কোষ্ঠকাঠিন্য দূর করার সিরাপের নাম
কোষ্ঠকাঠিন্য দূর করার জন্য বা কোষ্ঠকাঠিন্যের সমস্যা একটি সাময়িকভাবে বন্ধ করার জন্য বাজারে বেশকিছু সিরাপ রয়েছে। যে সিরাপ গুলি খাওয়ার মাধ্যমে কোষ্ঠকাঠিন্য থেকে রোগী মুক্তি পেতে পারেন।
মিল্ক অব ম্যাগনেসিয়া(milk of magnesia)
যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠ কাঠিন্যর সমস্যায় ভুগছেন milk of magnesia এই সিরাপটি ৪ চা চামচ করে সামান্য কুসুম গরম পানির সাথে গুলিয়ে খেতে পারেন। এই ঔষধটি সেবন করার মাধ্যমে আপনার কোষ্ঠকাঠিন্যের সমস্যা দূর হবে এবং মল অনেক নরম হয়ে যাবে। তাই বাজার থেকে এই ঔষধটি কিরে এসে আপনারা সেবন করতে পারেন। তবে এই সিরাপটি খাওয়ার আগে আপনারা একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ দিবেন কেননা তাদেরকে আগে জানাতে হবে যে আপনার কি কারনে কোষ্ঠকাঠিন্যের সমস্যা টি হয়েছে।
প্রাপ্ত বয়স্ক: ১৫-৩০ মি.লি. ঘুমানোর আগে বা নাস্তার আগে।
শিশু: ৭ বছরের উপরে, ৭.৫-১৫ মি.লি.ঘুমানোর আগে।
৩-৭ বছর,৫-১০ মি.লি. ঘুমানোর আগে।
মূল্য: ১২০ মি.লি ৯৫.২৯ টাকা
ব্যবহার
অ্যাসিড বদহজম, কোলিক, কোষ্ঠকাঠিন্য, ডিসপেপসিয়া, পেট ফাঁপা, গ্যাস্ট্রিক আলসার, অম্বল, পেট খারাপ, অ্যান্টাসিড থেরাপি, গ্যাস্ট্রিক অ্যাসিড দমন
অ্যাভোলাক সিরাপ (Avolac syrup)
প্রাথমিক মাত্রা - প্রাপ্ত বয়স্ক - ১৫ মি.লি দৈনিক দুইবার।
শিশু (৫-১০ বৎসর) - ১০ মি.লি দৈনিক দুইবার।
শিশু (৫ বৎসরের নিচে) - ৫ মি.লি দৈনিক দুইবার।
শিশু (১ বৎসরের নীচে) - ২.৫ মি.লি দৈনিক দুইবার।
মূল্য: ১০০ মিলি দাম ১৪০ টাকা। ২০০ মিলি দাম ২৫০ টাকা।
ব্যবহার
কোষ্ঠ কাঠিন্য, হেপাটিক এনসেফালােপ্যাথি (পাের্টাল সিস্টেমিক এনসেফালােপ্যাথি): হেপাটিক কোমা।
সাম্প্রতিক মন্তব্য
##Onamika
গত ৩ দিন ধরে পায়খানা হয় না অনেক কষ্ট হচ্ছে ? ডাক্তারের পরামর্শ নিয়ে ঔষধ খাচ্ছি তবুও কমেনা। পায়খানার রাস্তায় অনেক ব্যাথা করে 😔#Zahangir Alom
আমার এই সমস্যা টি মোটামুটি অনেক দিন থেকে! অনেক চিকিৎসা করেছি। কিন্তু কোনো ফল পাইনি। অবশেষে চিকিৎসা করাই বাদ দিলাম। পায়খানা তেমন একটা হতো না! তবে যা হতো তাতেই চলতো! গতো দুই দিন যাবত পায়খানা হচ্ছে না। মাঝে মাঝে রক্ত আসে ও ব্যাথা করে।#আমেনা বেগম
আমার বাবুর বয়স ২বছর ৬ মাস।পায়খানা হচ্ছে না দুই দিন ধরে। খুব কষ্ট পাচ্ছে। কি করবো?