গান: ও নদী তুমি বইছো কেনো

কথা, সুর ও শিল্পী: আল্লামা তারেক মনোয়ার


ও নদী নদী আমার

ও নদী রে......

ও নদী তুমি বইছো কেনো

তুমি কি জানোনা?

তোমার তীরে বাস করে শত জনপদ

বুকে নিয়ে শত বেদনা

এমনও লোক আছে তোমার তীরে জীবনে সুখ যারা কভু পায়নি

দু বেলা পেট পুরে অণ্য তৃপ্তি ভরে যারা খায়নি

এদের দুঃখ দেখেও তুমি কেনো বইছো

এদের দুঃখ গুলি ধুয়ে নাও না

তোমার তীরের পলি দিয়ে সারা পৃথিবীর শস্য হয়

বঞ্চিত মানুষের অধিকার নিয়ে

যালিম করে তার অবক্ষয়

তোমার তীরেই জুলুম করে যালিম শাসক আর সরকার

প্রতিদিন শুনি অজস্র মানুষের হাহাকার আর চিৎকার

সবকিছু শুনেও বইছো কেনো 

এসব সমাজ কেনো ভেঙ্গে দাও না

আল্লাহ তুমি অপরুপ না জানি কত সুন্দর গজল লিরিক্স-allah tumi oporup na janina ko sundor | Maria Binte Sakur
কুরআন মধুর বানী ৩-Quran Modhur Bani 3
দুই সেরা কন্ঠে মন জুড়ানো গজল - Baby Najnin & Arif Sagar - থাকলে নবীর যুগে আমি
রসূলে খোদা হে, তু দিল কি আওয়াজে লিরিক্স Rasule Khoda by Abu Rayhan
আজকে কেনো তরকারিতে নুন হয়েছে কম - জাইমা নূর
শবেকদর- Shab-E-Kadar
আবার যুদ্ধ হবে লিরিক্স-জাগ্রত কবি মুহিব খান
হাসি মুখের সাদকা | HASHI MUKHER SADKA lyrics | সাইমুম শিল্পী গোষ্ঠী
চারিদিকে তোমার নিয়ামত নদী-নালা পাহাড় পর্বত-মুনাইম বিল্লাহ
ইমাম কাঁদে খেজুরের তরে - Imam Kande Khejurer Tore