গান: মুচকি হাসির হাসনাহেনা
কথা: বিলাল হোসাইন নূরী
সুর: লিটন হাফিজ চৌধুরী
পরিবেশনায়: সাইমুম শিল্পীগোষ্ঠী

মুচকি হাসির হাসনাহেনা 
ফোটাও তোমার মুখে
তার সুবাসে জীবন তোমার
ভরবে অথৈ সুখে 

মুচকি হাসির ঘ্রাণে 
খুশির খবর যায় ছড়িয়ে 
হাজার কোটি প্রাণে
ভালোবাসার রঙিন সুতোয় 
যে হাসিটা দোলে
সে হাসিটা দিতেও পারে
অনেক বিপদ রুখে।

মুচকি হাসি অসীম অপার 
সদকা হয়ে যায়
শুভ্র মেঘের ভেলার মতো
সোহাগ বয়ে যায়।

মুচকি হাসির প্রেমে
আকাশ থেকে জোছনা মুখি
চাঁদও আসে নেমে
মনের মোহন মায়ার চিঠি
যে হাসিটা খোলে
সে হাসিটা সাহস যোগায়
দুকূল ভাঙা দু:খে।

কথা: বিলাল হোসাইন নূরী
সুর: লিটন হাফিজ চৌধুরী
এক বিষন্ন প্রশ্ন ঘিরছে আমায় লিরিক্স
কান্না চলে আসার মত গজল । Charbe Dunia । ছাড়বে দুনিয়া । Shafin Ahmad
পাতা ঝরে যাওয়া কুয়াশার কোনো দিনে লিরিক্স-Somoyer Kofin
সারা বাংলার গ্রামে গঞ্জে লিরিক্স - Sara Banglar Grame Ganje lyrics
সালাত কায়েম করো লিরিক্স- Salat kayem koro lyrics
আমাদের ভালোবাসা ফুল মশগুল লিরিক্স-Amader Valobasa
কোরবানির চমৎকার একটি গজল - Baby Najnin - ঈদ উল আযহা মোবারক
আলবিদা মাহে রমজান-Alvida Mahe Ramzan
ঢাকা শহর আজব ঢাকা- Dhaka shohor Ajob Dhaka
সঙ্গীসাথীকে ডাকিয়া কাছে - Songi Sathi K Dakiya Kache