আমার একটা মন ছিল
মনের কিছু পণ ছিল
আপন কিছু জন ছিল
কেমনে হলো পর
আজ মনে হয় এ জীবনটা
শূন্য বালু চর ।।
বাড়ির পাশে বন ছিল
বনের ভেতর ধন ছিল
ঘরে করিমন ছিল
কেমনে হলো পর
পারলে আবার তাদের ধরে
বুকের ভেতর ভর ।।
কিছু জ্বালাতন ছিল
ভাল লাগার ক্ষণ ছিল
এ জীবনে রণ ছিল
কেমনে হলো পর
বলছি যারে নিজের বাড়ি
সে কি নিজের ঘর ?
কোথায় আমার আসল বাড়ি
বল নারে অন্তর ।।
* কণ্ঠঃ জাইমা নূর
* কথাঃ আসাদ বিন হাফিজ
* সুরঃ সাইফুল্লাহ মানছুর
* সাউন্ড ডিজাইনঃ জুলকারনাইন
* সম্পাদনাঃ রাসেল
* রেকর্ডঃ ইনোভেশন স্টুডিও
* গ্রাফিক্সঃ এম এ তাওহীদ
* সংগীত ও ভিডিও পরিচালনাঃ লিটন হাফিজ চৌধুরী
* লেবেল : স্পন্দন অডিও ভিজুয়াল সেন্টার
.......................
* Song : Amar Ekta Mon
* Artist: Jaima Noor
* Lyrics: Asad Bin Hafij
* Tune: Saifullah Mansur
* Sound Design: Julkarnain
* Edit : rasel
* Record: Innovation Studio
* Graphics: M A Tauhid
* Audio & Video Director: Liton Hafiz Choudhury
* Label: Spondon Audio Visual Centre
* Trade Mark: CHP