পিল খেতে ভুলে গেলে কি করবেন
forget to take the pill

জন্মনিয়ন্ত্রণ পিল আসলে কী?

এগুলো মূলত ইস্ট্রোজেন-প্রজেস্টেরন হরমোনের বড়ি। ওইসব বড়ি খেলে ওভিউলেশন বা ডিম্বাণু নির্গমন হয় না। ফলে গর্ভসঞ্চারের সম্ভাবনাও থাকে না। সাধারণত দুই ধরনের জন্মনিয়ন্ত্রণ পিল বাজারে পাওয়া যায়।  একটিতে ইস্ট্রোজেন ও প্রোজেস্টেরন থাকে এবং অপরটিতে শুধু প্রোজেস্টেরন থাকে। দুটিই গর্ভসঞ্চার রোধে সমান কার্যকরী। কিন্তু প্রথম পিলটি কিছু কিছু ক্ষেত্রে প্রযোজ্য নয়।

এই দুই ধরণের পিল পিরিয়ডের সময় অতিরিক্ত রক্তক্ষরণ এবং ব্যথা কমায়। যেসকল বড়িতে কেবল প্রোজেস্টেরন থাকে, সেগুলো একটি নির্দিষ্ট সময়ে খেতে হয়। তবে জন্মনিয়ন্ত্রণ পিল খেতে শুরু করলেও প্রথম সপ্তাহে যৌন মিলনের সময় অন্য কোনো কার্যকরী জন্মনিয়ন্ত্রণ পদ্ধতি (যেমন কনডম) ব্যবহার করা উচিত। কারণ ওই পিলের প্রভাব কার্যকর হতে কিছুটা সময় লেগে যায়। অবশ্যই মনে রাখবেন, জন্মনিয়ন্ত্রণ পিল বা বড়ি খাওয়া শুরু আগে ডাক্তারের সঙ্গে পরামর্শ করা জরুরি

পিল খেতে ভুলে গেলে কি করবেন

ওষুধ খেতে ভুলে যাওয়াটা অস্বাভাবিক কিছু নয়। তেমনই বার্থ কন্ট্রোল পিল খেতে ভুলে গেলেও আসলে মানুষটিকে দোষ দেওয়া যায় না। কিন্তু একবার পিল খাওয়া মিস হলে কী করতে হবে এ ব্যাপারে অনেকেই জানেন না। বকা খেতে হবে এই ভয়ে ডাক্তার বা পরিবারের কাউকেও জিজ্ঞেস করেন না। আপনাদের জন্যই জরুরী এই তথ্যগুলো।

১) ১-২ দিনের পিল মিস হয়ে গেলে যখন মনে পড়বে তখনই এই তা খেয়ে নিতে হবে।

২) পরেরগুলো নিয়ম অনুযায়ী খেতে হবে।

৩) ব্যাকআপ বার্থ কন্ট্রোল ব্যবহার করতে হবে।

৪) কম্বিনেশন পিল খাওয়া মিস করলে একটানা সাতদিন বা তার বেশি গেলে গর্ভধারণের সম্ভাবনা থাকে।

৫) ৩ দিন থেকে শুরু করে ২১ দিন এর মধ্যে যদি পিল খেতে ভুলে যান তাহলেও মনে পড়ার সঙ্গে সঙ্গে একটা পিল খেয়ে নিতে হবে।

৬) প্রথম দু’সপ্তাহের মধ্যে তিনটে বা তার বেশি পিল মিস করলে সাত দিনের ব্যাক আপ বার্থ কন্ট্রোল দরকার হবে।

মনে রাখুন

১) বার্থ কন্ট্রোল পিল খেতে ভুলে গেলে কী করতে হবে তা নিয়ে আপনার ডাক্তারের পরামর্শ নেওয়াটা ভাল।

২) ওষুধের প্যাকের সঙ্গে যে নির্দেশিকা থাকে সেটা থেকেও আপনি কিছু তথ্য পেতে পারেন।

নারীস্বাস্থ্য নিরাপদে মেন্সট্রুয়াল কাপ
গর্ভপাত বা মিসক্যারেজের কারণ - Causes abortion or miscarriage
আমাশয় রোগের কারণ ও প্রতিকার
জরায়ু টিউমার প্রতিরোধের উপায় - Ways to prevent uterine tumors
নওনেহাল সিরাপ এর উপকারিতা
পেটের দূষিত বায়ু দূর করার উপায় - Ways to get rid of polluted stomach air
ডায়াবেটিসের কারণে চোখে যেসব সমস্যা হয় - Eye problems caused by diabetes
ব্রেস্ট ক্যান্সারের লক্ষণ ও চিকিৎসা - Breast cancer symptoms and treatment
দাদের ঘরোয়া চিকিৎসা
পুদিনা সিরাপ এর উপকারিতা