এ আকাশ মেঘে ঢাকা রবে না -Ei Akash Meghe Dhaka
কথা: মতিউর রহমান মল্লিক
এ আকাশ মেঘে ঢাকা রবে না
আলোয় আলোয় হেসে উঠবে
এ নদী গতিহীন হবে না
সাগরের পানে শুধু ছুটবে ॥
কুয়াশা তো কেটে যায় রোদ উঠলেই
বালিয়াড়ি ভেঙ্গে যায় স্রােত ছুটলেই
চোখে দেখা এই সব তোমার বুকেও জানি
একদা তুমুল ঝড় তুলবে ॥
মরীচিকা দেখে কেউ ভুল করলেই
আলেয়ার আলোয় বিপাকে পড়লেই
তাকে শুধু বলা যায় যেও নাকো বন্ধু
না হয় ফেরার পথ ভুলবে ॥