চরফ্যাসনে বিএনপি নেতা  আলম-নয়নের অভ্যন্তরীণ কোন্দলে সংঘর্ষ আহত-১০
চরফ্যাসনে ছাত্রদলের দু’গ্রুপের সংষর্ষ

চরফ্যাসন উপজেলা ছাত্রদলের দ্বিভক্ত কমিটি নিয়ে অভ্যন্তরীণ কোন্দলে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলম- কেন্দ্রীয় বিএনপি নেতা নুরুল ইসলাম  নয়ন গ্রুপের ধাওয়া পাল্টা ধাওয়ার  ঘটনা ঘটেছে। এনিয়ে বিএনপির দু’গ্রুপের মধ্যে চরম উত্তেজনা বিরাজ করছে। শুক্রবার সন্ধ্যায় শরীফ পাড়াস্থ  কেন্দ্রীয়  বিএনপি নেতা নুরুল ইসলাম নয়নের বাসভবনের সামনে সংঘর্ষের এঘটনা ঘটে।  ঘটনার পরপরই চরফ্যাসন থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এতে উভয়পক্ষের ১০ আহত হয়েছেন। আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে সুত্র থেকে জানা গেছে।
জানাযায়, গত জাতীয় সংসদ নির্বাচন থেকে চরফ্যাসনে বিএনপির মনোনয়ন নিয়ে আলম- নয়নের মধ্যে দুই গ্রুপে বিভক্ত ছিল। নেতৃত্বের টানাপোড়নে জড়িয়ে ছিলো চরফ্যাসন উপজেলা বিএনপি। এরই মধ্যে চরফ্যাসন ছাত্রদলের কমিটির মেয়াদ উত্তীর্ন  হলে গত ১৭ জুলাই চরফ্যাসন উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আমিরুল ইসলাম ও সাধারন সম্পাদক মোতাহার হোসেন আলমগীর মালতিয়ার স্বাক্ষরিত পত্রে সাবেক এমপি নাজিম উদ্দিন আলমের সুপারিশকৃত  ছাত্রদলের  চরফ্যাসন উপজেলা, পৌর শাখা ও সরকারি কলেজ শাখার ছাত্রদল কমিটি ঘোষণা করা হয়। পরে গত ১৮ আগস্ট বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য নুরুল ইসলাম নয়নের সুপারিশকৃত ভোলা জেলা ছাত্রদল সভাপতি নুরে আলম ও সাধারন সম্পাদক আল আমিন হাওলাদার স্বাক্ষরিত পত্রে পূর্নরায় চরফ্যাসন উপজেলা, পৌর শাখা, সরকারি কলেজ ছাত্রদলের সংগঠনের নীতিমালা অনুযায়ী গঠিত  আহবায়ক কমিটি ঘোষণা করা হয়। জেলা ছাত্রদলের কমিটির ঘোষনার পরপরই ক্ষুদ্ধ বিএনপির অপর গ্রুপের নেতা  নাজিম উদ্দিন আলম ও নুরুল ইসলাম নয়নের নেতা কর্মীদের মধ্যে অভ্যন্তরীণকোন্দল প্রকাশ্যে রূপ নেয়। দুই নেতার দেয়া ছাত্রদলের বিভক্ত কমিটি নিয়ে চরফ্যাসন উপজেলা ছাত্রদলের নেতা কর্মীদের মধ্যে কয়েকদিন ধরে চরম উত্তেজনা চলছিল।
কেন্দ্রীয় বিএনপি নেতা নুরুল ইসলাম নয়ন গ্রুপের সুপারিশকৃত কমিটির চরফ্যাসন উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ ফরাজী ও সদস্য সচিব অনিক কাজী শুক্রবার সন্ধ্যায় নুরুল ইসলাম নয়নের বাসভবনে সদ্য ভোলা জেলা ছাত্রদল কর্তৃক অনুমোদিত চরফ্যাসন উপজেলা, পৌর শাখা, সরকারি কলেজ  ছাত্রদলের আহবায়ক কমিটির পরিচিতি সভা চলছিল। এসময়ে আকস্মিকভাবে বগিদা, লাঠিসোটা নিয়ে বিএনপির সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমের সুপারিশকৃত কমিটির ছাত্রদলের উপজেলা, পৌর শাখা ও সরকারি কলেজ শাখা ছাত্রদলের নেতা কর্মীরা নয়নের বাসভবনে সভা চলাকালে তার নেতা কর্মিদের ওপর হামালা চালায়। ঘন্টাব্যাপি উভয় গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হামলা হয়। এ  সংঘর্ষ চলার সময় নাজিম উদ্দিন আলম গ্রুপের ছাত্রদল নেতা কর্মিরা কেন্দ্রীয় নেতা নয়ন গ্রুপের নেতাকর্মীদের তোপের মুখে ঘটনাস্থল ত্যাগ করেন। অপর দিকে আলম গ্রুপের এক ছাত্রদল নেতা দাবী করেছেন  বড়ধরনের সংঘাতের আশংকায় তারা নিজ নিজ অবস্থানে ফিরে গেছেন।
উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষে ছাত্রদলের ১০/১২ জন আহত হয়েছে। আহতদের হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে জানাগেছে।
ভোলা জেলা কমিটির অনুমোদিত চরফ্যাসন উপজেলা ছাত্রদলের আহবায়ক আরিফ ফরাজী জানান,দলের গঠনতন্ত্র অনুযায়ী জেলা ছাত্রদল সভাপতি ও সম্পাদক  কমিটি অনুমোদন দিয়েছেন। এতে জেলা কমিটির দেয়া অনুমোদিত কমিটিই বৈধ। উপজেলা বিএনপি ছাত্রদলের কমিটি ঘোষণা করতে পারেনা। এতে চরম ক্ষুব্ধ আলম গ্রুপের কিছু নেতা কর্মী।  এই হামালার ঘটনায়  পরিকল্পিত। এই  ঘটনায়  নাজিম উদ্দিন আলমের মদদ ছিল। এঘটনায় চরফ্যাসনে বিএনপির  রাজনীতিতে নাজিমউদ্দিন আলমকে  অবাঞ্চিত ঘোষণা করা হল।
অপরদিকে নাজিমউদ্দিন আলম সুপারিশকৃত কমিটির চরফ্যাসন উপজেলা ছাত্রদলের সদস্য সচিব জাহান সিকদার জানান, নাজিম উদ্দিন আলম তাদের নেতা। তার নির্দেশনায় উপজেলা বিএনপির ঘোষিত কমিটি বৈধ। জেলা ছাত্রদলের স্বাক্ষরিত কথিত কমিটি চরফ্যাসন উপজেলা ছাত্রদল মানেনা। এদিকে চরফ্যাসনের সুধিমহলের অভিমত দ্বীর্ঘ সাড়ে ১০ বছর ছিলো চরফ্যাসনের রাজনীতি শান্তপরিবেশ।শুক্রবার সন্ধ্যার চরফ্যাসন উপজেলা বিএনপির অভ্যন্তরীণ কোন্দলের ফলে ২০০১  সালের পর বিএনপি ক্ষমতায় থাকাকালীন উচ্ছ্ঙ্খৃল পরিবেশ জনগন আবার নতুন করে দেখতে পায়। চরফ্যাসন বর্তমানে শান্তিপূর্ন রাখতে এধরনের অশান্তকর্মকান্ড প্রতিহত করার জন্য বিভিন্নমহল অভিমত ব্যাক্ত করেছেন।
কেন্দ্রীয় বিএনপি নেতা নুরুল ইসলাম নয়ন জানান, কেন্দ্রীয় বিএনপির  সিদ্ধান্ত মতে গঠনতন্ত্রনুযায়ী  ভোলা জেলা কমিটি চরফ্যাসন উপজেলা ছাত্রদলের কমিটি অনুমোদন দিয়েছে। এটা নিয়ে নাজিম উদ্দিন আলমের উসকানীতে কিছু তার কিছু কর্মী বিতর্কসৃস্টি করছে।  আমার বাসবভনে ছাত্রদলের পরিচিতি সভায় হামালার ঘটনার নিন্দা জানাই।  এঘটনায় সাবেক সংসদ সদস্য নাজিম উদ্দিন আলমকে একাধিকবার ফোন করলেও তিনি ফোন রিসিভ করেনি তাই তার বক্তব্য জনা যায়নি।
চরফ্যাসন থানার ওসি মোঃ মনির হোসেন মিয়া জানান, চরফ্যাসন উপজেলা ছাত্রদলের দু’গ্রুপের  সংঘর্ষের পরপরই থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এঘটনায় থানায় কোন পক্ষের অভিযোগ হয়নি হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেয়া হবে।


চরফ্যাসনের চরকলমী ইউনিয়নে বিদ্যুৎ স্পর্শে যুবকের মৃত্যু
চরফ্যাসনে গাছকেটে বেড়িবাঁধ দখল করে পাকাঘর নির্মান
চরফ্যাসনের কলমী ইউনিয়নে ভোট চাইতে গিয়ে ফাঁকা ঘরে গৃহবধুকে ধর্ষণের চেষ্টা
চরফ্যাসনে ফাতেমা মতিন মহিলা কলেজের উম্মুক্ত পরিক্ষা কেন্দ্রে শিক্ষার্থীদের হট্টগোল
স্কুল ছাত্রীকে অপহরণ ও ধর্ষণ, গ্রেফতার-১
চরফ্যাসনে স্বামীর বিরুদ্ধে নির্যাতনের মামলা করায় বিপাকে গৃহবধু
ঝালকাঠি -১ আসনে শাহজাহান ওমরের বিকল্প হতে পারেন ফয়জুল হক
চরফ্যাসনের শশীভূষণ থানায় ঘুষ দিতে না পারায় মামলার চুড়ান্ত প্রতিবেদন দিলেন পুলিশ
চরফ্যাসনে রেশন কার্ডের লোভ দেখিয়ে ধর্ষণের চেষ্টা করলেন গৃহবধুকে
চরফ্যাসন প্রেসক্লাবের কমিটি গঠন