আসাম ও সিলেটের বন্যার্তদের নিয়ে কষ্টের গজল | Baby Najnin | একি বন্যা এলো | New Gojol 2022
Title : Aki Bonnya Elo Re
Artist : Baby Najnin
Lyrics : SM Nazrul
Tune : Collected
Audio & Video : BN Studio
Thumbnail : Asad Madani
Camera : Asad Madani
Released : BN Official
Song Lyrics :
একি বন্যা এলো রে সবি ভেসে যায় রে
অসহায় হয় লাখো মানুষ সব কিছু হারায়রে
কত মানুষ ভেসে গেছে কে কার হিসাব রাখে
চোখের জলে বুক ভেসে যায় দৃশ্যগুলো দেখে
জানাযা নেই ওই অবস্থায় দেয় জলে ভাসাই রে
যারা আছে বেচেঁ তারা কাঁদে ক্ষুধার যন্ত্রণায়
একটু খাবার একটু পানি পেলে জানটা বেচেঁ যায়
দয়া করো একটু সবাই সাহায্য করি সবাই রে
এস এম নজরুল দোয়া করে আল্লাহ তুমি সবর দাও
আসামবাসীকে বন্যা হতে এবার তুমি মুক্তি দাও
সিলেটবাসীকে বন্যা হতে এবার তুমি মুক্তি দাও
আবার যেন নতুন করে আলোর দেখা পায় রে