কালিনিনগ্রাদ-Kaliningrad
কালিনিনগ্রাদ রাশিয়ার কালিনিনগ্রাদ ওবলাস্তের প্রশাসনিক কেন্দ্র। এটি ইউরোপের উত্তরাংশে বাল্টিক সাগরের উপকূলে পোল্যান্ড এবং লিথুয়ানিয়ার মাঝে অবস্থিত একটি রুশ ছিটমহল (বহিঃস্থ ধরনের)। এটি বাল্টিক সাগরের একটি খাঁড়ি ভিস্তুলা লেগুনে পতিত প্রেগোলিয়া নদীর মোহনায় অবস্থিত।
মধ্যযুগে এখানে একটি প্রাচীন প্রুশীয় লোকালয় ছিল। পরবর্তীতে এটি প্রুশিয়া ডিউকরাজ্যের রাজধানী শহরে পরিণত হয়। পরে এটি পূর্ব প্রুশিয়া রাজ্যের রাজধানী ছিল। কিন্তু ২য় বিশ্বযুদ্ধের সময় এটির ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এ সময় রাশিয়া শহরটি দখলে নিয়ে নেয় এবং এর লক্ষ লক্ষ জার্মান অধিবাসী ১৯৪৪ থেকে ১৯৫০ সালের মধ্যে হয় পালিয়ে যায় কিংবা তাদেরকে শহর থেকে রুশরা বিতাড়িত করে। বর্তমানে এটি মূলত রুশ অধ্যুষিত একটি শহর যার মোট জনসংখ্যা (রুশ ২০১০ জনগণনা অনুযায়ী) প্রায় ৪ লক্ষ ৩১ হাজার।
শহরটি ২০১৮ ফিফা বিশ্বকাপের কিছু খেলা আয়োজন করে।
কালিনিনগ্রাদ স্টেডিয়াম
রাশিয়ার ১১ শহরের যে ১২ টি ভেন্যু প্রস্তুত বিশ্বকাপ ফুটবল আয়োজনের জন্য- তার অন্যতম কালিনিনগ্রাদ স্টেডিয়াম। এক দিকে পোল্যান্ড অন্যদিকে লিথুনিয়া। সামনে বালটিক সমূদ্র। এর উপকূলেই রাশিয়ার প্রসিদ্ধ এলাকা কালিনিনগ্রাদে বিশ্বকাপের এই ভেন্যু, যার নাম কালিনিনগ্রাদ স্টেডিয়াম।
সৌন্দর্যের অপূর্ব সমারোহের পাশের এ স্টেডিয়ামটির অবশ্য দর্শক ধারণ ক্ষমতা অনেক কম। মাত্র ৩৫ হাজার। ছিল ৪৫হাজার; কিন্তু বিশ্বকাপের জন্য সংস্কার করতে কমে গেছে ১০ হাজার আসন। বিশ্বকাপ শেষে সেখানে আরেক দফা সংস্কার হবে। তখন এর আসন সংখ্যা নেমে আসতে পারে ২৫ হাজারে।
অবস্থান : কালিনিনগ্রাদ, রাশিয়া নির্মাণ: ২০১৬ উদ্বোধন : ২১ মে, ২০১৮ সংস্কার ব্যায় : ৭২০ মিলিয়ন ডলার দর্শক ধারণক্ষমতা : ৩৫২১২
কালিনিনগ্রাদ স্টেডিয়ামটি মূলতঃ ২০১৮ বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখেই তৈরি করা হয়েছে। এর নির্মাণ কাজ পুরোদমে শুরু হয়েছিল দুই বছর আগে, ২০১৬ সালে। এর চার বছর আগে দেশটির আঞ্চলিক সরকার উদ্যোগ নিয়েছিল এখানে স্টেডিয়াম নির্মাণের। ৭২০ মিলিয়ন মার্কিন ডলারের এ স্টেডিয়াম প্রকল্পের অর্ধেক যোগান আসে ফেডারেল বাজেট থেকে, বাকি অর্ধেক আঞ্চলিক বাজেট থেকে।
এক সময় এ শহরটির নাম ছিল কলিংবার্গস। পরে নাম বদলে হয়েছে কালিনিনগ্রাদ। রাশিয়ার ঘরোয়া ফুটবলের দ্বিতীয় স্তরের ক্লাব এফকে বালটিকা কালিনিনগ্রাদের হোম ভেন্যু এই স্টেডিয়াম। এই তো গত এপ্রিলের ১১ তারিখে এ স্টেডিয়ামে হয়েছে পরীক্ষামূলক ম্যাচ। স্বাগতিক এফকে বালটিকা কালিনিনগ্রাদ ও ক্রিলা সোভিতভের মধ্যে অনুষ্ঠিত হয়েছিল স্টেডিয়ামের আনুষ্ঠানিক উদ্বোধনী ম্যাচটি।
কালিনিনগ্রাদ কেন গুরুত্বপূর্ণ
রাশিয়ার জাতীয় নিরাপত্তার জন্য কালিনিনগ্রাদ কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ এক ভূখণ্ড। রাশিয়ার বাল্টিক নৌবহরের সদর দপ্তর এই কালিনিনগ্রাদে। এর আগে মস্কো সেখানে পরমাণু অস্ত্র বহন করতে সক্ষম এরকম এক ক্ষেপণাস্ত্র ইস্কান্দর ব্যালিস্টিক মিসাইল মোতায়েন করেছিল।