হারিয়ে যাবো একদিন লিরিক্স Hariye Jabo Ekdin Lyrics

কথা ও সুরঃ আমিনুল ইসলাম মামুন

গায়কঃ মাহফুজুল আলম

হারিয়ে যাবো একদিন আমি

রব না এই ভুবনে চির দিন (২ বার)


ক্ষমা করে দিয়ো তোমরা আমায় (২ বার)

ভুল করে থাকি যদি কোনদিন


হারিয়ে যাবো একদিন আমি

রব না এই ভুবনে চিরদিন (২ বার)


বাঁশ বাগানে বা গোরস্থানে

হয় তোহ দেবে মোরে কবর

তোমরা আমায় যাবে ভুলে

রাখবে না জানি কোনো খবর (২ বার)

পড়বে কি মনে আমার কথা

ফেলবে কি অশ্রু কোনোদিন


হারিয়ে যাবো একদিন আমি

রব না এই ভুবনে চির দিন (২ বার)


ছোট্ট মাটির ঘরে আমার দেহ

নিথর হয়ে পরে রবে

আঁধার কবরে আলোর প্রদীপ

কেহ নাহি কভু জালবে (২ বার)

থাকবে না কেউ জানি আমার পাশে

কাটাব একাকী রাত্রি দিন


হারিয়ে যাবো একদিন আমি

রব না এই ভুবনে চির দিন (২ বার)


মাটিরে দেহ মাটি খাবে লিরিক্স-Matir Deho
আমার নবীর ভালোবাসা -Amar Nabir Valobasa
মোরা হতে চাই প্রিয়তম তোমার-Mora Hote Chai Pritomo Tumar
খুশির সওগাত | Khusir Sougat | Jaima Noor
ছয়টি ঋতুর খেলা লিরিক্স-Chhoyti ritur khela | Motiur Rahman Mollik Lyrics
আবার যুদ্ধ হবে লিরিক্স-জাগ্রত কবি মুহিব খান
আমার মায়ের কারণে স্নেহ ভালোবাসা আর মায়া মমতায় Maa Gojol Mahmud Faysal
পথশিশুদের নিয়ে গান । Bondho Duar । খুলে দাও হৃদয়ের বন্ধ দুয়ার
ডিম চুরি হয় সিম চুরি হয় - লিরিক্স
কচু হাতার হানিরে ভাই কচু হাতার হানি -Kachu Hatara Hanire Bhai Kachu Hatara Hani