গ্যাস্ট্রিকের হোমিওপ্যাথিক চিকিৎসা ও ঔষধ-Gastric homeopathic treatment and medicine
Homeopathic medicine for gastric

গ্যাস্ট্রিক দূর করার হোমিওপ্যাথিক ঔষধ-Homeopathic medicine for gastric elimination

গ্যাস, অ্যাসিডিটি নিয়ে বেশি চিন্তা করলেই অসুখ চেপে বশে। কিছু মানুষ তো বহুদিন এই সমস্যায় ভুগতে থাকেন। এসিডিটি বা গ্যাস্ট্রিক সমস্যা আজকাল নিত্তনৈমিত্তিক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। নিয়ম মেনে খাবার না খাওয়া, অতিরিক্ত ঝাল মসলাযুক্ত খাবার খাওয়া, মানসিক চাপ ও মদ্যপানের কারণে এই রোগ হয়ে থাকে। এছাড়া বাইরের খাবার খাওয়া ও অতিমাত্রায় ফাস্টফুডে আসক্তির কারণে গ্যাস্টিক সমস্যা বাড়ছে। 

গ্যাস্ট্রিক কি

গ্যাস্ট্রিক বলতে চিকিৎসা বিজ্ঞানের ভাষায় পাকস্থলী সংক্রান্ত বিষয়াবলীকে বোঝানো হয়ে থাকে, আর সাধারণ মানুষ পেপটিক আলসার, গ্যাস্ট্রিক আলসার ও গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ এই তিন রোগকে একত্রে গ্যাস্ট্রিক বলে। সাধারণত নাভির ওপরে পেটে ব্যথা হবে। খালি পেটে অথবা ভোররাতের দিকে ব্যথা তীব্র হয়। গলা-বুক-পেট জ্বলে, টক ঢেকুর ওঠে। ঝাল-তেল-মসলাজাতীয় খাবারে ঝামেলা বেশি করে।

আরো পড়ুন: গ্যাস্ট্রিকের সহজ ঘরোয়া চিকিৎসা

গ্যাস্ট্রিকের হোমিওপ্যাথিক ঔষধ

হোমিওপ্যাথিক চিকিৎসায় রোগীর লক্ষনের উপর ভিত্তি করে ঔষধ নির্ধারন করা হয় । গ্যাস্ট্রিকের কিছু উল্লেখযোগ্য লক্ষন ও ঔষধের নাম দেয়া হলো-

১. আর্জেন্টাম নিট (Argentum Nit):

মারাত্মক পেট ভার। সেই সঙ্গে মিষ্টি জাতীয় খাবার খাওয়ার ইচ্ছা হওয়া এবং বুকের কাছে অস্বস্তি, এমন লক্ষণ দেখা দিলে এই ওষুধটি খেতে হবে। তবে মেডিসিন নেওয়ার আধ ঘন্টা আগে পরে কিন্তু খাবার খাওয়া চলবে না।

২. ক্যাল.কার্ব (Cal-Carb):

হালকা খাবার খেলেও হজম হতে চাইছে না। সেই সঙ্গে তল পেটে অস্বস্তিও রয়েছে। তাহলে একবার এই ওষুধটি খেয়ে দেখতে পারেন। কত মাত্রায় এবং কতবার ওষুধটি খেতে হবে, তা একজন বিশেষজ্ঞ চিকিৎসকের থেকে জেনে নিতে ভুলবেন না যেন! কারণ ক্ষেত্র বিশেষে হোমিওপ্যাথি মেডিসিনের ডোজ কিন্তু বদলে যায়।

৩. চায়না (China) :

হজম না হওয়া খাবার বমি হয়ে গেল? সাথে তলপেটে অস্বস্তিও রয়েছে। এমনকি কোনও কোনও সময় পেটে হাত দিলে ব্যাথা লাগছে, তাহলে তো এই ওষুধটি খেতেই হবে। সাধারণত খারাপ খাবার খেলে অথবা অনেক রাতে ঠান্ডা হয়ে যাওয়া ভাজা খেলেও এই ধরনের সমস্যা মাথা চাড়া দিয়ে ওঠে।

৪. কার্বো ভেজ (Carbo Veg):

খাবার ঠিক মতো হজম না হলে, পেট ফুলে গেলে, বুকের কাছে অস্বস্তি দেখা দিলে খেতে হবে কার্বো ভেজ নামক হোমিও ওষুধটি। এই ওষুধটি নির্দিষ্ট মাত্রায়, ঠিক ঠিক নিয়ম মেনে খেলে দেখবেন কষ্ট কমতে সময় লাগবে না।

৫. লাইকোপোডিয়াম (Lycopodium):

পেটটা যেন গ্যাস বেলুন হয়ে গেছে। সেই সঙ্গে তলপেটে অস্বস্তি, বার বার ঢেকুর ওঠা এবং উইন্ড পাসের মতো লক্ষণ দেখা দিলে চোখ বুজে এই ওষুধটি খেয়ে নেবেন। দেখবেন উপকার মিলবে। তবে ওষুধের ডোজ কী হবে, সে সম্পর্কে চিকিৎসকের থেকে জেনে নিতে ভুলবেন না যেন!

৬. ন্যাট.ফোস (Nat Phos):

মারাত্মক অ্যাসিডিটি, বারে বারে বমি হওয়া, জিভ হলুদ হয়ে যাওয়া এবং মুখে খাবারের ঠিক মতো স্বাদ না পাওয়ার মতো সমস্যা দেখা দিলে ন্যাট.ফোস ওষুধটি দারুন কাজে আসে।

আরো পড়ুন:  পেট কামড়ানোর ঘরোয়া চিকিৎসা

৭. নাক্স ভোমিকা (Nux Vomica):

ঝাল-মশলা দেওয়া খাবার খাওয়ার কারণে অথবা মাত্রতিরিক্ত মদ্যপানের কারণে কি অ্যাসিডিটি হয়েছে? তাহলে নাক্স ভোমিকার কোনও বিকল্প নেই বললেই চলে।

৮. ফসফরাস (Phosphorus):

গ্যাসের কষ্ট থেকে বাঁচতে ঠান্ডা জাতীয় খাবার খেতে ইচ্ছা করছে? সেই সঙ্গে মাঝে মধ্যে বমিও হচ্ছে! তাহলে এই ওষুধটি খেতে হবে। কারণ এমন ধরনের কষ্ট কমাতে ফসফরাসের থেকে ভাল ওষুধ আর নেই!

৯. ইপিকাক (Ipecac) : 

বুকজ্বালার সাথে বমি বমি ভাব বা বমি ও অত্যধিক বায়ু (পায়ু পথের বায়ু / পাদ) নির্গত হয়। এটি গর্ভাবস্থাতেও খুবই উপযুক্ত। 

১০.হাইড্রাসটিস ক্যান (Hydrastis Can)

পেটে ক্ষুদা, মুখে অরুচি,  ন্যাবা বা জন্ডিস,  তিক্ত স্বাদ, শাকসবজি খেতে পারো না, কোষ্ঠ্যকাঠিন্য তাদের জন্য এই ঔষধ ।

১১.কলোসিন্থ (Colocynthis) 3x

পেটে ব্যাথা, একটু চাপ দিলে উপশম, খুব রাগ, অত্যন্ত রাগান্বিত হওয়ার পর কোন পীড়ার উপত্তি (বাহ্য - (পায়খানার বেগ), বমি, পেট ব্যাথা,ঋতু বন্ধ, ফিট, মস্তিষ্কের কোন পীড়া) এই সব সমস্যা দেখা দিলে কলোসিন্থ খাবেন।

১২. আর্সেনিক অ্যালবাম (Arsenicum Album)

নোংরা বা অম্ল/টক স্বাদ, অন্ননালী এবং ফেরিংস গরম জ্বলা অনুভূতি; টক, তীব্র গন্ধযুক্ত তরল, বমি বমি ভাব,টক ঢেঁকুর এবং শ্লেষ্মা বমি। অনিয়মিত এবং দ্রুত পালস,হাত পা কাঁপে ও ঠান্ডা হয়ে যায় সাথে পাকস্থলিতে ব্যথাসহ দুশ্চিন্তা। ঘনঘন অল্প অল্প পানি পান  এবং পান করিবা মাত্রই বমি।  বমি বমি ভাব,টক ঢেঁকুর এবং শ্লেষ্মা বমি।

১৩. ফেরাম মেট (Ferrum Met)

খাবারের পরপরই বুকজ্বলা এবং বমির জন্য ফেরাম মেট (Ferrum met) অসাধারণ ওষুধ।

আরো পড়ুন:  গ্যাস্ট্রিক আলসারের হোমিওপ্যাথিক চিকিৎসা

গ্যাস্ট্রিকের বায়োকেমিক কম্বিনেশন ট্যাবলেট 

ট্যাবলেট: বায়োপ্লাজেন 25 / Bioplasgen 25 (BP 25)

কার্যকারিতা: এসিডিটি, পেট ফাঁপা এবং অজীর্ণ।

সেবন বিধি: প্রাপ্ত বয়স্ক -  ৪টি এবং শিশু - ২ টি করে ট্যাবলেট দৈনিক ৩-৪ বার অথবা রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেব্য।

গ্যাস্ট্রিক বিমম্বনা এড়াতে

আদা সবচেয়ে কার্যকরী অ্যান্টি- ইনফেমেটরি উপাদান সমৃদ্ধ খাবার । আদা গ্যাসের সমস্যা, বুক জ্বালা পােড়া হজমে সমস্যা এবং অ্যাসিডিটির সমস্যায় দ্রুত সমাধান পাবেন। এ ছাড়া গ্যাস্ট্রিকে দই ভালো কাজ করে।

কাঁচাহলুদও হজম সমস্যা সমাধানে সহায়তা করে। বেশিক্ষন খালি পেটে থাকলেও পেটে গ্যাস হয়, এসব ব্যাপার লক্ষ্য রাখতে হবে।

best homeopathic medicine for gas and bloating,best homeopathic medicine for gastritis,best homeopathic medicine for acid reflux,german homeopathic medicine for acidity,carbo veg homeopathic medicine,homeopathic medicine for weak digestive system,german homeopathic medicine for gastritis,homeopathic medicine for gerd and anxiety,Is homeopathic medicine good for gastric?What homeopathy is good for gas problems?How to treat gastritis with homeopathy?Is Nux vomica good for gas?What are gastric symptoms?What causes gastric problem?How can I reduce my gastric?What is the meaning of gastric?gastric cramps,whats a gastric sleeve,gastric balloon near me,how much is a gastric bypass surgery,cost of gastric bypass surgery,gastric antral vascular ectasia,calculate bmi,vertical gastric sleeve,gastric fundus,what is my bmi,how much does a gastric sleeve cost,gastric cancer symptoms,gastric sleeve surgery ruined my life,mini gastric sleeve,rny gastric bypass,gastric cancer icd 10,gastric heterotopia,is gastric bypass safe,famotidine,gastric sleeve requirements,গ্যাস্টিকের হোমিও ঔষধ,আলসারের ঔষধ কতদিন খেতে হয়,গ্যাস্ট্রিক আলসারের ঔষধ,ডিওডেনাল আলসারের ঔষধ,শীতকাতর হোমিও ঔষধ,এলার্জির হোমিও ঔষধের নাম,আলসারের এন্টিবায়োটিক,বিভিন্ন রোগের হোমিও ঔষধের নাম,গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ ও চিকিৎসা,গ্যাস্ট্রিক আলসার রোগীর খাদ্য তালিকা,গ্যাস্ট্রিক আলসার থেকে মুক্তির উপায়,আলসার কত দিনে ভালো হয়,আলসার থেকে কি ক্যান্সার হয়,আলসার হলে কি কি খেতে হয়,গ্যাস্ট্রিক আলসারের চিকিৎসা,গ্যাস্ট্রিক আলসারের লক্ষণ গুলো কি কি?গ্যাস্ট্রিক আলসার হলে কি হয়?আলসার হওয়ার কারণ কি?Can gastric ulcer be cured by homeopathy?What is the permanent treatment for gastric ulcer?How to cure gastritis permanently by homeopathy?Which treatment is best for ulcer homeopathy or allopathy?can homeopathy cure stomach ulcer,dr reckeweg medicine for stomach ulcer,esophageal ulcer homeopathic treatment,medicine for gastric ulcer pain,argentum nitricum for stomach ulcer,homeopathic medicine for skin ulcers,what is the fastest way to cure a stomach ulcer,lycopodium for stomach ulcer,What are the symptoms of gastric ulcer?What is best treatment for gastric ulcer?What happens in gastric ulcers?what is the fastest way to cure a stomach ulcer,duodenal ulcer symptoms,duodenal ulcer,woman ulcer symptoms treatment,how long does it take for a stomach ulcer to kill you,types of ulcer,stress ulcer symptoms,ulcer causes,,রোজায় গ্যাস্ট্রিক থেকে মুক্তি পেতে ইফতারে রাখবেন যে খাবার,গ্যাসের ঔষধের নামের তালিকা ও দাম, গ্যাসের ঔষধ বেশি খেলে কি হয়, বাচ্চাদের গ্যাসের ঔষধের নামের তালিকা, গ্যাসের ঔষধ খাওয়ার নিয়ম, গ্যাসের ঔষধ চেনার উপায়,গ্যাস্ট্রিকের ঔষধের নামের তালিকা - List Of Gastric Medicine Names,

তথ্যসূত্র: bismillahhomeocare.com