শেখ হাসিনা গ্রামকে শহরে রুপান্তরিত করেছেন-এমপি জ্যাকব
অনগ্রসর প্রতিবন্ধী মেধাবী ৪২৩ জন শিক্ষার্থদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক প্রদান


ভোলা-৪ আসনের সংসদ সদস্য যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আবদুল্লাহ আল ইসলাম জ্যাকব বলেছেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আছেন বলেই দেশে দারিদ্রতা কমিয়ে মানুষের জীবনমানের ক্রমাগত উন্নতি করে করোনার মধ্যেও উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। প্রত্যন্ত গ্রাম গুলোতে স্কুল কলেজ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান নির্মানও শতভাগ বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করে অবকাঠামো উন্নয়নের ফলে  সরকার দেশের প্রত্যন্ত চরাঞ্চলসহ দেশের সবগ্রামে শহরের সুযোগ-সুবিধা পৌছে গেছে। প্রত্যন্তঞ্চল গুলো রুপান্তরিত হয়েছে আধুনিক মডেল শহরে।
সোমবার বিকালে উপজেলা পরিষদ সভা কক্ষে জাতীয় প্রতিবন্ধী ফাউন্ডেশনের বাস্তবায়নে উপজেলা প্রশাসন ও সমাজ সেবা অধিদপ্তর আয়োজিত বেদে , দলিত, হরিজন অনগ্রসর প্রতিবন্ধী মেধাবী ৪২৩ জন শিক্ষার্থদের মধ্যে শিক্ষা বৃত্তির চেক প্রদান ও ৪০জন প্রতিবন্ধীর মাঝে হুইল চেয়ার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন।
এমপি জ্যাকব আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার  সুযোগ্য নেতৃত্বের কারণে দেশের প্রত্যন্ত গ্রামগুলোতেও সরকারের গৃহীত দারিদ্র  বিমোচন কর্মসূচী বাস্তবায়নের ফলে গ্রামীণ অর্থনীতির অভূতপূর্ব উন্নয়ন হয়েছে। কয়েক বছরে বদলে গেছে মানুষের জীবনযাত্রা। দ্বীপাঞ্চলের মানুষের উন্নয়নে সরকারের গৃহিত পদক্ষেপ ও জনগনের জীবন ও জীবিকার সাফল্য অর্জনে  শেখ হাসিনা বিশ্বে রোল মডেল।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপজেলা পরিষদ চেয়ারম্যান জয়নাল আবেদীন আখন, উপজেলা নির্বাহী অফিসার মো. আল নোমান, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম ভিপি, যুগ্ম সম্পাদক জামাল মহাজন, পৌর আওয়ামীল সাধারন সম্পাদক অধ্যক্ষ মনির আহমেদ শুভ্র, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মো. মামুন হোসেন, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনারসহ দলীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এর আগে এমপি জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে উপজেলা পরিষদ পুকুরে জাতীয় বাজেটের আওতায় দেশী প্রজাতীর মাছের পোনা অবমুক্ত করেন।

প্রশাসনের আয়োজনে শোক দিবস অনুষ্ঠান বর্জন তালতলী উপজেলা পরিষদ, আওয়ামীলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ
জিপিএ ৫ পেয়েছে রুপা
চরফ্যাসনে রহস্যজনক নিখোঁজ এনজিও কর্মীর ১১দিনেও সন্ধান মেলেনি
চরফ্যাসনে ১০পিস ইয়াবাসহ পুলিশের জালে যুবক
ভোলার শশীভূষণ থানার ২ পুলিশসদস্য প্রত্যাহার
চরফ্যাসনে ধর্ষণচেষ্টা মামলার বাদীনিকে জব্দ করতে হত্যা চেষ্টার মামলা
শেখ হাসিনা দুর্যোগকালীন সময়ে দুস্থ মানুষের পাশে দাড়িয়েছেনঃ এমপি জ্যাকব
চরফ্যাসনে এসডিএফ’র অবহিতকরন কর্মশালা অনুষ্ঠিত
সাবেক সংসদ সদস্য অধ্যক্ষ নজরুল ইসলামের ২৯ তম মৃত্যু বার্ষিকী পালিত
গর্ভের বাচ্চাসহ গরু জবাই,মাংস বিক্রির অভিযোগ