প্রেরণার গান | আঁধার শেষে | Adhar Seshe | Abdullah Al Noman | Saimum | সাইমুম | Dukher Adhar Seshe

আঁধার শেষে | Adhar Seshe
কথা ও সুর: তাফাজ্জল হোসাইন খান
শিল্পী: আব্দুল্লাহ আল নোমান
-------------------------------------
****** লিরিক্স ******
দুঃখের আধার শেষে আলোর প্রভাত হাসে
হতাশার কালো মেঘে যায় গো ভেসে
কুরআনের পাতায় পাতায় দেখো
ঈমানের পথ ঢাকা ব্যাথার কাটায়
ভেঙ্গে পড়ো না কভু হতাশ হয়ে
জ্বলে পুড়ে খাটি সোনা হও গো শেষে॥

জীবনের বাঁকে বাঁকে দেবে
আজাজিল ধোঁকা শত রঙ্গিন ফাদে
রাসুলের পথ চিনে নিও তুমি
সফলতা চাও যদি অবশেষে॥

ক্ষণিকের চাওয়া পাওয়া ভুলে
ফিরদাউসের পথে চল এগিয়ে
মুক্তির মাঞ্জিল পাবে খুজে
ঠাই পাবে জান্নাতে অনায়াসে॥
স্বাধীনতা দিবস স্পেশাল - Baby Najnin - ধনধান্য পুস্প ভরা - Best Independence Day song
শুদ্ধ করে সালাম শেখো জাইমা নূর-Shuddho Kore Salam Shekho
আবার জেগে ওঠো লিরিক্স - Abar Jega Otho - জগ্রত কবি মুহিব খানা
আমার চোখে ভাইয়া তুমি হাজার তারার ফুল । জাইমা নূর । যায়িদ রুসাফি
রোজাদার কেমন হলে আল্লাহ খুশি হয় লিরিক্স- Roja tar kemon hole Allah khusi hoy lyrics
তোর কান্না শুনে আমি হেসেছি সবাই হেসেছে
আবার আসুক বায়ান্ন লিরিক্স - Abar Asuk Bayanno Lyrics
শোনো শোনো ইয়া এলাহী আমার মুনাজাত লিরিক্স- Shono shono eya elahi amar munajat lyrics
আল্লাহ তুমি অপরূপ লিরিক্স-Allah tumi oporup lyrics
রক্তমাখা বর্ণমালা লিরিক্স - ROKTOMAKHA BORNOMALA Lyrics