যা কিছু করতে চাও - Ja Kichhu Karte Chhao

কথা ও সুর: মতিউর রহমান মল্লিক

যা কিছু করতে চাও করতে পারো
অনুরোধ শুধু ওগো পর হয়ো না
এ বুক ভাঙতে চাও ভাঙতে পারো
অনুরোধ শুধু এই ঘর ভেঙো না ॥

অনেক রক্ত দিয়ে গড়া এই মাসজিদ
মুক্তির প্রিয় ঠিকানায়
অনেক কান্না ভেজা এই সুবহে উম্মিদ
স্বপ্নের স্বীয় সীমানায়
কেমন করে ওগো আগুন দেবে তুমি
পাষাণ পাথর হয়ো না ॥

এক দেহে এক প্রাণে আমাদের অধিবাস মূলত
মাঝ পথে এসে আজ ছাড়াছাড়ি হবে কেন বলো তো।

সকল তিক্ততা কি ওগো ভুলে গিয়ে
সেই প্রেম খুঁজে পাবো না
সকল দুঃখ মুছে মন খুলে ওগো
সেই গান কভু গাবো না
হৃদয় দু’ভাগ করে কী সুখ পাবে তুমি
নিদয় নিঠুর হয়ো না ॥
দেখার মতো দেখো যদি - Dakar Moto Dako Jodi
দুয়ারে আইসাছে পালকি | Duare Aisache Palki
মধুর কণ্ঠে নতুন গজল। Herar Alo। হেরার আলো। Jahidul Islam Shawon। Bangla Gojol
আম্মা বলেন ঘর ছেড়ে তুই লিরিক্স -Amma Bolen Ghar Chhere Tui Lyrics
তুরস্ক ও সিরিয়া ভূমিকম্প-Tursko Syria Bhumikompo
গোনাহের জাল লিরিক্স-Gonaher Jaal Abu Ubayda
মরমি গজল। Aj Achi Kal Nei। আজ আছি কাল নেই। Noor Hussain । Bangla Gojol
এই ফরিয়াদ তোমার কাছে করি ওগো প্রভু লিরিক্স-Ei Foriad
কদর রাতে দু’হাত তুলে Qodorer Rate । Jaima Noor
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি-Padma meghna jamunar tire amra shibir gorechi lyrics