চরফ্যাসনের দক্ষিণ আইচায় জমি জবর দখলের অভিযোগ
দখলকৃত ঘর

চরফ্যাসনের  দক্ষিণ আইচা থানা এলাকায় অন্যের জমি জোর পূর্বক দখলের অভিযোগ পাওয়া গেছে। গত  রবিবার সকালে দক্ষিণ আইচা থানার চরমানিকা ইউনিয়ন দক্ষিণ চর আইচা ৬ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী আব্দুর রশিদ মিয়া অভিযোগ করেন, দক্ষিণ চর আইচা মৌজার জেএল নং ১০২, এস এ খতিয়ান নং ১৪, এস এ দাগ ২০৪, দিয়ারা ও জমা খারিজ খতিয়ান নং ১৮৬১,২০৬২, দিয়ারা দাগ ২৯৪, এবং ২৯৬,২৯৭,২৯৮,২৯৯,৩০০,৩০১,৩০৩ দাগে, ২২ শতাংশ জমির ক্রয় ও রেকর্ড সূত্রে মালিক হয়ে ছালেহা বেগম বিদ্যামান ছিলো। তাহার নিকট থেকে গত (১৭ জানুয়ারী)২২ ইং তারিখে দক্ষিণ আইচা এস আর অফিসে রেজিস্ট্রারীকৃত ৩৫ নং ছাফ কবলা দলিল মূলে মালিক হন নুর নাহার বেগম। এতে নুর নাহার বেগম আমার স্ত্রী ওই জমির মালিক হয়ে ভোগ দখল করতে গেলে। হটাৎ করে একই এলাকার মো. বেল্লাল বদ্দি জমি দখলের পায়তারা করে। প্রতিপক্ষ বেল্লাল বদ্দি আমাদের ক্রয়কৃত জমিতে জোরপূর্বক জমি ও দখল করার চেষ্টা করে। এতে বাধা প্রদান করতে গেলে প্রতিপক্ষ বেল্লাল বদ্দি আমার পরিবারের সদস্যদেরকে বিভিন্ন অকথায় গালমন্দ করন সহ হামলা চালায়। এ সময় আমার পরিবারের সদস্যদের ডাক-চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে প্রতিপক্ষ বেল্লাল বদ্দি পালিয়ে যায়। এ সময় আমার ছেলে দুলাল ও অভি আহত হলে দক্ষিণ আইচা পল্লী চিকিৎসক দ্বারা চিকিৎসা সেবা দেওয়া হয়। এ ব্যাপারে অভিযুক্ত বেলাল বদ্দি তার বিরুদ্ধে আনীত অভিযোগ অস্বীকার করে বলেন,আমি একই দাগ ও খতিয়ানে ১৬ শতাংশ জমির ক্রয় সূত্রে মালিক তাই আমার জমিতে আমি দখলে আছি এবং এ ঘটনার ব্যাপারে গত (২৩ জানুয়ারী) সন্ধ্যায় দক্ষিণ আইচা থানায় আমাদের দু'পক্ষেরই বসাবসি হয়েছে। থানার ওসি বলেছেন যে যে অবস্থানে আছে সে সে অবস্থানে থাকবে। এর বাহিরে আর কোনো মন্তব্য করেন নাই বেল্লাল বদ্দি। এ বিষয়ে দক্ষিণ আইচা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.শাখাওয়াত হোসেন বলেন, একসপ্তাহের মধ্যে স্থানীয় সালিশ দ্বার ও সার্ভেয়ার দিয়ে মাফ মাপ জোপ করে দু'পক্ষের মধ্যে মীমাংসা করে দেওয়া হবে।

বরিশাল-৩ অাসনের মনোনয়ন ফরম কিনছেন মিজানুর রহমান
চরফ্যাসনে অন্যের সনদে সহকারী গ্রন্থগারিক পদে মাদ্রাসায় নিয়োগের অভিযোগ
চরফ্যাসনে যৌতুকের দাবীতে গৃহবধুর দু’হাত ভেঙে দিলেন স্বামী ও পরিবারের সদস্যরা
চরফ্যাসনে মা ইলিশ শিকারের দায়ে ৫ জেলের কারাদন্ড
চরফ্যাসনে ধুমপান ও তামাকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে গণসচেনতামূলক সেমিনার
শরীয়তপুর-২ আসনে শামীমের পক্ষে মনোনয়ন সংগ্রহ করলেন নেতাকর্মীরা
প্রধানমন্ত্রীর ছবি বিকৃত ফেইসবুকে পোষ্ট চরফ্যাসনে যুবক আটক
চরফ্যাসনে বিয়ের প্রলোভনে স্কুলছাত্রী ধর্ষিত, গ্রেফতার -১
চরফ্যাসনের শশীভূষণ দিনমুজর পরিবারের ওপর হামলা আহত- ৫
চরফ্যাসনে দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ৮ প্রার্থীর মনোনয়নপত্র দাখিল