গান: বই পড় ভাই বই পড় | Boi Poro Vai Boi Poro
কথা : শরীফ আব্দুল গোফরান
সুর : মশিউর রহমান
বই পড় ভাই বই পড়
মজার মজার বই পড়
জানার জন্য বই পড়
মানার জন্য বই পড়
বই পড়ে ভাই জেনে নাও
স্রষ্টা কারে কয়
বই পড়ে ভাই জেনে নাও
নিজের পরিচয়
বই পড়ে ভাই মানুষ হয় মহৎ এবং বড়
প্রভুর প্রথম বাণী ছিলো পড় এবং পড়
কুরআন-হাদীস পড়ে সবাই নিজের জীবন গড়
বই পড়ে ভাই জীবন চলার সঠিক পথটি ধরো
বই পড়ে ভাই জানা যায় অতীত ভবিষ্যৎ
বই পড়ে ভাই হওয়া জ্ঞানী এবং সৎ
দোলনা থেকে কবরতক পড় এবং পড়