১০ টি বিখ্যাত কোরিয়ান ড্রামা-10 famous Korean dramas
কোরিয়ান প্রযোজনা বর্তমানে দেশ ছাড়িয়ে বিশ্বের বিভিন্ন প্রান্তে ব্যাপক জনপ্রিয়তা পেয়ে যাচ্ছে। ঠিক তেমনি বাংলাদেশও রয়েছে এর অসংখ্য দর্শক। কোরিয়ান ড্রামা বা কে-ড্রামায় থাকে সাবলিল অভিনয়, মানসম্মত গল্প, সুদর্শন নায়ক এবং সুন্দরী নায়িকা। এক এক টি কে-ড্রামা, গতানুগতিক ধারার বাইরের গল্প বরাবরই মানুষকে আর্কষন করে যাচ্ছে। কথা বলছি ৫ টি অসাধারণ, অসম্ভব জনপ্রিয় কে-ড্রামা নিয়ে। যারা কে-ড্রামা নিয়ে ভাবছেন এবং কে-ড্রামা দেখা শুরু করতে চাইছেন তারা এই ১০টি কে-ড্রামা দিয়েই শুরু করে দিতে পারেন।
১. বয়েজ ওভার ফ্লাওয়ারস-Boys Over Flowers
যারা কে-ড্রামা বা কোরিয়ান ড্রামা সম্পর্কে অল্প কিছু জানেন বা কে-ড্রামা দেখেছেন তাদের অবশ্যই এই অত্যন্ত জনপ্রিয় কথা মনে পড়বে। কে-ড্রামার কথা আসলেই প্রথমেই আসবে ‘বয়েজ ওভার ফ্লাওয়ারস’ এর। ২০০৯ সালে মুক্তি প্রাপ্ত এই কে-ড্রামাটির একটি সিজন এবং এপিসোড ২৫ টি। সাউথ কোরিয়ার একচেটিয়া ধনীদের নামকরা অভিজাত স্কুলে ভর্তি হওয়ার সু্যোগ পায় মিডেনক্লাস প্রানবন্ত এবং আত্মসম্মানসম্পন্ন মেয়ে ‘জিউম জেন দি’ এবং তার সাথে দেখা হয় দেশের শীর্ষ ধনী পরিবারের কুখ্যাত সুর্দশন চারজন ছেলের সাথে যারা ‘এফ-ফোর ‘ নামে পরিচিত। তারপর ঘটে চলতে থাকে একেরপর এক আকর্ষনীয় রোমাঞ্চকর ঘটনা।
২. ডিসেন্টডেন্ট অব দ্যা সান-Descendants of the Sun
২০১৬ সালে তুমুল সাড়া জাগানো সাউথ কোরিয়ার একটি কে-ড্রামা হচ্ছে ডিসেন্টডেন্ট অব দ্যা সান‘ সংক্ষেপে ‘ডটস’। যার জনপ্রিয়তা এতো বেশি ছিলো যে মুক্তি পাওয়ার পর পর কে-ড্রামাটির দর্শকেরা তাদের পছন্দের ‘ডিসেন্টডেন্ট অব দ্যা সান ‘ এর মুল চরিত্রের নায়কের চেহারা করতে প্লাস্টিক সার্জারি পর্যন্ত করিয়েছেন। এমনকি বাচ্চাদের নোটবুক, পেন্সিলবক্স থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্রে রয়েছে ড্রামাটির পোস্টার। ৩টি স্পেশাল এবং ১৬ টি মুল পর্বসহ ড্রামাটি মন কাড়বে সবার।
৩. গবলিন-Guardian: The Lonely and Great God (Goblin)
কোরিয়ান ড্রামা লাভার, কিন্তু গবলিন কে-ড্রামাটি দেখেন নি এমন খুব কমই মানুষ আছেন। কে-ড্রামা জগতে ওয়ান অব দ্যা বেস্ট কে-ড্রামা হচ্ছে গবলিন যেটি রোমান্টিক কমেডি ড্রামা। গবলিনে কিম শীন চরিত্রে অভিনয় করেছেন ট্রেন টু বুসান ক্ষেত, জনপ্রিয়, সুদর্শন অভিনেতা গং ইয়ও যে একজন বীরযোদ্ধা থাকেন এবং তাকে মর্মান্তিক ভাবে হত্যা করা হলেও সে ৯০০ বছর অমর থাকে। একমাত্র তার নববধুই পারবে তাকে এই জীবন থেকে মুক্তি দিতে। কাহিনী চলতে থাকে তার আপন গতিতে। ২০১৬ সালের জনপ্রিয় এই কে-ড্রামাটি এপিসোড হচ্ছে ১৬ টি।
৪. লেজেন্ড অব দ্যা ব্লু সি-The Legend of the Blue Sea
রোমান্স, ড্রামা এবং ফ্যান্টাসি জনরার এই সিরিজটি কোরিয়ান অন্যতম একটি টিভি সিরিজ
লেজেন্ড অব দ্যা ব্লু সি। ২০১৭ সালের মুক্তি প্রাপ্ত এই কে-ড্রামাটির এপিসোড সংখ্যা মোট ২১টি। রূপকথা এবং বাস্তবতার মিল যখন তখন জলপরী এবং মানুষের মিল অস্বাভাবিক নয়। গল্পে অথৈ সাগরের এক জলপরীর সাথে একটি ছেলের প্রেম। জেলেদের মৎস্যকন্যা ধরা ও ছেড়ে দেয়া নিয়ে রচিত প্রাচীন চোসন যুগের কিছু কিংবদন্তি কোরিয়ান লোককাহিনী থেকে অনুপ্রাণিত হয়ে এই ড্রামায়।
৫. ক্রাশ ল্যান্ডিং অন ইউ-Crash Landing on You
উত্তর কোরিয়া এবং দক্ষিণ কোরিয়ার ভিন্ন ব্যাক্তিত্তের দুজনের প্রেম ভালবাসা নিয়েই গল্প হচ্ছে ক্রাস ল্যান্ডিং অন ইউ। দক্ষিণের সাক্সেসফুল বিজনেস উইমেন ইউন সেরি প্যারাগ্লাইডিং করার সময় ঘুর্ণিঝড়ের সম্মুখিন হয়ে উত্তর কোরিয়ার এসে পড়ে এবং তার সাথে দেখা হয় উত্তরের সৈনিক ক্যাপ্টেন রি জং ইউং। এরপর ঘটে চলে বিভিন্ন ঘটনা এবং তাদের প্রেম। ১৬ টি এপিসোড বিশিষ্ট এই কে-ড্রামাটি ২০১৯ সালে নেটফ্লিক্সে মুক্তি পায় যা বেশ সাড়া তুলে ফেলে কে-ড্রামা জগতে।
৬.ইটাওন ক্লাস-Itaewon Class
এক সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয় পার্ক স্যা রো ইয়িয়ের বাবার। এরপর তিনি খাদ্য প্রতিষ্ঠান ‘জাঙ্গা গ্রুপ’কে ধ্বংস করার জন্য মিশনে নামেন। কিন্তু ধরা পড়ে সিইও জাং দে হের কাছে। এই ঘটনায় স্কুল থেকে বের করে দেওয়া হয় স্যা রো ইয়িকে। এমনকি তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়। কারাগার থেকে ফিরে রেস্টুরেন্ট ব্যবসা শুরু করেন সিরিজের নায়ক। অল্প সময়ের মধ্যে কোরিয়ার প্রভাবশালী একজন হয়ে যান তিনি। এরপর শুরু হয় তার প্রতিশোধের পালা। এপিসড সংখ্যা ১৬। আইএমডিবি রেটিং ৮.২/১০।
৭.মিস্টার সানশাইন-Mr. Sunshine
ইগুনে চই ছোটবেলায় বাবা-মাকে হারান। এক অভিজাত পরিবার হত্যা করে তাদের। এরপর এক যুদ্ধ জাহাজে ১৮৭১ সালে আমেরিকা পাড়ি দেয় ছোট্ট ইগুনে। এই ঘটনার পর কয়েক দশক কেটে যায়। ইগুনে চই তখন মার্কিন নৌ বাহিনির ক্যাপ্টেন। সেখানে এক রাজনৈতিক মিশন শেষে কোরিয়ায় ফেরেন তিনি। সেখানে এক অভিজাত মেয়ের প্রেমে পড়েন তিনি। গো এ্যা শিন নামের সে মেয়ে কোরিয়ার স্বাধীনতা সংগ্রামের সঙ্গে যুক্ত। এভাবে এগিয়ে যায় সিরিজের কাহিনী। সিরিজটি নির্মাণে ব্যয় হয় ৩৬ মিলিয়ন ডলার। আইএমডিবি রেটিং ৮.৮/১০।
৮.কিংডম-Kingdom
এক রাজাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ১০ দিন ধরে। গুজব রটেছে মারা গেছেন তিনি। রাজপুত্র লি চ্যাং এই রহস্য উন্মোচনের মিশন শুরু করেন। একসময় তিনি লক্ষ্য করেন রাজ্যের অনেকে প্লেগ রোগে আক্রান্ত হচ্ছেন। সবার মধ্যে এই সংক্রমণ রোগ ছড়িয়ে যেতে থাকে। এই রহস্য উদঘাটন শুরু হয় একসময়। এমনই গল্প নিয়ে ‘কিংডম’ সিরিজ।
৯.হোয়েন দ্য ক্যামেলিয়া ব্লুমস-When the Camellia Blooms
ডং বায়েক ক্যামেলিয়া নামে একটি বার রেস্তোঁরা চালু করে অংসাং শহরে। এ কারণে তাকে ঘিরে অন্য নারীদের মধ্যে কানাঘুষা হতে থাকে। কারণ একজন সিঙ্গেল মা হয়ে বার রেস্টুরেন্ট দিয়েছেন তিনি। হ্যাং ইয়োং সিং নামে এক পুলিশ অফিসার প্রেমে পড়ে ডংয়ের। ঘটনা এগুতে থাকে তাদের প্রেম নিয়ে। এরমধ্যে ইয়োং সিং তথ্য পান ডং এক সিরিয়াল খুনির পরবর্তী টার্গেট। এখানে এসে কাহিনীর মোড় ঘুরে যায়। ৪০ এপিসোডের সিরিজটির আইএমডিবি রেটিং ৮/১০।
১০.প্রিজন প্লেবুক-Prison Playbook
দক্ষিণ কোরিয়ার তারকা পিচার কিম জে হেয়কের কারাদণ্ড নিয়ে নির্মিত এই ওয়েব সিরিজ। তার বোনকে যৌন হয়রানি করায় একজনকে হত্যাচেষ্টার কারণে তাকে এই শাস্তি দেওয়া হয়। কারাগারে তার জীবন ও কারাগারের অবস্থা দেখানো হয়েছে এখানে। ডার্ক কমেডি ঘরাটার সিরিজটি নির্মাণ করেছেন শিন ওন হু। এপিসোড সংখ্যা ১৬। আইএমডিবি রেটিং ৯.১ /১০।