খাদিজার মতো জীবন গড়ো- Khadijar Moto Jibon Goro 

কথা ও সুরঃ আব্দুস সালাম 

শিল্পী: জাইমা নূর

খাদিজার মতো যদি জীবন গড়ো 

মা ফাতেমার মতো পাবে সন্তান 

তোমার জীবন হবে আনন্দময় 

আয়েশার মতো হও চরিত্রবান।। 


বেদ্বীনের রঙে রাঙিও না জীবন 

কোরআন হাদিস করো তোমার আপন

তোমার নিজেকে সঁপো দ্বীনের তরে

তোমার আপন হবে আল্লাহ মহান।। 


লালোসার পানে কভূ বাড়িও না হাত

রাবেয়ার মতো তুমি কর ইবাদাত 

গাজালির মতো যদি জীবনটা হয়

দোজাহানে পাবে তুমি পাবে সম্মান।

সব একদিন হয়ে যাবে শেষ-Sob Ekdin Hoye Jabe Shesh
হৃদয় বীণা তোমার নামে তাসবী জপে শুধু লিরিক্স-Hridoybina Gojol by Humayra Afrin Era
হেরা হতে হেলে দুলে নুরানী তনু ও কে আসে হায়- জাইমা নূর । Jaima Noor
চোখকে বলি ভালো দেখো | Baby Najnin | Chokh K Boli Valo Dekho | নতুন ইসলামিক গজল 2021
মনটাকে কাজ দিন-Montake Kaj Din lyrics
কার মার্তবা বেশী? নবী পাকের না ইমাম পাকের - Baby Najnin - New Official Video
একটি নাত বলি সবারী জন্য - Baby Najnin
খুশীর প্রভাত - জাইমা নূর
যদি লিখতে শুরু করি লিরিক্স-Jodi likhte shoro kori lyrics
সুরের কুমকুম - Surer Kumkum | Abu ubayda