হামদর্দ নিশাত ট্যাবলেট খাওয়ার নিয়ম
Hamdard Nishat tablets

Rules of eating Hamdard Nishat tablets

হামদর্দ নিশাত ট্যাবলেট খাওয়ার নিয়ম

এসব ঔষধ খাওয়ার নিয়ম হামদার্দ চিকিৎসক এর কাছে জেনে নেওয়া ভালো তবে আপনি সকাল ও রাতে ১ টা  করে নিশাত ঔষধ খাবেন। খাওয়ার পর দুধ খাবেন। কতক্ষন সহবাস করতে পারনে সেটা আপনার শারীরিক ও মানুসিক এর উপর নির্ভর করবে তবে সব দিন ঠিক থাকলে নিম্নে ৭  মিনিটের ও বেশি সময় পাবেন। প্রতিবারই। এটা নিয়মিত সেবনে পার্শ্বপ্রতিক্রিয়া নাই আর পরবর্তীতে তেমন কোন সমস্যা হওয়ার কথা নয়।

হামদর্দ নিশাত ট্যাবলেট

হামদার্দ কোম্পানির হাব্বে নিশাত ঔষধটি দীর্ঘক্ষণ মিলনের জন্য একমাত্র ব্যবহার করা হয়ে থাকে।

সহবাস মিলন করার 40 মিনিট পূর্বে ঔষধ খেতে হবে।

এই ঔষধটি খাওয়ার পর আপনার দ্রুত বীর্যপাত রোধ হবে অর্থাৎ বীর্য বের হওয়ার সম্ভাবনা রোধ করবে ফলে আপনি সহবাস অধিক সময় ধরে করতে পারবেন।

হামদর্দ নিশাত ঔষধ এর প্রতিটি মূল্য পরবে 25 টাকা করে এটি কেবল আমাদের নির্ধারিত মূল্য।

বাংলাদেশের যে কোন প্রান্ত থেকেই ঔষধটি আপনি অর্ডার করে সংগ্রহ করতে পারবেন এক্ষেত্রে মূল দামের সাথে ডেলিভারি চার্জ প্রযোজ্য।

আপনাকে হামদর্দের নিশাত কিনতে হলে সর্বনিম্ন 10 পিস কিনতে হবে দশম সংসদের মূল্য হবে 250 টাকা ঢাকার মধ্যে ডেলিভারি চার্জ সহ মোট 300 টাকা ঢাকার বাইরে ডেলিভারি চার্জ সহ মোট ৪০০ টাকা।

ঢাকার বাইরে থেকে ঔষধ নিতে চাইলে আপনাকে অগ্রিম ডেলিভারি চার্জ প্রদান করতে হবে।

 দীর্ঘক্ষণ মিলনে সহবাসের আগে দুটি খাবার

দুধ : বেশি পরিমাণ প্রাণিজ-ফ্যাট আছে এ ধরনের প্রাকৃতিক(Natural) খাদ্য আপনার যৌনজীবনের উন্নতি ঘটায়। যেমন, খাঁটি দুধ, দুধের সর, মাখন ইত্যাদি। বেশিরভাগ মানুষই ফ্যাট জাতীয় খাবার এড়িয়ে চলতে চায়।কিন্তু আপনি যদি শরীরে সেক্স হরমোন তৈরি হওয়ার পরিমাণ বাড়াতে চান তাহলে প্রচুর পরিমাণে ফ্যাট জাতীয় খাবারের দরকার। তবে সগুলিকে হতে হবে প্রাকৃতিক এবং স্যাচুরেটেড ফ্যাট।

ঝিনুক : কি খেলে ঘন্টার পর ঘন্টা সহবাস করা যায় আনন্দময় করে তুলতে ঝিনুক খাদ্য হিসেবে খুবই কার্যকরী। ঝিনুকে খুব বেশি পরিমাণে জিঙ্ক থাকে। জিঙ্ক শুক্রাণুর(Sperm) সংখ্যা বৃদ্ধি করে এবং লিবিডো বা যৌন-ইচ্ছা বাড়ায়। ঝিনুক কাঁচা বা রান্না করে যে অবস্থাতেই খাওয়া হোক, ঝিনুক যৌনজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

হামদর্দ এর ঔষধ সমূহ-Hamdard's medicines
পেটের দূষিত বায়ু দূর করার উপায় - Ways to get rid of polluted stomach air
এলকুলি সিরাপ এর উপকারিতা
ডেঙ্গু হলে রক্তের প্লাটিলেট বাড়াতে যেসব খাবার খাবেন - Foods to eat to increase blood platelets if you have dengue
কারমিনা সিরাপ এর উপকারিতা
পায়ের তলায় ব্যথা হলে কি করতে হবে - What to do if the sole of the foot hurts
ইসলামী ব্যাংক হাসপাতাল বরিশাল বিশেষজ্ঞ ডাক্তারের তালিকা
গর্ভাবস্থায় যেসব খাবার খাওয়া নিষেধ
যৌনরোগ থেকে সুরক্ষিত থাকতে যা করবেন - What to do to protect yourself from sexually transmitted diseases
বাচ্চা নেওয়ার সঠিক পদ্ধতি