রক্তে কেনা বাংলা আমার লিরিক - Rokte kena bangla amar lyrics.

কথা ও সুরঃ আইনুদ্দিন আল আজাদ রাহ.

রক্তে কেনা বাংলা আমার লাখো শহীদের দান,

তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান। ৪

যে জাতি তার জীবন দিয়ে কিনে নেয় স্বাধীনতা,

সে জাতি কেন অন্যের তরে নত করে তার মাথা।২

শহীদের সেই রক্তকে আজ একোন অপমান।২

রক্তে কেনা বাংলা আমার লাখো শহীদের দান,

তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান।২

সকাল বেলা পান্তা খেয়ে বৈশাখের ঐদিনে,


বিকেলে আবার উঠছে মেতে ইংলিশ হিন্দী গানে।২

নিজেদের সব ভুলে গিয়ে চলে ভিনদেশীদের গান ।২

রক্তে কেনা বাংলা আমার লাখো শহীদের দান,

তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান।২

হাতে শাঁখা মাথায় সিঁদুর হায়রে মুসলমান,

আল্লাহকে তুমি ভুলে গিয়ে যেন হয়ে গেছ শয়তান।২

আজগুবি সব সাজগোজে তুমি সেজেছো হনুমান। ২

রক্তে কেনা বাংলা আমার লাখো শহীদের দান,

তবুও কেন বন্ধু তোমার বিদেশের প্রতি টান।৪

আবার জেগে ওঠো লিরিক্স - Abar Jega Otho - জগ্রত কবি মুহিব খানা
কোনো একদিন শুনবে তোমরা হয়তো-Kono Ekdin Shunbe Tomra Hoyto
যার শুন্যতা এনে দেয় বিষন্নতা লিরিক্স-Mayer Sunnota Lyrics
আমার নিশ্বাসে বিশ্বাসে প্রিয় নবী | Bisshashe Rasul | আবু উবায়দা
মাওলার এশকে জ্বলে আগুন লিরিক্স -Mawlar Eshke Jale Agun
সালাত - জাইমা নূর Jaima Noor - SALAT
হুশিয়ার । জাগরণী সংগীত | Hushiar - Kalarab
নাও ডেকে রওজাতে তোমার লিরিক্স
পদ্মা মেঘনা যমুনার তীরে আমরা শিবির গড়েছি-Padma meghna jamunar tire amra shibir gorechi lyrics
বালাগাল উলা বি কামালিহি লিরিক্স - Balagal Ula Bi Kamalihi