বাংলাদেশের সেরা শিশু নিউরোলজিস্ট ডাক্তার
নার্ভ বা স্নায়ুসংক্রান্ত সমস্যার সমাধান দিয়ে থাকেন সাধারণত একজন নিউরোলজিস্ট। তবে শিশুদের স্নায়ুর গঠন প্রাপ্তবয়স্ক মানুষের স্নায়ুর গঠনের মত একরকম না হওয়ায় শিশুদের শারীরিক সমস্যার জন্য আলাদা বিশেষজ্ঞ চিকিৎসক থাকেন। এক্ষেত্রে একজন পেডিয়াট্রিক নিউরোলজিস্ট শিশুদের স্নায়বিক সমস্যা ও অটিজম নিয়ে কাজ করেন।
বাংলাদেশের সেরা শিশু নিউরোলজিস্ট ডাক্তারের তালিকা
১.অধ্যাপক ডাঃ ফারহানা দেওয়ান
এমবিবিএস, এফসিপিএস
শিশু নিউরোলজিস্ট ও শিশু বিকাশ বিশেষজ্ঞ
অধ্যাপক ও বিভাগীয় প্রধান
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহাবাগ ঢাকা
চেম্বার-০১
সেন্ট্রাল হাসপাতাল লিঃ
রুম নং ২১১, বাড়ী নং-২ ,রোড নং-৫ গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৫,বাংলাদেশ
সাক্ষাতের সময়ঃ বিকাল ৫.০০- রাত ৯.০০
ফোনঃ ৮৬২৪৫১৪-৮.২২১৪ ৮৭১৩৫৫৪(আর) মোবাইল- ০১৭১১৫২৯০২২
মঙ্গলবার,বৃহস্পতিবার,শুক্রবার ও সরকারী ছুটির দিন বন্ধ
২.অধ্যাপক ডাঃ মোঃ মিজানুর রহমান
এমবিবিএস, এফসিপিএস (শিশু)
শিশু বিকাশ ও শিশু স্নায়ুরোগ বিশেষজ্ঞ
অধ্যাপক ও বিভাগীয় প্রধান, শিশু নিউরোলজি বিভাগ
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা ।
চেম্বার -০১
সেন্ট্রাল হাসপাতাল লিঃ
রুম নং ৯০৩, ৩য় তলা, এনেক্স-১,
বাড়ী নং-২ ,রোড নং-৫ গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা ১২০৫,বাংলাদেশ
সাক্ষাতের সময়ঃ বিকাল৪.০০- রাত ১০.০০
ফোনঃ ০১৭৩৩৫৭৬৬৬০
শুধু বৃহস্পতি ও শুক্রবার
৩.অধ্যাপক (ডাঃ) এ, এস, এম, বজলুল করিম
এমবিবিএস (ঢাকা), এফসিপিএস
ফেলো-শিশু পুষ্টি পরিপাকতন্ত্র ও লিভার ডিজিজেস (অষ্ট্রেলিয়া)
শিশু-কিশোর রোগ, পুষ্টি ও পরিপাকতন্ত্র বিশেষজ্ঞ
অধ্যাপক এবং বিভাগীয় প্রধান ( শিশু পুষ্টি ও পরিপাকতন্ত্র বিভাগ)
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, শাহাবাগ ঢাকা
চেম্বার-০১
সেন্ট্রাল হাসপাতাল লিঃ
বাড়ি নং-২ ,রোড নং-৫ গ্রীন রোড, ধানমন্ডি, ঢাকা,১২০৫,বাংলাদেশ
সাক্ষাতের সময়ঃ বিকাল ৪.৩০- রাত ৭.০০
চেম্বার-০২
ফোনঃ ৯৬৬০০১৫-১৯,৮৬২৪৫১৪-১৮/২২১৪,
সুমনা হাসপাতাল
৩,৪,পটুয়াখালি রোড, সদরঘাট, ঢাকা-১২০৫
সাক্ষাতের সময়ঃ বিকাল ৮.০০- রাত ১০.০০
যোগাযোগঃ ৯৫৬১৭৮৬,৭১১২৫৮৩,৭১১৫৫৩১
৪.ডাঃ মহুয়া চন্দ্র
শিশু বিশেষজ্ঞ ও শিশু নিউরোলজিস্ট
এমবিবিএস, বিসিএস (স্বাস্থ্য)
এফসিপিএস (শিশু), এফসিপিএস (শিশু নিউরোলজি)
শিশু নিউরোলজি বিভাগ
ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেস ও হাসপাতাল।
যে সকল রোগের চিকিৎসা করেন
শিশুদের স্বাস্থ্যগত সমস্যা, ওজন স্বাভাবিকের চেয়ে কম বা বেশী হওয়া, জ্বর, সর্দি কাশি, নিউমোনিয়া শ্বাস কষ্ট জনিত সমস্যা, আচরনগত সমস্যা, হরমোনগত সমস্যা, পেটের পীড়া, প্রতিবন্ধীত্ব ও শিশুদের সকল ধরনের সমস্যা।
চেম্বার সময়সূচী: বিকেল ০৫:৩০টা – সন্ধ্যা ৭টা পর্যন্ত
শনি, সোম, বুধ ও বৃহস্পতিবার।
চেম্বার: সাইক ডিজিটাল ডায়াগনস্টিক ল্যাব
ঠিকানাঃ সুইডেন প্লাজা, মিরপুর-১, ঢাকা।
সাম্প্রতিক মন্তব্য
#মোহাম্মদ রহিম উল্লাহ
আমার মেয়ের বয়স ২ বছর ৫ মাস।এখনো বসতে পারেনা,চোখে দেখেনা, কোন কিছু ধরতে পারেনা ও কথা বলতে পারেনা। ১ বছর বয়স থেকে ডাঃ সরোয়ার জাহান ভুইয়ার কাছ থেকে চিকিৎসা করিয়েছি।পরবর্তি মার্চ/ ২০২৩ সময়ে সিএমসি ভেলোরে চিকিৎসা নিয়েছি।কোন আশাব্যন্জক উন্নতি হচ্ছেনা। এখন আমি কি করতে পারি? ০১৮১৪২৩৯২৪২#RAIDUL ISLAM
ডাক্তার মহুয়া চন্দ্র সাথে যোগাযোগ করার জন্য ফোন নাম্বার চাই#RAJIB HOSSAIN
আমার ভাগনির বয়স ৬ মাস, সমস্যা, উপরে তাকায় , মাথা ভাঙা , তার পর খিচুনি । ডাক্তার দেখাইছি,ডাঃশাহজাহান চৌধুরী কে,কিছু উপকা পাইনি। এখন ভাল একজন ডাঃ দেখাতে চাই একটু পরামর্শ চাই ০১৭২৬৫১৫৫৭৮#MD.RASHED
আমার ছেলের বয়স 21 মাস এখনো বসেও কথা বলতে পারে না , এখন 6 মাস বয়স থেকে নিয়মিত পিজি হাসপাতালে ডাক্তার দেখাইতেছি কোন উন্নতি হয়নি এখন বিশেষজ্ঞ একজন ডাক্তার সন্ধান দিলে ভাল হত#খালিদ হাসান
খুলনাতে কি কোন শিশু নিউরোলজিস্ট ডাক্তার আছে?#মোঃ বাবুল মিয়া
আমার ছেলে বয়স ২বছর ৪মাস এখনো বসেও না কথা বলেনা, হাটে না,, ভালো ড়াঃ হিসাবে কাকে দেখাতে পারি,প্রচুর খিচুনি আছে।তবে সেন্টালে ডাঃ মিজানুর রহমান স্যারকে ৩ বার দেখিয়েছি, খিচুনি ভালো হচ্ছে না।ভালো চিকিতসার জন্য কি করতে পারি#তানভীর
আমার ছেলের বয়স ৮ বছর অনেক হালকা এবং দিন দিন কাবু হচ্ছে মাঝে মাঝে দূর্বল হয়ে যায় অনেক ডাক্তার দেখিয়েছি এখন করনীয় কি।#Nszma
আমার বাচচা সেলিভাস পালসি রোখে ভুগ চেন এখন কোন ডা দেখাবো বয়স ১২ একটু পরামর্শ চাচচি ০১৭১২৭৪৯০৪০