কোষ্ঠকাঠিন্য দূর করার সিরাপের নাম - Constipation syrup name

কোষ্ঠকাঠিন্য দূর করার সিরাপের নাম

কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা একটি সাময়িকভাবে বন্ধ করার জন্য বাজারে বেশকিছু সিরাপ রয়েছে। যে সিরাপ গুলি খাওয়ার মাধ্যমে কোষ্ঠকাঠিন্য থেকে রোগী মুক্তি পেতে পারেন। 

মিল্ক অব ম্যাগনেসিয়া(milk of magnesia)

যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠ কাঠিন্যর সমস্যায় ভুগছেন milk of magnesia এই সিরাপটি ৪ চা চামচ করে সামান্য কুসুম গরম পানির সাথে গুলিয়ে খেতে পারেন। এই ঔষধটি সেবন করার মাধ্যমে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে এবং মল অনেক নরম হয়ে যাবে। তাই বাজার থেকে এই ঔষধটি কিরে এসে আপনারা সেবন করতে পারেন। তবে এই সিরাপটি খাওয়ার আগে আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দিবেন কেননা তাদেরকে আগে জানাতে হবে যে আপনার কি কারনে কোষ্ঠকাঠিন্যের সমস্যা টি হয়েছে।

প্রাপ্ত বয়স্ক: ১৫-৩০ মি.লি. ঘুমানোর আগে বা নাস্তার আগে।

শিশু: ৭ বছরের উপরে, ৭.৫-১৫ মি.লি.ঘুমানোর আগে।

         ৩-৭  বছর,৫-১০ মি.লি. ঘুমানোর আগে।

মূল্য: ১২০ মি.লি ৯৫.২৯ টাকা

ব্যবহার

অ্যাসিড বদহজম, কোলিক, কোষ্ঠকাঠিন্য, ডিসপেপসিয়া, পেট ফাঁপা, গ্যাস্ট্রিক আলসার, অম্বল, পেট খারাপ, অ্যান্টাসিড থেরাপি, গ্যাস্ট্রিক অ্যাসিড দমন

অ্যাভোলাক সিরাপ (Avolac syrup)

প্রাথমিক মাত্রা - প্রাপ্ত বয়স্ক - ১৫ মি.লি দৈনিক দুইবার। 

শিশু (৫-১০ বৎসর) - ১০ মি.লি দৈনিক দুইবার। 

শিশু (৫ বৎসরের নিচে) - ৫ মি.লি দৈনিক দুইবার।

শিশু (১ বৎসরের নীচে) - ২.৫ মি.লি দৈনিক দুইবার। 

মূল্য: ১০০ মিলি দাম ১৪০ টাকা। ২০০ মিলি দাম ২৫০ টাকা।

ব্যবহার

কোষ্ঠ কাঠিন্য, হেপাটিক এনসেফালােপ্যাথি (পাের্টাল সিস্টেমিক এনসেফালােপ্যাথি): হেপাটিক কোমা।

লিভার ক্যান্সারের কারন ও লক্ষন
চোখের পাতা কাঁপা কোন রোগের লক্ষণ - Eyelid twitching is a symptom of any disease
শারীরিক সম্পর্কের পরে যে কাজগুলো করতে ভুলবেন না
যৌন ইচ্ছা কমিয়ে দেয় যেসব খাবার - Foods that reduce sex drive
শীতকালীন বিভিন্ন রোগ ও করণীয় - Various winter diseases and what to do
মেয়েদের তলপেটে ব্যথা কমানোর উপায়
পোড়া ক্ষত শুকানোর ঔষধ
গর্ভপাতের ঝুঁকি কাদের বেশি - Who is at higher risk of miscarriage?
জ্বরের ঔষধের নাম ও খাওয়ার নিয়ম - Names and rules of consumption of fever medicine
পর্ণগ্রাফি আসক্তি ভয়াবহতা ও মুক্তির উপায়