তুমি আছো হৃদয়ের গভীরে

এলবামঃ ইসলামী গান, সাইমুম-০৫

কন্ঠ:আল্লামা তারেক মনোয়ার

গানের কথা ও সূর

তারিক মুনাওয়ার

তুমি আছো হৃদয়ের গভীরে

ভুলবো তোমার বলো কি করে।।

দেখি নাই তোমারে কোন দিন

তবু আছ স্মরনে অমলিন

প্রেমের ভূবনে

তোমারি বিরহ ব্যথায়

নিশিথের শেফালীরা ঝরে।।


তুমি আছো হৃদয়ের গভীরে

ভুলবো তোমার বলো কি করে।


তোমায় ভুলে যদি যাইগো কভু

সে হবে আমারি পরাজয়

আমার সকল আশার আলো

অবেলায় হারিয়ে যাবে হায়।।


যতবার তোমারে খুঁজেছি

কোরানের পথ তত বুঝেছি

নিজেকে চিনেছি

হে রাসুল নবীজি তোমার 

পাঠানো ঠিকানা পড়ে।


তুমি আছো হৃদয়ের গভীরে

ভুলবো তোমার বলো কি করে।।

সবার মুখেই শুনি | অ্যান্ড্রয়েড ফোন | Android Phone | Mafruha
এখন আর কেউ বলেনা | Adorini Ma lyrics | সাইমুম
এখনো সময় আছে লিরিক্স - Ekhono Somoy Ache Lyrics
মনে মনে যিকির সদা Mone Mone Zikir lyrics সাইমুম শিল্পী গোষ্ঠী
শুনো মুমিন মুসলমান । Shuno Mumin Musolman Lyrics । Muhammad Badruzzaman
মোরা হতে চাই প্রিয়তম তোমার-Mora Hote Chai Pritomo Tumar
আন্দোলন সে তো জীবনের অন্য নাম লিরিক্স -Andolon Se To Jiboner lyrics
আল্লাহ কবুল করে নাও-Allah Kobul Kore Nao
শীতল আগুন লিরিক্স-Shitol Agun আবু উবায়দা
মিষ্টি সুরে মদিনা প্রেমের গজল | Hridoye Madina | Official Video