের এক  স্কুল শিক্ষকের মৃত্যু হয়েছে। শুক্রবার দুপুর  দেড়টায়  ওসমানগঞ্জ ইউনিয়নের ৩নং ওয়ার্ডের নিজ বাড়িতে মর্মান্তিক এই মৃত্যুর ঘটনা ঘটে। নিহত মারুফ উদয়ন মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং একই ইউনিয়নের মো. বশির মাষ্টারের ছেলে। স্কুল শিক্ষকের আকষ্মিক এই মৃত্যুর খবরে গ্রামজুড়ে শোকের ছায়া নেমে আসে।

নিহতের স্বজনরা  জানান, নিহত মারুফ জুমার নামাজের জন্য প্রস্তুতি নিচ্ছলেন। গোসল সেরে নিজ ঘরের বাহিরের বিদ্যুৎ সঞ্চালন লাইনের পাশের রশিতে ভেজা লুঙ্গি শুকানোর জন্য দিচ্ছিলেন । এসময় বিদ্যুৎ সঞ্চালন লাইনে অসাবধানতা বসত ভেজা কাপড় লেগে বিদ্যুৎয়ায়িত হয়ে তিনি গুরুতর আহত হন। স্বজনরা আহত মারুফকে উদ্ধার করে চরফ্যাসন হাসপাতালে নিয়ে এলে  কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চরফ্যাসন থানার ওসি সমসুল আরেফিন জানান, হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্থান্তর করা হয়েছে। 

বাসের ধাক্কায় প্রাণ গেল লেগুনার ১৩ যাত্রীর
চরফ্যাসন ডায়াগনস্টিক সেন্টারের কর্মচারী নিখোঁজের ১মাসেও খোঁজ মিলেনি
পদ্মার ভাঙনরোধে শীঘ্রই স্থায়ী রেড়িবাঁধ নির্মাণ কাজ শুরু হবে -এনামুল হক শামীম
চরফ্যাসনে ফাতেমা মতিন মহিলা কলেজের উম্মুক্ত পরিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হট্টগোল
বাড়ি ফেরা হলো না রাসেলের
চরফ্যাসনে বজ্রপাতে ২ শিশুর মৃত্যু, আহত আরও দুইজন
ঝিনাইদহে সড়ক দূঘটনা রোধে অবৈধ যানবাহন নছিমন করিমন ও ইজিবাইক জব্দ
চরফ্যাসনে ইমামকে মারধরের ঘটনায় ইউনিয়ন বিএনপির সভাপতি আটক
বরিশালে প্রাণের মোড়ক ব্যবহার করে চিপস তৈরী
চরফ্যাসনে যৌতুকের দাবীতে গৃহবধুর দু’হাত ভেঙে দিলেন স্বামী ও পরিবারের সদস্যরা