করোনাঃ এবার আনসার ভিডিপি সদস্য ও চকিদারদের পাশে এমপি জ্যাকব
আনসার ভিডিপি ও চকিদারদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করছেন আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব এমপি



ভোলা-৪ চরফ্যাসন ও মনপুরা আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবদুল্øাহ আল ইসলাম জ্যাকব এমপি বলেছেন,আনসার ভিডিপি ও চকিদার,দফাদার দেশের যে কোন দুর্যোগে জনগনের নিরাপত্তায় ও সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনে এই বাহিনির ভুমিকা অপরিসিম। এরা জনগনের সেবক, তারা জনগনের স্বার্থে নিজকে উৎসর্গ করে আপদকালীন সময়ে দেশের স্বার্থে জনগনের পাশে থাকেন। এসব মানুষ দুঃসময়ে কারো কাছে যেতে পারেনা। এবার  আমি করোনা দূর্যোগে সেই সব মানুষের পাশে এসে দাড়িয়েছি। গতকাল মঙ্গলবার সকালে কেন্দ্রীয় ইদগাহ মাঠে “মানুষ মানুষের জন্য”  কর্মসুচির আওয়াতায় উপজেলার ২১ ইউনিয়নে কর্মরত ১২শ’ আনসার, ভিডিপি ও চকিদার দফাদারদের মধ্যে খাদ্য,আর্থিক সহায়তা ও ইফতার সামগ্রী বিতরনের সময় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন। জ্যাকব আরো বলেন, শেখ হাসিনার সুযোগ্য নেতৃত্বে  করোনা সংকটে চরফ্যাসন ও মনপুরার  সকল পেশা শ্রেনীর মানুষের পাশে এসে দাড়িয়েছি। মানুষের বিপদে পাশে দাড়ানোই আসল বন্ধুর পরিচয়। আমি শুধু সু-সময়ে নয়, যে কোন সংকটে চরফ্যাসনও মনপুরার মানুষের পাশে দাড়িয়েছি। এখানে বিএনপির  আরোও একজন সংসদ সদস্য ছিলেন তিনি ভোটের আগে এলাকায় আসেন কিন্তু দুর্যোগকালীন সময়ে তিনি জনগনের পাশে আসেনি। করোনা দূর্যোগে এলাকার জনগনকে কোন সহায়তা করেনি। গত তিনদিনে চরফ্যাসন ও মনপুরা আমার নির্বাচনী এলাকায় ব্যাক্তিগত অর্থয়ানে গঠিত “মানুষ মানুষের জন্য”  কর্মসুচির আওয়াতায় তৃতীয় ধাপে আরও ২০ হাজার কর্মহীন অসহায় পরিবারের মধ্যে খাদ্যসহায়তা বিতরণ করা হয়েছে। এর ফলে কর্মহীন নিম্ম আয়ের পরিবারে দুর্ভোগ লাঘব হয়েছে। সবাইকে প্রধানমন্ত্রীর ৩১ দফা নির্দেশনা মেনে চলার আহবান জানিয়ে তিনি আরও বলেন,নিজের,পরিবার ও দেশের জন্য সবাইকে সুস্থ থাকতে হবে। মানুষ বাঁচলে দেশ বাঁচবে। দেশে যত দুর্যোগ আসুক,শেখ হাসিনার সরকার  ক্ষমতায় ইনশাল্লাহ দেশে পর্যাপ্ত খাদ্য মজুত আছে কাউকে না খেয়ে অনাহারে থাকতে  হবে না। এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান জয়নাল আবেদিন আখন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, পৌর মেয়ার বাদল কৃষ্ণ দেবনাথ, পৌর আওয়ামীলীগের সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র প্রমুখ।
এর পরে  তিনি  আমিনাবাদ , আহাম্মদপুর চর কলমী ইউনিয়নের কর্মহীন মানুষের মাধ্যে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী বিতরন শেষে দুপুরে তিনি চরফ্যাসন উপজেলার ১২শ’৪৫টি মসজিদের ইমাম - মুয়াজ্জিনদের মধ্যে ১২ লাখ ৪৫ হাজার টাকা নগদ অর্থ প্রদান করেন। 

চরফ্যাসনে আরোও দুই চিকিৎসকের করোনা সনাক্ত , দুটি ডায়াগন্টিক সেন্টার লকডাউন
আমতলী হাসপাতাল ডরমেটরিতে দিন দুপুরে দুঃসাহসিক চুরি
চরফ্যাসনে কর্মহীন নরসুন্দর সমিতির সদস্যদের খাদ্যসহায়তা বিতরণ
চরফ্যাসনে ইয়াবাসহ যুবক গ্রেফতার
চরফ্যাসনের নজরুলনগরে অটোবোরাকের ব্যাটারী চোর ধরে বিপাকে গৃহস্থ
মঠবাড়িয়ায় নৌকার নির্বাচনী সভা জন সমুদ্রে পরিনত
চরফ্যাসনে পুলিশের সামনে বোনকে মারধর, ঘরে ভাংচুর লুটপাট
চরফ্যাসনে বেসরকারী পরিবার উন্নয়ন সংস্থার উদ্যোগে ডিম দিবস উদযাপন
প্রবাসে পাঠানোর লোভ দেখিয়ে নারীকে ঢাকায় নিয়ে দেহ ব্যবসায় বাধ্য
দু’বছর প্রেম অতঃপর বিয়ের প্রলোভনে মাদ্রাসা ছাত্রীকে ধর্ষণ, মামলা