হারিয়ে যাবো একদিন লিরিক্স Hariye Jabo Ekdin Lyrics
কথা ও সুরঃ আমিনুল ইসলাম মামুন
গায়কঃ মাহফুজুল আলম
হারিয়ে যাবো একদিন আমি
রব না এই ভুবনে চির দিন (২ বার)
ক্ষমা করে দিয়ো তোমরা আমায় (২ বার)
ভুল করে থাকি যদি কোনদিন
হারিয়ে যাবো একদিন আমি
রব না এই ভুবনে চিরদিন (২ বার)
বাঁশ বাগানে বা গোরস্থানে
হয় তোহ দেবে মোরে কবর
তোমরা আমায় যাবে ভুলে
রাখবে না জানি কোনো খবর (২ বার)
পড়বে কি মনে আমার কথা
ফেলবে কি অশ্রু কোনোদিন
হারিয়ে যাবো একদিন আমি
রব না এই ভুবনে চির দিন (২ বার)
ছোট্ট মাটির ঘরে আমার দেহ
নিথর হয়ে পরে রবে
আঁধার কবরে আলোর প্রদীপ
কেহ নাহি কভু জালবে (২ বার)
থাকবে না কেউ জানি আমার পাশে
কাটাব একাকী রাত্রি দিন
হারিয়ে যাবো একদিন আমি
রব না এই ভুবনে চির দিন (২ বার)